এসিসি চ্যালেঞ্জার কাপ

এসিসি পুরুষদের চ্যালেঞ্জার কাপ হলো একদিনের আন্তর্জাতিক এবং সীমিত-ওভারের (৫০ ওভার) আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট যা এশিয়ান ক্রিকেট কাউন্সিল দ্বারা পরিচালিত এবং একটি লীগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করে। এটি এসিসি পুরুষদের প্রিমিয়ার কাপ এবং এশিয়া কাপের জন্য যোগ্যতার পথের একটি অংশ।[১]

এসিসি চ্যালেঞ্জার কাপ
খেলার ধরনএকদিনের আন্তর্জাতিক এবং সীমিত ওভার (৫০ ওভার)
প্রথম টুর্নামেন্ট২০২৩
প্রতিযোগিতার ধরনগ্রুপ পর্যায় এবং নকআউট
দলের সংখ্যা
বর্তমান চ্যাম্পিয়ন সৌদি আরব (১ম শিরোপা)
সর্বাধিক সফল সৌদি আরব (১ শিরোপা)
সর্বাধিক রানইন্দোনেশিয়া পদ্মাকর সার্ভে (১৯৯)
সর্বাধিক উইকেটসৌদি আরব ইশতিয়াক আহমদ (১২)
বাহরাইন আব্দুল মজিদ (১২)
ওয়েবসাইটhttps://asiancricket.org/

৯ ফেব্রুয়ারি ২০২৩-এ, এসিসি উদ্বোধনী টুর্নামেন্টের সময়সূচী ঘোষণা করে, যেখানে ৮টি দল অংশ নিয়েছিল (আয়োজক থাইল্যান্ড, বাহরাইন, ভুটান, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, ইরান এবং মিয়ানমার)।[২]

ফলাফল সম্পাদনা

বছর বিন্যাস আয়োজক দেশ ফাইনাল ভেন্যু ফাইনাল
বিজয়ী ফলাফল রানার আপ
২০২৩ বিস্তারিত ৫০ ওভার   থাইল্যান্ড তেরডথাই ক্রিকেট গ্রাউন্ড
ব্যাংকক
  সৌদি আরব (৩০/০) সৌদি আরব ১০ উইকেটে স্কোরকার্ড   বাহরাইন (২৬)

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Newspaper, Bhutan's Daily। "Men's cricket team prepares for ACC Men's Challenger Cup 2023"Kuensel Online। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১২ 
  2. "Thailand Cricket to host ACC Men's Challenger Cup 2023 in February/March - Czarsportz Global" (ইংরেজি ভাষায়)। ২০২৩-০২-০৮। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১২