এস এম আবু সায়ীদ

বাংলাদেশী রাজনীতিবিদ

এস এম আবু সায়ীদ (১ জানুয়ারি ১৯৩৭-২৮ আগস্ট ২০১৭) বাংলাদেশের নড়াইল জেলার রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য[১][২]

অধ্যক্ষ
এসএম আবু সায়ীদ
নড়াইল-১ আসনের সাংসদ
কাজের মেয়াদ
১৯৮৬ – ১৯৯০
পূর্বসূরীআসন শুরু
উত্তরসূরীধীরেন্দ্র নাথ সাহা
ব্যক্তিগত বিবরণ
জন্ম১ জানুয়ারি ১৯৩৭
কালিয়া উপজেলা, নড়াইল জেলা
মৃত্যু২৮ আগস্ট ২০১৭
নড়াইল সদর হাসপাতাল
রাজনৈতিক দলজাতীয় পার্টি
বাংলাদেশ আওয়ামী লীগ
সন্তাননিঃসন্তান

জন্ম ও প্রাথমিক জীবন

সম্পাদনা

এস এম আবু সায়ীদ ১ জানুয়ারি ১৯৩৭ সালে নড়াইল জেলার কালিয়া উপজেলার বারইপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নিঃসন্তান ছিলেন।

রাজনৈতিক ও কর্মজীবন

সম্পাদনা

এসএম আবু সায়ীদ খুলনা দৌলতপুর দিবা নৈশ লেজের ও শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ১৯৮৪ সালে আওয়ামী লীগ ছেড়ে জাতীয় পার্টিতে যোগ দিয়ে প্রথমে কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পরে নড়াইল জেলা জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।[৩] তিনি ১৯৮৬ সালের তৃতীয়১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে নড়াইল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১][২] ১৯৯৬ সালে তিনি পুনরায় আওয়ামী লীগে যোগ দিয়ে নড়াইল জেলা কৃষকলীগের সভাপতি নির্বাচিত হন।[৪]

মৃত্যু

সম্পাদনা

এসএম আবু সায়ীদ ২৮ আগস্ট ২০১৭ হৃদরোগে আক্রান্ত হয়ে নড়াইল সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।[৫]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২০ 
  2. "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২০ 
  3. "নড়াইলের সাবেক এমপি অধ্যক্ষ আবু সাঈদ আর নেই"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৩ 
  4. "সাবেক এমপি অধ্যক্ষ আবু সাঈদের ইন্তেকাল | banglatribune.com"Bangla Tribune। ২০১৯-১১-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৩ 
  5. "সাবেক এমপি অধ্যক্ষ আবু সাঈদের ইন্তেকাল"ppbd.news। ২৯ আগস্ট ২০১৭।