এলাঙ্গী ইউনিয়ন, কোটচাঁদপুর
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার একটি ইউনিয়ন
এলাঙ্গী ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় অবস্থিত কোটচাঁদপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[১] এটি ৬৫.৪০ কিমি২ (২৫.২৫ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১৮,৯৯৮ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১৫টি ও মৌজার সংখ্যা ১৫টি।[২]
এলাঙ্গী ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
এলাঙ্গী ইউনিয়ন | |
বাংলাদেশে এলাঙ্গী ইউনিয়ন, কোটচাঁদপুরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২৪′৫.৪″ উত্তর ৮৯°২′৪৮.৮″ পূর্ব / ২৩.৪০১৫০০° উত্তর ৮৯.০৪৬৮৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | ঝিনাইদহ জেলা |
উপজেলা | কোটচাঁদপুর উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ২০০৫ |
আয়তন | |
• মোট | ৬৫.৪০ বর্গকিমি (২৫.২৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৮,৯৯৮ |
• জনঘনত্ব | ২৯০/বর্গকিমি (৭৫০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭৬.৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
গ্রাম সমূহ
সম্পাদনাএলাঙ্গী ইউনিয়নের ০৯টি ওয়ার্ডে ১৫টি গ্রাম রয়েছে।[৩] এগুলো হলো -
নং | ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|---|
০১ | ০১ নং | ফাজিলপুর |
০২ | ০২ নং | কুল্যাগাছা |
০৩ | আসাননগর | |
০৪ | ০৩ নং | শিশারকুন্ডু |
০৫ | কাঠালিয়া | |
০৬ | ০৪ নং | গুড়পাড়া |
০৭ | ০৫ নং | জগদ্বীশপুর |
০৮ | বলরামপুর | |
০৯ | ০৬ নং | রাঙ্গীয়ারপোতা |
১০ | চাঁদপাড়া | |
১১ | ০৭ নং | এলাঙ্গী |
১২ | ০৮ নং | বলাবাড়ীয়া |
১৩ | ০৯ নং | বাগডাঙ্গা |
১৪ | পাশপাতিলা | |
১৫ | নারায়নবাড়ীয়া |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "এলাঙ্গী ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০২০-০৩-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২০।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।
- ↑ "গ্রাম সমূহের তালিকা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন-এলাঙ্গী ইউনিয়ন, ঝিনাইদহ জেলা। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-৩০।