এশীয় সৈকত খেলা বা এশিয়ান বীচ গেমস হল সমগ্র এশিয়ার ক্রীড়াবিদদের জন্য আয়োজিত এশিয়া অলিম্পিক কাউন্সিল কর্তৃক নিয়ন্ত্রণ একটি বহু-ক্রীড়া প্রতিযোগিতা, যা প্রতি চার পরপর অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতা প্রথম আয়োজিত হয় ২০০৮ সালে ইন্দোনেশিয়ার বালিতে। এটি এশিয়ান গেমসের পর এশিয়া অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম বহু ক্রীড়া আসর।

এশিয়ান বীচ গেমস
সংক্ষেপেABG
প্রথম আসর২০০৮ এশিয়ান বীচ গেমস, বালি, ইন্দোনেশিয়া
আবর্তনচার বছর (পূর্বে ২ বছর ছিল)
সর্বশেষ আসর২০১৬ এশিয়ান বীচ গেমস, দানাং, ভিয়েতনাম
উদ্দেশ্যBeach sports event for nations on the Asian continent

এশিয়ান বীচ গেমসের এ পর্যন্ত ছয়টি আসর ছয়টি দেশে অনুষ্ঠিত হয়েছে এবং তাতে ৪৫টি জাতীয় অলিম্পিক কমিটির ক্রীড়াবিদগন অংশগ্রহণ করেছে। সর্বশেষ ২০১৬ গেমস ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ভিয়েতনামের দানাংয়ে অনুষ্ঠিত হয়। পরবর্তি আসর ২০১৮ সালের বদলে ২০২০ সালে চীনের সানিয়াতে অনুষ্ঠিত হবে, বীচ গেমসের ইতিহাসে দুই বছরের আবর্তনে ভাঙ্গন দিয়ে চার বছর করা হয়েছে।

অংশগ্রহণকারী জাতি

সম্পাদনা

এশিয়া অলিম্পিক কাউন্সিলের ৪৫টি সদস্য জাতীয় অলিম্পিক কমিটি এ পর্যন্ত অংশগ্রহণ করেছে।

এশীয় বীচ গেমসের স্বাগতিক শহরের অবস্থান
আসর বছর স্বাগতিক শহর স্বাগতিক দেশ উদ্বোধনকারী শুরুর তারিখ শেষের তারিখ এনওসি প্রতিযোগী ক্রীড়া ইভেন্ট সর্বোচ্চ সফল দল সূত্র
I ২০০৮ বালি   ইন্দোনেশিয়া রাষ্ট্রপতি সুসিলো বামবাং ইয়ুধনো ১৮ অক্টোবর ২৬ অক্টোবর ৪১ ১,৬৬৫ ১৭ ৫৯   ইন্দোনেশিয়া (INA) []
II ২০১০ মাস্কট   ওমান সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ ৮ ডিসেম্বর ১৬ ডিসেম্বর ৪৩ ১,১৩১ ১৪ ৫২   থাইল্যান্ড (THA) []
III ২০১২ হাইয়াং   চীন স্টেট কাউন্সিলর মা কাই ১৬ জুন ২২ জুন ৪৩ ১,৩৩৬ ১৩ ৪৯   চীন (CHN) []
IV ২০১৪ ফুকেট   থাইল্যান্ড প্রিভি কাউন্সিলর সুরায়ুদ চুলানন্ট ১৪ নভেম্বর ২৩ নভেম্বর ৪২ ২,৩৩৪ ২৬ ১৬৮   থাইল্যান্ড (THA) []
V ২০১৬ দা নাং   ভিয়েতনাম প্রধানমন্ত্রী নগুয়েন ঝুয়ান ফুচ ২৪ সেপ্টেম্বর ৩ অক্টোবর ৪১ ২,১৯৭ ১৪ ১৭২   ভিয়েতনাম (VIE) []
VI ২০২০ সানিয়া   চীন ২৬ নভেম্বর ৫ ডিসেম্বর []

ক্রীড়াসমূহ

সম্পাদনা
ক্রীড়া বছর
৩-অন-৩ বাস্কেটবল ২০৮, ২০১২ থেকে
এয়ার স্পোর্টস ২০০৮, ২০১২-২০১৪
বীচ অ্যাথলেটিকস ২০১৪ থেকে
বীচ ফ্লাগ ফুটবল ২০১৪ শুধু
বীচ হ্যান্ডবল সকল
বীচ কাবাডি সকল
বীচ কুরাশ ২০১৪ থেকে
বীচ স্যাম্বো ২০১৪ থেকে
বীচ সেপাক টাকরো সকল
বীচ সকার সকল
বীচ ভলিবল সকল
বীচ ওয়াটার পোলো ২০০৮-২০১০, ২০১৪ থেকে
বীচ উডবল সকল
বীচ কুস্তি ২০০৮, ২০১৪ থেকে
বডিবিল্ডিং ২০০৮-২০১০, ২০১৪ থেকে
কোস্টাল রোয়িং ২০১৬ শুধু
ড্রাগন বোট ২০০৮, ২০১০
ডুয়েথলন ২০১৪ শুধু
এক্ট্রামি স্পোর্টস ২০১৪ শুধু
ফুটভলি ২০১৪ শুধু
জেট স্কী ২০০৮-২০১০, ২০১৪
ক্রীড়া বছর
জুজিৎসু ২০১৪ থেকে
ম্যারাথন সাঁতার ২০০৮-২০১০, ২০১৪ থেকে
আধুনিক ট্রায়েথল ২০১৪ শুধু
মুই থাই ২০১৪ থেকে
প্যারাগ্লাইডিং অ্যাকুরেচি ২০০৮, ২০১০
প্যারাগ্লাইডিং ক্রস কান্ট্রি ২০০৮
Paramotoring ২০১২, ২০১৪
পেনচাক সিলাত ২০০৮, ২০১৬
পেটানক ২০১৪ থেকে
রোলার স্পীড স্কেটিং ২০১২ শুধু
শাটলকোক ২০১৬ শুধু
সেইলিং ২০০৮, ২০১০
স্পোর্ট ক্লাম্বিং ২০১২-২০১৪
স্কোয়াশ ২০১৪ শুধু
সার্ফিং ২০০৮ শুধু
Tent pegging ২০১০ শুধু
ট্রায়েথলন ২০০৮-২০১০, ২০১৪
ভোকোট্রুয়েন ২০১৬ শুধু
ভভিনাম ২০১৬ শুধু
ওয়াটারস্কিইং ২০১০-২০১৪

পদক তালিকা

সম্পাদনা
অবজাতিস্বর্ণরৌপ্যব্রোঞ্জমোট
  থাইল্যান্ড (THA)১৩০৯৭৯১৩১৮
  ভিয়েতনাম (VIE)৬২৬৮৭০২০০
  চীন (CHN)৬০৫৫৬৪১৭৯
  ইন্দোনেশিয়া (INA)৪২২৮৫৩১২৩
  দক্ষিণ কোরিয়া (KOR)২২৩৫৪৫১০২
  ইরান (IRI)২০২১১৫৫৬
  জাপান (JPN)১৪১৪২২৫০
  মঙ্গোলিয়া (MGL)১৪১৩৩১
  কাজাখস্তান (KAZ)১৩১৮১৭৪৮
১০  ভারত (IND)১২২৯৪৬
১১  সংযুক্ত আরব আমিরাত (UAE)১১২৯
১২  চীনা তাইপেই (TPE)১০২১২৯৬০
১৩  কাতার (QAT)২০
১৪  ওমান (OMA)১৮
১৫  বাহরাইন (BRN)১১
১৬  মালয়েশিয়া (MAS)১৭১৯৪২
১৭  পাকিস্তান (PAK)১৪১৬৩৬
১৮  হংকং (HKG)১০১৬৩২
১৯  কম্বোডিয়া (CAM)১০২২
২০  উজবেকিস্তান (UZB)১৬
২১  মিয়ানমার (MYA)১১২১
২২  ফিলিপাইন (PHI)১০৩২৪৭
২৩  লাওস (LAO)৩৩৪৩
২৪  সিঙ্গাপুর (SGP)১২২০
২৫  কুয়েত (KUW)২১
২৬  জর্ডান (JOR)১৮
২৭  ইরাক (IRQ)১২২২
২৮  সিরিয়া (SYR)১৫
২৯  তুর্কমেনিস্তান (TKM)১৬২৭
৩০  লেবানন (LBN)১১১৭
৩১  আফগানিস্তান (AFG)১০
৩২  কিরগিজস্তান (KGZ)১১
৩৩  ব্রুনাই (BRU)
৩৪  ইয়েমেন (YEM)
৩৫  তাজিকিস্তান (TJK)
৩৬  মাকাও (MAC)
৩৭  শ্রীলঙ্কা (SRI)
৩৮  বাংলাদেশ (BAN)
৩৯  নেপাল (NEP)
  ফিলিস্তিন (PLE)
  মালদ্বীপ (MDV)
  সৌদি আরব (KSA)
মোট (৪২টি জাতি)৫০৯৫০৯৭৩১১৭৪৯

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "1st ABG Bali 2008"। OCA। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০০৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "2nd ABG Muscat 2010"। OCA। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "3rd ABG Haiyang 2012"। OCA। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "4th ABG Phuket 2014"। OCA। ২০১০-০৬-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৪ 
  5. "5th ABG Danang 2016"। OCA। ২০১১-১২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৬ 
  6. "Sanya City in China awarded 2020 Asian Beach Games"। Inside The Games। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা