এমানুয়েল আউগুস্তো নেরি

ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড়

এমানুয়েল আউগুস্তো নেরি (পর্তুগিজ: Emmanuel Nery, ব্রাজিলীয় পর্তুগিজ: [ˌe͡ɪmmænuˈɛ͡ʊ nˈeɾi]; ২৫ ডিসেম্বর ১৮৯২ – ৫ নভেম্বর ১৯২৭; নেরি নামে সুপরিচিত) একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় ফ্লামেঙ্গো এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।

এমানুয়েল নেরি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম এমানুয়েল আউগুস্তো নেরি
জন্ম (১৮৯২-১২-২৫)২৫ ডিসেম্বর ১৮৯২
জন্ম স্থান রিউ দি জানেইরু, ব্রাজিল
মৃত্যু ৫ নভেম্বর ১৯২৭(1927-11-05) (বয়স ৩৪)
মৃত্যুর স্থান রিউ দি জানেইরু, ব্রাজিল
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়

নেরি ১৯১৪ সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; ব্রাজিলের জার্সি গায়ে ১৯১৬ সাল পর্যন্ত তিনি সর্বমোট ৫ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। তিনি ব্রাজিলের হয়ে সর্বমোট একটি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে (১৯১৬) অংশগ্রহণ করেছিলেন, যেখানে তিনি তৃতীয় স্থান অধিকার করেছিলেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

নেরি কোপা আমেরিকার (তৎকালীন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ) প্রথম আসর ১৯১৬ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন।[১][২]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

এমানুয়েল আউগুস্তো নেরি ১৮৯২ সালের ২৫শে ডিসেম্বর তারিখে ব্রাজিলের রিউ দি জানেইরুতে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছিলেন। ১৯২৭ সালের ৫ই নভেম্বর তারিখে, ব্রাজিলের রিউ দি জানেইরুতে ৩৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

দল সাল ম্যাচ গোল
ব্রাজিল ১৯১৪
১৯১৬
সর্বমোট

তথ্যসূত্র সম্পাদনা

  1. "South American Championship 1916" [দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ১৯১৬]। RSSSF (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২২। ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২ 
  2. "Brazil - Squad" [ব্রাজিল - দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০২২। ২২ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা