এটিএন ইসলামিক টিভি

বাংলাদেশের ধর্মীয় টেলিভিশন চ্যানেল

এটিএন ইসলামিক টিভি হচ্ছে একটি বাংলাদেশী ২৪ ঘণ্টাব্যাপী সম্প্রচারিত ইন্টারভিত্তিক ইসলামিক ধর্মীয় টেলিভিশন চ্যানেল। চ্যানেলটি এটিএন মিডিয়া কর্পোরেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত হয়ে থাকে এবং সম্পূর্ণভাবে একক মালিকানাধীন।[১] ২০১৩ সালের ২৬ জুলাই তারিখে চ্যানেলটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এটি এটিএন বাংলা এবং এটিএন নিউজ এর সহোদর চ্যানেল হিসেবে পরিচালিত হয়।

এটিএন ইসলামিক টিভি
এটিএন ইসলামিক টিভি লোগো.png
উদ্বোধন২৬ জুলাই ২০১৩ (2013-07-26)
মালিকানাএটিএন মিডিয়া কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ওয়েবসাইটwww.atnislamic.tv

২০২১ অক্টোবরে এর আইপিটিভি অংশটি বন্ধ হয়েছে বলে জানান বিটিআরসি[২]

তথ্যসূত্রসম্পাদনা

  1. "ATN ISLAMIC TV" 
  2. "বন্ধ হওয়া আইপি টিভির তালিকা"Techzoom.TV। ২০২১-১০-০১। সংগ্রহের তারিখ ২০২১-১২-১২ 

বহিঃসংযোগসম্পাদনা