ওড়িশা মহিলা ফুটবল দল

ওড়িশা মহিলা ফুটবল দল (ওড়িয়া: ଓଡ଼ିଶା ମହିଳା ଫୁଟବଲ ଟୀମ୍) হল একটি ভারতীয় মহিলা ফুটবল দল যা ভারতের ওড়িশা রাজ্যের প্রতিনিধিত্ব করে। ওডিশার ফুটবল অ্যাসোসিয়েশন, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের একটি রাজ্য সংস্থা, দল পরিচালনা করে। দলটি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সদস্য হিসাবে, সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে, ভারতীয় ফুটবলের শীর্ষস্থানীয় মহিলাদের নক-আউট লিগে প্রতিদ্বন্দ্বিতা করে।[১]

ওড়িশা মহিলা ফুটবল দল
পূর্ণ নামওড়িশা মহিলা ফুটবল দল
ডাকনামଓଡ଼ିଶା ମହିଳା ଫୁଟବଲ ଟୀମ୍
মাঠকলিঙ্গ স্টেডিয়াম
ধারণক্ষমতা১৫,০০০
মালিকওড়িশা ফুটবল অ্যাসোসিয়েশন
সভাপতিদেবাশিস সামন্তরায়
প্রধান কোচক্রিসপিন ছেত্রী
লিগসিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
২০২২–২৩সেমি-ফাইনাল

স্টেডিয়াম সম্পাদনা

 
২০১৯ সালে কলিঙ্গা স্টেডিয়ামের একটি উন্নত দৃশ্য

১৯৭৮ সালে প্রতিষ্ঠিত, ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম, ওডিশার হোম মাঠ হিসেবে কাজ করে। ১৫,০০০-ক্ষমতার স্টেডিয়ামটি আই-লিগ, সুপার কাপ এবং ২০১৯ গোল্ড কাপ সহ বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করেছে। এটি ২০২২ ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের আয়োজন করবে। স্টেডিয়ামটি জাতীয় এবং যুব দলের শিবিরগুলির জন্যও হোম বেস। ইন্ডিয়ান অ্যারোস, এআইএফএফ এর উন্নয়নমূলক দিক, এছাড়াও কলিঙ্গা স্টেডিয়ামে অবস্থিত।


সাফল্য সম্পাদনা

রাজ্য সম্পাদনা

  বিজয়ী (১): ২০১০–১১[২]
  রানার্স-আপ (৫): ২০০১–০২, ২০০৭–০৮, ২০০৯–১০, ২০১৩–১৪, ২০১৮–১৯
  স্বর্ণপদক (৩): ২০০৭, ২০১১, ২০২৩
  রৌপ্যপদক (২): ২০১৫, ২০২২
  ব্রোঞ্জপদক (১): ২০০২
  রানার্স-আপ (৮): ২০০২–০৩, ২০০৫–০৬, ২০০৭–০৮, ২০০৮–০৯, ২০১১–১২, ২০১৩–১৪, ২০১৫–১৬, ২০১৭–১৮
  বিজয়ী (১): ২০০৬–০৭
  রানার্স-আপ (৭): ২০০৩–০৪, ২০০৪–০৫, ২০০৭–০৮, ২০০৮–০৯, ২০০৯–১০, ২০১০–১১, ২০১৮–১৯

অন্যদের সম্পাদনা

  • পেম দোর্জি মেমোরিয়াল কাপ
  রানার্স-আপ: ২০০৯[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Football Association Of Odisha"All India Football Federation। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. "Orissa win maiden title in Senior Women NFC"Orisports। ১৮ মে ২০১১। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২২ 
  3. "Orissa women lose in Pem Dorjee Cup final"Orisports। ১৫ অক্টোবর ২০০৯। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২