সোচেতা পলিস্পোর্তিভা আর্স এত লাবর (সাধারণত এসপিএএল অথবা স্পাল ইতালীয় উচ্চারণ: [spal] নামে পরিচিত) হচ্ছে ফেররারা ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব।[১] এই ক্লাবটি বর্তমানে ইতালির দ্বিতীয় স্তরের ফুটবল লীগ সেরিয়ে বি-এ খেলে। এই ক্লাবটি ১৯০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এসপিএএল তাদের সকল হোম ম্যাচ ফেররারার স্তাদিও পাওলো মাজ্জায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৬,১৩৪। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন পাস্কুয়ালে মারিনো এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ওয়ালতার মাত্তিওলি। ইতালীয় আক্রমণভাগের খেলোয়াড় সের্দজো ফ্লোক্কারি এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

এসপিএএল
পূর্ণ নামসোচেতা পলিস্পোর্তিভা আর্স এত লাবর এস.পি.এ.
ডাকনামগ্লি পাল্লিনি
ই বিয়াঙ্কাজ্জুররি (সাদা এবং নীল)
গ্লি এস্তেন্সি (এস্তের ঘর)
প্রতিষ্ঠিত১৯০৭; ১১৭ বছর আগে (1907) (সোচেতা পলিস্পোর্তিভা আর্স এত লাবর" হিসেবে)
২০০৫; ১৯ বছর আগে (2005) (পুনঃপ্রতিষ্ঠিত)
২০১২; ১২ বছর আগে (2012) (পুনঃপ্রতিষ্ঠিত)
মাঠস্তাদিও পাওলো মাজ্জা
ধারণক্ষমতা১৬,১৩৪
মালিকভেত্রোরেসিনা এস.পি.এ.
সভাপতিইতালি ওয়ালতার মাত্তিওলি
প্রধান কোচইতালি পাস্কুয়ালে মারিনো
লিগসেরিয়ে বি
২০১৯–২০২০তম (অবনমিত)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, এসপিএএল এপর্যন্ত ১০টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি সেরিয়ে বি, ৩টি সেরিয়ে চি, ১টি লেগা প্রো, ১টি সেরিয়ে চি১, ১টি সেরিয়ে চি২, ১টি কোপ্পা ইতালিয়া সেরিয়ে চি এবং ১টি সুপারকোপ্পা দে লেগা প্রো শিরোপা রয়েছে।

অর্জন সম্পাদনা

ঘরোয়া সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "S.P.A.L."transfermarkt.com (ইংরেজি ভাষায়)। transfermarkt। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা