এসআরএম বিশ্ববিদ্যালয়
তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরে অবস্থিত একটি বেসরকারি প্রতিম বিশ্ববিদ্যালয়
এসআরএম ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (পূর্বে নামঃ এসআরএম বিশ্ববিদ্যালয়) হলো ভারতের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টির সারা ভারত জুড়ে মোট ৭টি শাখা রয়েছে৷ চারটি তামিলনাড়ুতে- এসআরএম কাট্টানকুলাত্থুর, এসআরএম রামাপুরম, এসআরএম ভাডাপলানি ও এসআরএম তিরুচিরাপল্লী এবং বাকি তিনটে দিল্লি এন.সি.আর, সোনিপাত ও গ্যাংটক- এই শহরগুলিতে অবস্থিত।
প্রাক্তন নামসমূহ | এসআরএম বিশ্ববিদ্যালয়, এসআরএম ইঞ্জিনিয়ারিং কলেজ (১৯৮৫–২০০২)[১] |
---|---|
নীতিবাক্য | Learn, Leap, Lead |
ধরন | বেসরকারি প্রতিম বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ১৯৮৫ |
আচার্য | টি. আর. পারিবেন্ধার |
উপাচার্য | প্রফেসর প্রবীর কুমার বাগচী |
শিক্ষার্থী | ৫৫,০০০ |
স্নাতক | ৪৫,০০০ |
স্নাতকোত্তর | ১০,০০০ |
অবস্থান | , |
শিক্ষাঙ্গন | কাট্টানকুলাত্থুর রামাপুরম ভাডাপলানি তিরুচিরাপল্লী মোদিনগর, দিল্লী জাতীয় রাজধানী অঞ্চল গ্যাংটক সোনিপাত |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন |
ওয়েবসাইট | www |
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "History of এসআরএম গ্রুপ অব ইনস্টিটিউশন্স"। SRM University। ২১ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১২।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |