এমিলিয়ানো বুয়েন্দিয়া

স্পেনীয় ফুটবলার

এমিলিয়ানো বুয়েন্দিয়া স্তাতি (স্পেনীয়: Emiliano Buendía, স্পেনীয় উচ্চারণ: [ˌemiljˈano bwendˈia]; জন্ম: ২৫ ডিসেম্বর ১৯৯৬; এমিলিয়ানো বুয়েন্দিয়া নামে সুপরিচিত) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব অ্যাস্টন ভিলা এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

এমিলিয়ানো বুয়েন্দিয়া
২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বুয়েন্দিয়া
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম এমিলিয়ানো বুয়েন্দিয়া স্তাতি
জন্ম (1996-12-25) ২৫ ডিসেম্বর ১৯৯৬ (বয়স ২৭)
জন্ম স্থান মার দেল প্লাতা, আর্জেন্টিনা
উচ্চতা ১.৭২ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
অ্যাস্টন ভিলা
জার্সি নম্বর ১০
যুব পর্যায়
২০০৯ কাদেতেস সান মার্তিন
২০০৯–২০১০ রিয়াল মাদ্রিদ
২০১০–২০১৪ হেতাফে
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৪–২০১৫ হেতাফে বি ৩৪ (৭)
২০১৪–২০১৮ হেতাফে ৩৫ (৩)
২০১৭–২০১৮কালচারাল লেওনেসা (ধার) ৪০ (৬)
২০১৮–২০২১ নরউইচ সিটি ১১৩ (২৪)
২০২১– অ্যাস্টন ভিলা ৭৪ (৯)
জাতীয় দল
২০১৪ স্পেন অনূর্ধ্ব-১৯ (০)
২০১৫ আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ (১)
২০২২– আর্জেন্টিনা (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:৪৯, ৮ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৪৯, ৮ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৫ সালে, বুয়েন্দিয়া আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

এমিলিয়ানো বুয়েন্দিয়া স্তাতি ১৯৯৬ সালের ২৫শে ডিসেম্বর তারিখে আর্জেন্টিনার মার দেল প্লাতায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

বুয়েন্দিয়া আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। ২০১৫ সালে তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। অন্যদিকে, ২০১৪ সালে তিনি স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তিন ম্যাচে অংশগ্রহণ করেছেন। আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় এক বছরে ৩ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল করেছেন।

২০২২ সালের ১লা ফেব্রুয়ারি তারিখে, ২৫ বছর, ১ মাস ও ৭ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী বুয়েন্দিয়া কলম্বিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে অভিষেক করেছেন।[] উক্ত ম্যাচের ৮০তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় জিওভানি লো সেলসোর বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[] ম্যাচে তিনি ৭ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি আর্জেন্টিনা ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] আর্জেন্টিনার হয়ে অভিষেকের বছরে বুয়েন্দিয়া সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
৮ মে ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
আর্জেন্টিনা ২০২২
সর্বমোট

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা