এনডাব্লিউএ ওয়েস্টার্ন স্টেটস হেরিটেজ চ্যাম্পিয়নশিপ

পেশাদার কুস্তির লুপ্ত শিরোপা

দ্য এনডাব্লিউএ ওয়েস্টার্ন স্টেটস হেরিটেজ চ্যাম্পিয়নশিপ (বাংলাঃ এনডাব্লিউএ পশ্চিমা রাজ্যসমূহের ঐতিহ্যবাহী শিরোপা) যুক্তরাষ্ট্রের পেশাদার কুস্তি সংস্থা জোট ন্যাশনাল রেসলিং এলাইয়েন্সের একটি স্বল্পসময়ের জন্য সক্রিয় পেশাদার কুস্তি শিরোপা ছিল। শিরোপাটি ১৯৮৭ সালে ইউনিভার্সাল রেসলিং ফেডারেশনে একটি প্রতিযোগিতার মাধ্যমে উদ্ভূত ও পরবর্তীতে অপর কুস্তি সংস্থা জিম ক্রোকেট প্রমোশনে শিরোপাটির জন্য লড়াই ও প্রতিযোগিতা হতো। ১৯৮৯ সালে ন্যাশনাল রেসলিং এলাইয়েন্স শিরোপাটি পরিত্যক্ত করে।

এনডাব্লিউএ ওয়েস্টার্ন স্টেটস হেরিটেজ চ্যাম্পিয়নশিপ
তথ্য
সংস্থাউইনিভার্সাল রেস্লিং ফেডারেশন
জিম ক্রোকেট প্রমোশন
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং
প্রতিষ্ঠা২০ জুন, ১৯৮৭
অবসর২০ জানুয়ারি, ১৯৮৯

শিরোপাটি মাত্র দুইজন কুস্তিগির ধারণ করেন- ব্যারি উইন্ডহ্যাম ও ল্যারি বাইস্কো। নিষ্ক্রিয় হওয়ার আগে ল্যারি এই শিরোপাটি সর্বোচ্চ ৩৬২ ধরে রাখেন, যা এই শিরোপার জন্য সর্বোচ্চ দিন ধরে রাখার রেকর্ড হিসেবে বিবেচিত।

২০১৫ সালে ন্যাশনাল রেসলিং এলাইয়েন্সভেনডেটা প্রো রেসলিং যৌথ উদ্যোগে এনডাব্লিউএ ওয়েস্টার্ন স্টেটস চ্যাম্পিয়নশিপ (প্রায় একই)শিরোনামে আরেকটি নতুন শিরোপা উদ্বোধন করে। এই শিরোপার জন্য ব্যবহৃত বেল্টটি ১৯৮৭ সালের মূল শিরোপার বেল্টের নকশার সাথে সমরূপ বৈশিষ্ট্য সম্পন্ন। এই শিরোপাটিকে মাঝে মাঝে প্রচারের ক্ষেত্রে 'এনডাব্লিউএ ওয়েস্টার্ন স্টেটস হেরিটেজ চ্যাম্পিয়নশিপ' হিসেবে পরিচয় করিয়ে দেয়া হতো। এছাড়াও এই নতুন শিরোপাটির ইতিহাস বর্ণনা করার সময় পূর্বের শিরোপার ধারকদের কৃতিত্ব দেয়া হতো।[১]

শিরোপা ইতিহাস

সম্পাদনা
টীকা
নং সামগ্রিক রাজত্বের সংখ্যা
রাজত্ব নির্দিষ্ট চ্যাম্পিয়নের জন্য রাজত্বের নম্বর
দিন চ্যাম্পিয়ন থাকার দিন
নং চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপ পরিবর্তন রাজত্বের পরিসংখ্যান টীকা সূত্র
তারিখ অনুষ্ঠান অবস্থান রাজত্ব দিন
 ১  ব্যারি উইন্ডহ্যাম  ২০ জুন ১৯৮৭ হাউজ শো হিউস্টন, টেক্সাস  ২১৮ একটি প্রতিযোগিতায় কুস্তিগির ব্ল্যাক হার্ট-কে হারিয়ে শিরোপা জিতেন। [১]
 ল্যারি বাইস্কো  ২৪ জানুয়ারি ১৯৮৮ বাঙ্কহাউজ স্টাম্পেড ইউনিয়নডেল, নিউ ইয়র্ক  ৩৬২ ১৬ জানুয়ারি, ১৯৮৯-এ শিকাগোতে বাইস্কো এনডাব্লিউএ-এর হয়ে সর্বশেষ ম্যাচ খেলেন। ৪ দিন পর, ২০ জানুয়ারি, ১৯৮৯-এ তিনি এমেরিকান রেসলিং এসোসিয়েশন (এডাব্লিউএ)-তে অভিষিক্ত হন।[২] [১]
 ২০ জানুয়ারি ১৯৮৯       বাইস্কো এমেরিকান রেসলিং এসোসিয়েশনের যোগ দিলে শিরোপাটি পরিত্যক্ত করা হয়। [৩] [১]


আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "NWA Western States Heavyweight Championship Title History"। ভেনডেটা প্রো রেসলিং। ৩১ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৩ 
  2. https://www.cagematch.net/?id=2&nr=373&page=4&s=300
  3. https://www.cagematch.net/?id=2&nr=373&page=4&s=300