ডাব্লিউডাব্লিউডাব্লিউএফ ইউনাইটেড স্টেটস হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ (বাংলাঃ ডাব্লিউডাব্লিউডাব্লিউএফ ভারী ওজনশ্রেনীর মার্কিন যুক্তরাষ্ট্র শিরোপা) পেশাদার কুস্তি সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড রেসলিং ফেডারেশন(ডাব্লিউডাব্লিউডাব্লিউএফ) (বর্তমানে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট - ডাব্লিউডাব্লিউই) কর্তৃক প্রতিষ্ঠিত একক শিরোপা। শিরোপাটি ১৯৬৩ হতে ১৯৭৬ পর্যন্ত বিক্ষিপ্তভাবে সংস্থাটির মধ্যম সারির একক শিরোপা'র হিসেবে ব্যবহৃত হয়েছে। মর্যাদার হিসেবে ডাব্লিউডাব্লিউডাব্লিউএফ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের পরেই এর অবস্থান ছিল। শিরোপাটি নিস্ক্রিয় করার পর দীর্ঘদিন সংস্থাটির কোন মধ্যম বা দ্বিতীয় সারির একক শিরোপা ছিলনা। তিন বছর বিরতির পর সংস্থাটি মধ্যম সারির শিরোপা হিসেবে ডাব্লিউডাব্লিউএফ নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপের প্রবর্তন করে। সক্রিয় থাকাকালীন সময় মাত্র ৫ জন কুস্তিগির এই শিরোপা ধারণ করেছিলেন। কুস্তিগির বোবো ব্রাজিল ছিলেন এই শিরোপার সবচেয়ে সফল ধারণকারী। তিনি শিরোপাটি সর্বোচ্চ ৭ বার জয় করেন এবং সবচেয়ে বেশি ৪,০৭২ দিন ধরে রাখেন।
ডাব্লিউডাব্লিউডাব্লিউএফ ইউনাইটেড স্টেটস হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ |
---|
১৯৬০ ও ১৯৭০ দশকে এই শিরোপার জন্য ব্যবহৃত বেল্টের নকশা |
|
সংস্থা | ওয়ার্ল্ড ওয়াইড রেসলিং ফেডারেশন |
---|
প্রতিষ্ঠা | ১৯৬৩ |
---|
অবসর | ১৯৭৬ |
---|
|
প্রথম চ্যাম্পিয়ন | বোবো ব্রাজিল |
---|
সর্বাধিক চ্যাম্পিয়ন | বোবো ব্রাজিল (৭ বার) |
---|
দীর্ঘ ধারক | বোবো ব্রাজিল (১,৮৩৭ দিন) |
---|
সংক্ষিপ্ত ধারক | এড ফরহাট (২১ দিন) |
---|
|
ক্যাপিটল রেসলিং (ডাব্লিউডাব্লিউডাব্লিউএফ-এর পূর্বসূরী) পেশাদার কুস্তি সংস্থা জোট ন্যাশনাল রেসলিং এলাইয়েন্স(এনডাব্লিউএ)-এর সদস্য থাকাকালীন সময় ১৯৬০-৬১ সালে কয়েকমাস এনডাব্লিউএ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ-এর একটি সংস্করণ ব্যবহার করতো। বাডি রজার্স ঐ শিরোপার একমাত্র বিজেতা ছিলেন। ১৯৬১ সালের জুন মাসে শিকাগোতে বাডি রজার্স প্যাট ও'কনরকে হারিয়ে এনডাব্লিউএ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতার পর তিনি ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ত্যাগ করেন। ক্যাপিটল রেসলিং ন্যাশনাল রেসলিং এলাইয়েন্স-এর সদস্যতা ত্যাগ করে স্বাধীন কুস্তি সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড রেসলিং ফেডারেশন(ডাব্লিউডাব্লিউডাব্লিউএফ) হিসেবে আত্মপ্রকাশ করে এবং নিজ সংস্থার জন্য একটি ভিন্ন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ প্রতিষ্ঠা করে। ৬ এপ্রিল, ১৯৬৩ হতে ১ মার্চ, ১৯৭৬ পর্যন্ত সক্রিয় এই শিরোপাটি সংস্থার মধ্যম বা দ্বিতীয় সারীর শিরোপা হিসেবে ব্যবহৃত হয়েছিল।[১]
