এলায়স স্প্রেংগার

এলায়স স্প্রেংগার বা এ. স্প্রেংগার ব্রিটিশ-বাংলাদেশি একজন শিক্ষাবিদ, লেখক ও ইসলামি গবেষক। তিনি ইসলাম ও মুহাম্মাদের জীবনীর উপর বই লিখেছেন।[১] তিনি উপমহাদেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান কলকাতা আলিয়া মাদ্রাসা প্রথম অধ্যক্ষ ছিলেন।[২] ১৮৫০ খ্রিস্টাব্দে কলকাতা আলিয়া মাদ্রাসায় অধ্যক্ষের পদ সৃষ্টি হলে, তিনিই সর্বপ্রথম এই পদে আসীন হন।

অধ্যক্ষ
এলায়স স্প্রেংগার
প্রথম অধ্যক্ষ
কলকাতা আলিয়া মাদ্রাসা
কাজের মেয়াদ
১৮৭০ – ১৮৫০
উত্তরসূরীউইলিয়াম নাসাউ লিস
ব্যক্তিগত বিবরণ
জন্মযুক্তরাজ্য
জাতীয়তাবাংলাদেশী, যুক্তরাজ্য
পেশাশিক্ষাবিদ, অধ্যক্ষ,

পরিচয় সম্পাদনা

এ. স্প্রেংগার একজন বিভিন্ন ভাষায় পণ্ডিত ব্যক্তি ছিলেন। শোনা তিনি ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি ভাষাসহ প্রায় ২৫টা ভাষায় দক্ষ ছিলেন।[৩] ড. এ স্প্রেংগার ব্রিটিশ শাসনের সূত্রধরে ১৮৪৩ সালে ভারতবর্ষে আগমন করেন। তিনি ছিলেন পণ্ডিত মানুষ, এদেশে ব্রিটিশ সরকারকে শিক্ষা কাজে সাহায্য করার জন্য তিনি আগমন করেন।

দায়িত্ব পালন সম্পাদনা

১৮৪৪ সালে সালে ব্রিটিশ সরকার তাকে দিল্লি সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করে। মুসলিম দেওবন্দি পণ্ডিত মাওলানা মামলুক আলী তার অধীনে প্রায় ৫ বছর চাকরি করেন এবং তার এই কাজে সাহায্য করেন। এ স্প্রেংগার ১৯৪৭ সালের শেষ দিকে কলকাতা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ নিযুক্ত হন।[৪] কলকাতা আলিয়া মাদ্রাসা দেশভাগের পর দুইটা অংশে পরিণত হয়। একটি অংশ ঢাকায় স্থানান্তর করা হয়, নাম রাখা হয়, ঢাকা আলিয়া মাদ্রাসা (অফিশিয়ালি: মাদ্রাসা-ই আলিয়া, ঢাকা)।

প্রকাশিত গ্রন্থাবলি সম্পাদনা

  • Life of Mohamed[১] (বাংলা: মুহাম্মাদের জীবনী) - ১৮৫১ সালে কলকাতা থেকে প্রকাশিত

তার একটি বিখ্যাত উক্তি হলো:[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সীরাত রচনায় প্রাচ্যবাদী প্রয়াস: একটি সংক্ষিপ্ত পর্যালোচনা। কাজী একরাম"Riwayahbd (ইংরেজি ভাষায়)। ২০২০-১১-০৪। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২ 
  2. "আলিয়া মাদরাসা: ইতিহাস ঐতিহ্য ও গোড়াপত্তন"পাবলিক ভয়েস (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৭-২৬। ২০২১-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২ 
  3. আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার ইতিহাস-পৃ: 16-81(সংক্ষেপিত) 
  4. আকাবিরে দেওবন্দ জীবন ও কর্ম ' প্রথম খন্ড, (পৃ: 111-113) 
  5. রিজাল শাস্ত্র ও জাল হাদীসের ইতিবৃত্ত, p-454