এদনা কিপলাগাত
এদনা নেরিংওনি কিপলাগাত (ইংরেজি: Edna Ngeringwony Kiplagat; জন্ম: ১৫ সেপ্টেম্বর, ১৯৭৯) দূরপাল্লার কেনিয়ার দৌঁড়বিদ। ২০১১ ও ২০১৩ সালের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ম্যারাথনে বিজয়ী হয়ে স্বর্ণপদক লাভ করেন তিনি।[১] ২০১০ সালে লস এঞ্জেলস ও নিউইয়র্ক সিটি’র ম্যারাথনে বিজয়ী হয়ে নিজেকে ম্যারাথন দৌঁড়বিদ হিসেবে প্রতিষ্ঠিত করেন। ২০১২ সালের লন্ডন ম্যারাথনে ২:১৯:৫০ সময়ে নিজস্ব সেরা সময়ের রেকর্ড গড়েন।
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জন্ম | ১৫ নভেম্বর ১৯৭৯ | ||||||||||||||||||||
উচ্চতা | ১.৬২ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | ||||||||||||||||||||
ওজন | ৫০ কেজি (১১০ পাউন্ড) | ||||||||||||||||||||
ক্রীড়া | |||||||||||||||||||||
দেশ | কেনিয়া | ||||||||||||||||||||
ক্রীড়া | অ্যাথলেটিকস | ||||||||||||||||||||
বিভাগ | ম্যারাথন | ||||||||||||||||||||
পদকের তথ্য
|
ক্রীড়া জীবন
সম্পাদনা১৯৯৬ সালের বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ ও ১৯৯৮ সালের বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ৩০০০ মিটারে দৌঁড়ে যথাক্রমে রৌপ্যপদক ও ব্রোঞ্জপদক জয় করেন। তন্মধ্যে ৩০০০ মিটারে ১৯৯৬ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজস্ব সেরা ৮:৫৩:০৬ মিনিটে করেন ১৬ বছর বয়সে।[২] ২০০৩ সালে মনুম্যান্ট এভিনিউতে ১০ কিলোমিটার দৌঁড়ে বিজয়ী হয়েছিলেন তিনি।
২০০৬ সালে আইএএএফ ওয়ার্ল্ড ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপের দূরপাল্লার দৌঁড়ে ত্রয়োদশ স্থান দখল করেন। একই মৌসুমে নাইরোবিতে অনুষ্ঠিত ৫০০০ মিটার দৌঁড়ে নিজ সেরা ১৫:৫৭.৩ মিনিট রেকর্ড করেন। অক্টোবরে ক্যালিফোর্নিয়ার স্যান জোসের অর্ধ-ম্যারাথনে সময় নেন ১:০৯:৩২ ঘণ্টা। ২০০৬ সালে ভার্জিনিয়া বিচ রক এন রোল হাফ ম্যারাথন জয় করেন। জুলাই, ২০০৭ সালে নাইরোবিতে ৩৩:২৭.০ মিনিট সময়ে ১০,০০০ মিটার দৌঁড় শেষ করেন।[২] এছাড়াও, ২০০৭ সালে লিল্যাক ব্লুমসডে রান ও স্যান ফ্রান্সিস্কোর বে টু ব্রেকার্স জয় করেন তিনি।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৭ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৩।
- ↑ ক খ Edna Kiplagat আইএএএফ প্রোফাইল (ইংরেজি)
বহিঃসংযোগ
সম্পাদনা- এদনা কিপলাগাতের আইএএএফ প্রোফাইল (ইংরেজি)
- Kimbia Athletics
- Edna Kimplagat 2010 NYC Marathon Winner Profile