এসআরএম বিশ্ববিদ্যালয়

তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরে অবস্থিত একটি বেসরকারি প্রতিম বিশ্ববিদ্যালয়

এসআরএম ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (পূর্বে নামঃ এসআরএম বিশ্ববিদ্যালয়) হলো ভারতের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টির সারা ভারত জুড়ে মোট ৭টি শাখা রয়েছে৷ চারটি তামিলনাড়ুতে- এসআরএম কাট্টানকুলাত্থুর, এসআরএম রামাপুরম, এসআরএম ভাডাপলানিএসআরএম তিরুচিরাপল্লী এবং বাকি তিনটে দিল্লি এন.সি.আর, সোনিপাতগ্যাংটক- এই শহরগুলিতে অবস্থিত​।

এসআরএম ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি
এসআরএম ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির সীল
প্রাক্তন নামসমূহ
এসআরএম বিশ্ববিদ্যালয়, এসআরএম ইঞ্জিনিয়ারিং কলেজ (১৯৮৫–২০০২)[১]
নীতিবাক্যLearn, Leap, Lead
ধরনবেসরকারি প্রতিম বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৯৮৫ (1985)
আচার্যটি. আর. পারিবেন্ধার
উপাচার্যপ্রফেসর প্রবীর কুমার বাগচী
শিক্ষার্থী৫৫,০০০
স্নাতক৪৫,০০০
স্নাতকোত্তর১০,০০০
অবস্থান,
শিক্ষাঙ্গনকাট্টানকুলাত্থুর
রামাপুরম
ভাডাপলানি
তিরুচিরাপল্লী
মোদিনগর, দিল্লী জাতীয় রাজধানী অঞ্চল
গ্যাংটক
সোনিপাত
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
ওয়েবসাইটwww.srmuniv.ac.in, www.srmus.ac.in
মানচিত্র

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "History of এসআরএম গ্রুপ অব ইনস্টিটিউশন্স"। SRM University। ২১ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১২