এদুয়ার্দ সোবোল

ইউক্রেনীয় ফুটবলার

এদুয়ার্দ অলেকসান্দ্রো সোবোল (ইউক্রেনীয়: Едуард Олександрович Соболь, ইংরেজি: Eduard Sobol; জন্ম: ২০ এপ্রিল ১৯৯৫; এদুয়ার্দ সোবোল নামে সুপরিচিত) হলেন একজন ইউক্রেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বেলজিয়ামের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বেলজীয় প্রথম বিভাগ এ-এর ক্লাব ক্লাব ব্রুজ এবং ইউক্রেন জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

এদুয়ার্দ সোবোল
২০১৭ সালে সোবোল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম এদুয়ার্দ অলেকসান্দ্রো সোবোল
জন্ম (1995-04-20) ২০ এপ্রিল ১৯৯৫ (বয়স ২৮)[১]
জন্ম স্থান ভিলনিয়ানস্ক, ইউক্রেন
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ক্লাব ব্রুজ
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৮–২০১১ মেতালুরহ জাপরিঝিয়া
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১১ মেতালুরহ জাপরিঝিয়া ২ (১)
২০১১–২০১৩ মেতালুরহ জাপরিঝিয়া ২৩ (২)
২০১৩–২০২১ শাখতার দোনেৎস্ক ১৪ (০)
২০১৪–২০১৫মেতালুরহ দোনেৎস্ক (ধার) ১৫ (০)
২০১৫–২০১৬মেতালিস্ত খারকিউ (ধার) ২১ (০)
২০১৬–২০১৭জরিয়া লুহানস্ক (ধার) ২১ (১)
২০১৭–২০১৮স্লাভিয়া প্রাহা (ধার) ২০ (১)
২০১৮–২০১৯ইয়াবলোনেৎস (ধার) ২১ (১)
২০১৯–২০২১ক্লাব ব্রুজ (ধার) ৫৬ (২)
২০২১– ক্লাব ব্রুজ (০)
জাতীয় দল
২০১০–২০১১ ইউক্রেন অনূর্ধ্ব-১৬ ১১ (০)
২০১০–২০১২ ইউক্রেন অনূর্ধ্ব-১৭ (০)
২০১২–২০১৩ ইউক্রেন অনূর্ধ্ব-১৮ (১)
২০১২–২০১৪ ইউক্রেন অনূর্ধ্ব-১৯ ১৫ (০)
২০১২ ইউক্রেন অনূর্ধ্ব-২১ 1 (০)
২০১৬– ইউক্রেন ২১ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:৫৬, ৩ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৫৬, ৩ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১০ সালে, সোবোল ইউক্রেন অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ইউক্রেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৫ বছর যাবত ইউক্রেনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৬ সালে ইউক্রেনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইউক্রেনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। তিনি ইউক্রেনের হয়ে এপর্যন্ত ১টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০২০) অংশগ্রহণ করেছেন। দলগতভাবে, সোবোল এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ১টি স্লাভিয়া প্রাহার হয়ে এবং ১টি ক্লাব ব্রুজের হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

এদুয়ার্দ অলেকসান্দ্রো সোবোল ১৯৯৫ সালের ২০শে এপ্রিল তারিখে ইউক্রেনের ভিলনিয়ানস্কে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Sobol (Eduard Sobol)"AS.com (স্পেনীয় ভাষায়)। ২০২১-০৬-২৬। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৩ 
  2. "Соболь Эдуард Александрович - Защитник - Брюгге - Eduard Sobol"sportbox.ru (ua ভাষায়)। ৩ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা