ওতার কাকাবাদজে (জর্জীয়: ოთარ კაკაბაძე; জন্ম: ২৭ জুন ১৯৯৫) হলেন একজন জর্জীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে পোলীয় ক্লাব ক্রাকোভিয়া এবং জর্জিয়া জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

ওতার কাকাবাদজে
ব্যক্তিগত তথ্য
জন্ম (1995-06-27) ২৭ জুন ১৯৯৫ (বয়স ২৮)
জন্ম স্থান তিবিলিসি, জর্জিয়া
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ক্রাকোভিয়া
জার্সি নম্বর ২৫
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:২৭, ২৬ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১১ সালে, কাকাবাদজে জর্জিয়া অনূর্ধ্ব-১৭ দলের হয়ে জর্জিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত জর্জিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৫ সালে জর্জিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জর্জিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬০ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ওতার কাকাবাদজে ১৯৯৫ সালের ২৭শে জুন তারিখে জর্জিয়ার তিবিলিসিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

কাকাবাদজে জর্জিয়া অনূর্ধ্ব-১৭, জর্জিয়া অনূর্ধ্ব-১৯ এবং জর্জিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে জর্জিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ২০১১ সালে তিনি জর্জিয়া অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। জর্জিয়ার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৪ বছরে ২০ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল করেছেন।

২০১৫ সালের ৮ই অক্টোবর তারিখে, ২০ বছর, ৩ মাস ও ১১ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী কাকাবাদজে জিব্রাল্টারের বিরুদ্ধে অনুষ্ঠিত উয়েফা ইউরো ২০১৬ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে জর্জিয়ার হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচে তিনি ২১ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি জর্জিয়া ৪–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] জর্জিয়ার হয়ে অভিষেকের বছরে কাকাবাদজে সর্বমোট ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
২৬ মে ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
জর্জিয়া ২০১৫
২০১৬
২০১৭
২০১৮
২০১৯ ১০
২০২০
২০২১
২০২২
২০২৩
২০২৪
সর্বমোট ৬০

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Georgia vs. Gibraltar - 8 October 2015 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৬ 
  2. "Georgia - Gibraltar 4:0 (EURO Qualifiers 2014/2015, Group D)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৬ 
  3. "Georgia - Gibraltar, Oct 8, 2015 - European Qualifiers - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৬ 
  4. Strack-Zimmermann, Benjamin। "Georgia vs. Gibraltar"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা