এল ডিয়েবলো
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (জুন ২০২১) |
এল ডিয়েবলো একটি স্প্যানিশ শব্দ, যার অর্থ শয়তান। এল ডিয়েবলো চিহ্নকে ইয়ো চিহ্নও বলা হয়ে থাকে। এ চিহ্নটি দ্বারা শয়তানের পূজারিদের বাফোমেটের পূজাকে নির্দেশ করা হয়।
বাফোমেট শয়তানের একটি রূপ বলে ধারণা করে শয়তানের পূজারিরা। এর মাথায় দুটো শিং রয়েছে। এল ডিয়েবলো চিহ্ন দ্বারা মূলত এটিই নির্দেশ করা হয়।[১]
উৎপত্তি ও ব্যবহার
সম্পাদনাএটি একটি স্টাইলের চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। তবে এটির মূল উদ্দেশ্য হল বাফোমেটের পূজাকে প্রচার করা। বিভিন্ন তারকারা এ চিহ্নকে ব্যবহার ও প্রচার করে থাকেন। ভক্তরাও তাদের অনুসরণ করে এ চিহ্ন ব্যবহার করে। তারা কাউকে ভয় পেতে নিষেধ করে। এসব চিহ্নের মাধ্যমে মানুষকে সম্মোহিত করা হয়।
ইলুমিনাতি ও এল ডিয়েবলো
সম্পাদনাএই নিবন্ধটির তথ্যসমূহের যথার্থতা সম্পর্কে বিতর্ক রয়েছে। |
মূলত ইলুমিনাতি কোম্পানির একটি প্রোপাগান্ডা এই এল ডিয়েবলো। যার মাধ্যমে তারা মানুষকে শয়তানের দাসত্ব করতে বাধ্য করে।
আরোও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বেহেমেথ সম্পর্কিত তথ্য"। ২২ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯।