একুশে স্মারক সম্মাননা পদক
একুশে স্মারক সম্মাননা পদক চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক প্রবর্তিত একটি বাৎসরিক পুরস্কার। বস্তুনিষ্ঠ সংবাদ পরবিশেনা, গৃহায়ন শিল্প, নাট্যর্চচা, আবৃত্তি চর্চা ও চারু শিল্পে জাতীয় পর্যায়ে নির্দিষ্ঠ অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ২০১৪ সাল থেকে প্রতিবছরের ফেব্রুয়ারি মাসে এই সম্মাননা প্রদান করা হয়।
একুশে স্মারক সম্মাননা পদক | |
---|---|
বিবরণ | বস্তুনিষ্ঠ সংবাদ পরবিশেনা, গৃহায়ন শিল্প, নাট্যর্চচা, আবৃত্তি চর্চা ও চারু শিল্পে জাতীয় পর্যায়ে নির্দিষ্ঠ অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে |
তারিখ | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ |
অবস্থান | চট্টগ্রাম, বাংলাদেশ |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | বাংলাদেশ |
উপস্থাপক | চট্টগ্রাম সিটি কর্পোরেশন |
প্রথম পুরস্কৃত | ২০১৪ |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৮ |
দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক, দৈনিক র্পূবকোণ পত্রিকার সম্পাদক মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), মাস্টার নজির আহমদ (মরণোত্তর), অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া, আহমেদ ইকবাল হায়দার, রণজিৎ রক্ষিত ও দীপক কুমার দত্ত।
বছর অনুযায়ী পুরস্কারপ্রাপ্তদের তালিকা
সম্পাদনা২০১৫ খ্রিষ্টাব্দ
সম্পাদনাফেব্রুয়ারি ২০১৫ সালে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলন, সমাজ সেবা, শিক্ষা, ক্রীড়া, শিল্প-বাণিজ্য, পেশা, সাংবাদিকতা ও সংস্কৃতির অঙ্গণে বিরল অবদানের জন্য ১১জনকে সম্মাননা প্রদান করা হয়।[১]
- আখতারুজ্জামান চৌধুরী বাবু (মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলন)
- এল কে সিদ্দিকী (সমাজসেবা)
- জাফরুল ইসলাম চৌধুরী (সমাজসেবা)
- জানে আলম দোভাষ (সমাজসেবা)
- শাহজাদা মোহাম্মদ ফৌজুল আলি খান (মরণোত্তর)
- সিকান্দার খান (শিক্ষা)
- আবদুল জব্বার সওদাগর (ক্রীড়া, মরণোত্তর)
- মোহাম্মদ কবির চৌধুরী (আইন)
- মোহাম্মদ ইউসুফ (সাংবাদিকতা)
- মলয় ঘোষ দস্তিদার (সংস্কৃতি)
- খলিলুর রহমান (শিল্প-বাণিজ্য)
২০১৬ খ্রিষ্টাব্দ
সম্পাদনাফেব্রুয়ারি ২০১৬ সালে মুক্তিযুদ্ধ, শিক্ষা, ক্রীড়াসহ সাতটি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাতজনকে মুসলিম ইনস্টিটিউট চত্বরে সম্মাননা প্রদান করা হয়।
নাম | ক্ষেত্র |
---|---|
সিরু বাঙালী | মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা |
রওশন আক্তার হানিফ | শিক্ষা (মরণোত্তর) |
মোহাম্মদ জাকারিয়া | শিক্ষা বিস্তার |
অরুন চন্দ্র বণিক | সাংস্কৃতিক ব্যক্তিত্ব |
মাহমুদুল ইসলাম | ক্রীড়া (মরণোত্তর) |
আ জ ম ওমর | সাংবাদিকতা (মরণোত্তর) |
ফজল করিম | সমাজসেবা (মরণোত্তর) |
২০১৮ খ্রিষ্টাব্দ
সম্পাদনা২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি ৯ জনকে পদক ও সংবর্ধনা প্রদান করা হয়।[২]
নাম | ক্ষেত্র |
---|---|
কৃষ্ণ গোপাল সেন | ভাষা আন্দোলন |
নূর মোহাম্মদ রফিক | স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে (মরনোত্তর) |
সামশুদ্দিন মুহাম্মদ ইসহাক | শিক্ষা (মরনোত্তর) |
পংকজ দস্তিদার | সাংবাদিকতা |
মুহাম্মদ শামসুল হক | গবেষণা |
সৌরিন্দ্র লাল দাশ গুপ্ত | সঙ্গীত (মরনোত্তর) |
