এম এ বারী শিক্ষা কমিশন, ২০০১

এম এ বারী শিক্ষা কমিশন, ২০০১ হলো মুহাম্মাদ আব্দুল বারী (যিনি এম এ বারী নামে অধিক পরিচিত ছিলেন) কর্তৃক গঠিত একটি শিক্ষা কমিশন।[১][২] আব্দুল বারী বাংলাদেশের একজন উল্লেখযোগ্য শিক্ষাবিদ ছিলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য তার নেতৃত্বে একটি শিক্ষা বিশেষজ্ঞ টিম গঠন করা হয়।[৩] এই কমিশন তার পূর্ববর্তী কমিশন ১৯৯৭ সালের শামসুল হক শিক্ষা কমিশনকে পর্যালোচনা ও সংশোধনের গঠন করা হয়।[৪][৫] ২০০২ সালে এই কমিটি দেশের শিক্ষা ব্যবস্থার উপরে নানা পরীক্ষা, পর্যালোচনা ও গবেষণা করে কিছু সংশোধনের সুপারিশ করে। তবে এই কমিশনের অনেক সুপারিশ বাস্তবায়ন করা হয়নি, এইজন্য ২০০৩ সালে মনিরুজ্জামান মিয়া শিক্ষা কমিশন গঠনের প্রয়োজন পরে।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Zastoupil, L. and Moir, M. (eds.) The Great Indian Education Debate: Documents Relating to the Orientalist-Anglicist Controversy, 1781–1843. Richmond, 1999, p 193 
  2. "শিক্ষা কমিশন - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৯ 
  3. Proceedings of the Pakistan Education Conference held at Karachi from 27 November to 1st December 1947, Education Division, Government of Pakistan, p.29 
  4. Hasan, Rakib (২০২২-০৬-২৪)। "একনজরে বাংলাদেশের শিক্ষা কমিশনসমূহ"Fateh24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৯ 
  5. "বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই)"www.bmtti.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "ড.-এম-এ-বারী-কমিশন-২০০২"www.shed.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৯