এই শিরোপার ইতিহাসের সাথে ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত বর্তমানে ডাব্লিউডাব্লিউই মালিকানাধীন অপর শিরোপা ডাব্লিউডাব্লিউই ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের সাথে কোনরূপ ঐতিহাসিক সম্পর্ক নেই।[২]
টীকা
নং
|
সামগ্রিক রাজত্বের সংখ্যা
|
রাজত্ব
|
নির্দিষ্ট চ্যাম্পিয়নের জন্য রাজত্বের নম্বর
|
দিন
|
চ্যাম্পিয়ন থাকার দিন
|
নং
|
চ্যাম্পিয়ন
|
চ্যাম্পিয়নশিপ পরিবর্তন
|
রাজত্বের পরিসংখ্যান
|
টীকা
|
সূত্র
|
তারিখ
|
অনুষ্ঠান
|
অবস্থান
|
রাজত্ব
|
দিন
|
১
|
বোবো ব্রাজিল
|
৬ এপ্রিল ১৯৬৩
|
হাউজ শো
|
ক্যালিফোর্নিয়া
|
১
|
৬৩
|
বোবো ব্রাজিল প্রথম স্বীকৃত শিরোপাধারী।
|
[১][৩]
|
২
|
জনি বারেন্ড
|
৮ জুন ১৯৬৩
|
হাউজ শো
|
ফিলাডেলফিয়া, পেন্সিল্ভেনিয়া
|
২
|
৩১
|
|
[১][৩]
|
৪
|
জনি বারেন্ড
|
১১ সেপ্টেম্বর ১৯৬৩
|
হাউজ শো
|
বাল্টিমোর, মেরিল্যান্ড
|
২
|
৪১
|
|
[১][৩]
|
৫
|
বোবো ব্রাজিল
|
২২ অক্টোবর ১৯৬৩
|
হাউজ শো
|
নিউটন স্কয়ার, পেন্সিল্ভেনিয়া
|
৩
|
১,৩৩৫
|
|
[১][৩]
|
৬
|
রে স্টিভেন্স
|
১৮ জুন ১৯৬৭
|
হাউজ শো
|
[Note ১]
|
১
|
৬৭
|
|
[১][৩]
|
৭
|
বোবো ব্রাজিল
|
২৪ আগস্ট ১৯৬৭
|
হাউজ শো
|
ট্রেনটন, নিউ জার্সি
|
৪
|
২৯
|
|
[১][৩]
|
৮
|
দ্য শেখ
|
২২ সেপ্টেম্বর ১৯৬৭
|
হাউজ শো
|
ডেট্রয়েট, মিশিগান
|
১
|
৪২৯
|
|
[১][৩]
|
৯
|
বোবো ব্রাজিল
|
২৪ নভেম্বর ১৯৬৮
|
হাউজ শো
|
[Note ১]
|
৫
|
৫৭
|
|
[১][৩]
|
১০
|
দ্য শেখ
|
২০ জানুয়ারি ১৯৬৯
|
হাউজ শো
|
বোস্টন, ম্যাসাচুসেটস
|
২
|
২১
|
|
[১][৩]
|
১১
|
বোবো ব্রাজিল
|
১০ ফেব্রুয়ারি ১৯৬৯
|
হাউজ শো
|
ওয়াশিংটন, ডি.সি.
|
৬
|
৬৮৭
|
|
[১][৩]
|
—
|
খালি
|
২৯ ডিসেম্বর ১৯৭০
|
—
|
—
|
—
|
—
|
শিরোপাধারি চোট পাওয়ায় শিরোপা খালি ঘোষণা
|
[১][৩]
|
১২
|
পেদ্রো মোরালেস
|
৭ জানুয়ারি ১৯৭১
|
হাউজ শো
|
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া
|
১
|
৩২
|
একটি প্রতিযোগিতার ফাইনালে ফ্রেডি ব্লাসি'কে পরাজিত করেন।
|
[১][৩]
|
—
|
খালি
|
৮ ফেব্রুয়ারি ১৯৭১
|
—
|
—
|
—
|
—
|
পেদ্রো মোরালেস ডাব্লিউডাব্লিউডাব্লিউএফ চ্যাম্পিয়নশিপ জেতার পর এই শিরোপা ত্যাগ করেন।
|
[১][৩]
|
১৩
|
বোবো ব্রাজিল
|
১৯ ফেব্রুয়ারি ১৯৭১
|
হাউজ শো
|
হ্যারিসবার্গ, ফিলাডেলফিয়া
|
৭
|
১,৮৩৭
|
বোবো ব্রাজিলকে ডাব্লিউডাব্লিউডাব্লিউএফ শিরোপাটি পুরস্কার হিসেবে দেয়।
|
[১][৩]
|
—
|
নিষ্ক্রিয়
|
১ মার্চ ১৯৭৬
|
—
|
—
|
—
|
—
|
বোবো ব্রাজিল সর্বশেষ শিরোপাজয়ী। ১ মার্চ, ১৯৭৬-এ ডাব্লিউডাব্লিউএফ শিরোপাটি পরিত্যক্ত করে।
|
[১][৩]
|
নং
|
কুস্তিগির
|
রাজত্ব সংখ্যা
|
সমন্বিত দিনসংখ্যা
|
১
|
বোবো ব্রাজিল
|
৭
|
৪,০৭২
|
২
|
এড ফরহাট (দ্য শেখ)
|
২
|
৪৫০
|
৩
|
জনি বারেন্ড
|
২
|
৭২
|
৪
|
রে স্টিভেন্স
|
১
|
৬৭
|
৫
|
পেদ্রো মোরালেস
|
১
|
৩২
|
- ↑ ক খ শিরোপা হাতবদলের এই স্থানটি লিপিবদ্ধ নয়।