কল্প তরু ভট্টাচার্য | লোকসঙ্গীত |
ইউসুফ গনী চৌধুরী | ক্রীড়া (মরনোত্তর) |
নুরুল ইসলাম বিএসসি | সমাজসেবা |
২০১৯ খ্রিষ্টাব্দ
সম্পাদনা২০১৯ সালের ২১ ফেব্রুয়ারি, চট্টগ্রাম নগরির এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১০ জনকে পদক ও সংবর্ধনা প্রদান করা হয়।[৩]
নাম | ক্ষেত্র |
---|---|
দবির আহমদ চৌধুরী | ভাষা আন্দোলন (মরনোত্তার) |
আবদুর রব | স্বাধীনতা আন্দোলন (মরনোত্তার) |
মোহাম্মদ ইব্রাহীম | মুক্তিযুদ্ধে (মরনোত্তার) |
এস এম কামাল উদ্দীন | চিকিৎসাবিজ্ঞান |
শিক্ষা | আলী আশরাফ |
আইয়ুব বাচ্চু | সঙ্গীত (মরনোত্তার) |
মোস্তফা কামাল পাশা | সাংবাদিকতা |
ক্রীড়া | কামাল উদ্দীন আহমেদ |
মহিউদ্দিন শাহ আলম নিপু | সংগঠক |
সাফিয়া গাজী রহমান | সমাজসেবা |
২০২০ খ্রিষ্টাব্দ
সম্পাদনা২০২০ সালের ২১ ফেব্রুয়ারি, চট্টগ্রাম নগরির এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ১১ জনকে পদক ও সংবর্ধনা প্রদান করা হয়।[৪][৫][৬][৭][৮][৯]
নাম | ক্ষেত্র |
---|---|
আবু তালেব চৌধুরী | ভাষা আন্দোলন (মরণোত্তর) |
হারুনুর রশীদ | স্বাধীনতা আন্দোলন (মরণোত্তর) |
মোহাম্মদ হারিছ | মুক্তিযুদ্ধ |
মোজাফ্ফর আহমদ | শিক্ষা (মরণোত্তর) |
সৈয়দা নুরজাহান ভূঁইয়া | চিকিৎসাবিজ্ঞান (মরণোত্তর) |
স্বপন কুমার দাশ | সঙ্গীত |
আকতার-উন-নবী | সাংবাদিকতা (মরণোত্তর) |
সিরাজউদ্দিন মো. আলমগীর | ক্রীড়া |
মো. দেলোয়ার হোসাইন , রিয়াজ হায়দার চৌধুরী | সংগঠক |
সন্ধানী | সমাজসেবা |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চসিক একুশে স্মারক সম্মাননা, সাহিত্য পদক প্রদান"। newschittagong24.com। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনসংযোগ শাখা প্রেস বিজ্ঞপ্তি"। চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ২৬ ফেব্রুয়ারি ২০১৮। ২৮ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০।
- ↑ আকাশ, এস. এম. (২১ ফেব্রুয়ারি ২০১৯)। "১৪ গুণী ব্যক্তিকে একুশে স্মারক সম্মাননা প্রদান করল চট্টগ্রাম সিটি কর্পোরেশন"। বাংলাদেশ টুডে। ২৯ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০।
- ↑ "চসিকের একুশে সম্মাননা ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ গুণী"। দৈনিক সমকাল। ২০ ফেব্রুয়ারি ২০২০। ১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০।
- ↑ "১৫ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন চসিকের একুশে পদক"। সিভয়েস টুয়েন্টিফোর। ২০ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০।
- ↑ "চসিকের সম্মাননা ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ গুণীজন"। রাইজিংবিডি.কম। ২০ ফেব্রুয়ারি ২০২০। ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০।
- ↑ "চসিকের একুশে স্মারক সম্মাননা ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ গুণী"। দৈনিক আজাদী। ২১ ফেব্রুয়ারি ২০২০। ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০।
- ↑ "১৫ গুণী ব্যক্তিকে একুশে সম্মাননা পদক দিল চসিক"। চট্টগ্রাম: বাংলাদেশ প্রতিদিন। ২১ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০।
- ↑ "সিটি কর্পোরেশন একুশে সম্মাননা ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ গুণী"। দৈনিক পূর্বদেশ। ২১ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]