এসভিএফ সিনেমাস

পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহের একটি চেইন

এসভিএফ সিনেমামাস পূর্ব ভারতের সিনেমা থিয়েটারগুলির অন্যতম বৃহত্তম চেইন। সংস্থাটির আধুনিক এবং প্রযুক্তিগত ভাবে উন্নত ৮ টি প্রেক্ষাগৃহ রয়েছে পশ্চিমবঙ্গের ৭ টি শহরে। ৮ টি প্রেক্ষাগৃহের ১৫ টি স্ক্রিন জুড়ে প্রিমিয়াম সুবিধা প্রদানের মাধ্যমে চলচ্চিত্রের পরিবেষয় করে সংস্থাটি। এসভিএফ সিনেমামাসের অধিনে একক পর্দার প্রেক্ষাগৃহ'সহ মিশ্র-ব্যবহারের বৈশিষ্ট্যযুক্ত একাধিক পর্দার বিশিষ্ট প্রেক্ষাগৃহ বা মাল্টিপ্লেক্স রয়েছে।

অবস্থান সম্পাদনা

পশ্চিমবঙ্গের ৭ টি শহরে ৮ টি প্রেক্ষাগৃহ জুড়ে ১৫ টি পর্দা রয়েছে (রাজ্য: ১ টি)। [১]

রাজ্য বা অঞ্চল শহর প্রেক্ষাগৃহের নাম প্রেক্ষাগৃহের অবস্থান পর্দার সংখ্যা
পশ্চিমবঙ্গ পুরুলিয়া এসভিএফ সিনেমাস- পুরুলিয়া সিটি সেন্টার মল ০২
বৃহত্তর কলকাতা উদয়ন সিনেমা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড,
খাশ বাগান, শেওরাফুলি
০১
এসভিএফ সিনেমা- নরেন্দ্রপুর ১৬৯, নরেন্দ্রপুর স্টেশন রোড,
সেক্টর -০১, বিবেকানন্দ নগর
০২
এসভিএফ সিনেমাস- বারুইপুর বারুইপুর শো হাউস, সুবুদ্ধিপুর ০২
কৃষ্ণনগর এসভিএফ সিনেমাস- কৃষ্ণনগর এনএইচ - ৩৪, সেন্ট্রাম মল ২ য় তল,
পান্থ তীর্থ বাস স্টপের কাছে
০২
বোলপুর গীতাঞ্জলী সিনেমা হল বাসস্ট্যান্ড, প্রভাত সরণি,
৭৩১২০৪
০১
মগড়া এসভিএফ সিনেমা - মগরা এসএইচ ১৩,
হাঁসঘড়া, হুগলী
০১
জলপাইগুড়ি এসভিএফ সিনেমা- জলপাইগুড়ি, পিআরএম মল,
শিলিগুড়ি রোড
০২

তথ্যসূত্র সম্পাদনা

  1. "SVF Cinemas is one of the largest chains of movie theatres in Eastern part of India"। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৯