এস এম আরিফ-উর-রহমান

এস এম আরিফ-উর-রহমান একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা যিনি ২৬ মে ২০১৯ সাল থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২০ সাল পর্যন্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১][২][৩]

এস এম আরিফ-উর-রহমান
জন্ম
বারিপোতা গ্রাম, শার্শা উপজেলা, যশোর জেলা
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তনরাজশাহী বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণসচিব
অফিসমুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব
সন্তানএক পুত্র

জন্ম ও প্রাথমিক জীবন সম্পাদনা

এস এম আরিফ-উর-রহমান যশোর জেলার শার্শা উপজেলার বারিপোতা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি এক পুত্র সন্তানের জনক।

কর্মজীবন সম্পাদনা

এস এম আরিফ-উর-রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের সপ্তম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৫ ফেব্রুয়ারি ১৯৮৮ সালে চাকুরীতে যোগদান করেন। তিনি মাঠ প্রশাসনে সহকারী কমিশনার, নেজারত ডেপুটি কালেক্টর, রেভিনিউ ডেপুটি কালেক্টর, জেনারেল সার্টিফিকেট অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক হিসেবে এবং বাংলাদেশ সচিবালয়ে বিদ্যুৎ বিভাগে উপসচিব এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২৬ মে ২০১৯ সাল থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২০ সাল পর্যন্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।[২][৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৯ মে ২০১৯। ১৭ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব আমিনুল, ইআরডিতে ফাতিমা"দৈনিক সমকাল। ১১ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব হলেন আমিনুল"দৈনিক অধিকার। ১১ ফেব্রুয়ারি ২০২০। ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০ 
  4. "মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-অর্থনৈতিক সম্পর্ক বিভাগে নতুন সচিব"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০