আবু সাঈদ মোহাম্মদ আবদুল আওয়াল

বাংলাদেশি সেনা ব্যক্তিত্ব
(এএসএম আবদুল আওয়াল থেকে পুনর্নির্দেশিত)

রিয়ার অ্যাডমিরাল আবু সাঈদ মোহাম্মদ আবদুল আওয়াল (জি), এনএনডিসি, এমডিএস, পিএসসি, বি এন (জন্ম ১৯৫৭) বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল ও সাবেক সহকারী চীফ। [১][২]

এএসএম আবদুল আওয়াল
জন্ম১৯৫৭
জামালপুর
আনুগত্যবাংলাদেশ বাংলাদেশ
সেবা/শাখা বাংলাদেশ নৌবাহিনী
কার্যকাল১৯৭৯-বর্তমান
পদমর্যাদারিয়াল অ্যাডমিরাল
নেতৃত্বসমূহবিএনএস আলী হায়দার
বিএনএস উমর ফারুক
পরিচালক নৌ অপারেশন
কমান্ডার- কমান্ডিং বিএন ফ্লোটিলা (কম্বান)
নৌবাহিনীর সাবেক সহকারী চীফ (অপারেশন)
নৌবাহিনীর সাবেক সহকারী চীফ (পার্সোনাল)

প্রথম জীবন সম্পাদনা

নৌবাহিনীর অগ্রণী ব্যাচের সদস্য। এএসএম আবদুল আওয়াল ১৯৫৭ সালে জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালের জুলাই মাসে একজন ক্যাডেট কর্মকর্তা হিসাবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। জানুয়ারিত ১৯৭৯ সালে তিনি বাংলাদেশ নৌবাহিনীর ভারপ্রাপ্ত উপ-লেফটেন্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। নৌ কর্মজীবনে তিনি তুরস্ক, ভারত, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রশিক্ষণ পান। ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে স্নাতক হন।

নৌবাহিনী জীবন সম্পাদনা

সফল বন্দুকধারী হিসাবে তার দীর্ঘ নৌযান চলাকালীন প্রায় সব ধরনের জাহাজ ও সংস্থায় কমান্ড দেন। তিনি বিএনএস উমর ফারুক ও বিএনএস আলী হায়দারকে কমান্ড দেন। কমান্ডার কমান্ডিং বিএন ফ্লোটিলা (কম্বান) হিসেবে কর্মরত ছিলেন। বি এন ফ্লিট কমান্ডের স্টাফ নিয়োগের দায়িত্বে ছিলেন। প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে শ্রীলংকায় কূটনৈতিক দায়িত্ব পালন করেন। রিয়ার অ্যাডমিরাল পদে পদোন্নতি পান ২৯ সেপ্টেম্বর ২০০১ সালে। [৩] নৌবাহিনী (অপারেশন) এর সহকারী চিফ হিসাবে নিয়োগ লাভ করেন। আগস্ট ২০১০ থেকে জানুয়ারী ২০১৫ পর্যন্ত মালদ্বীপের হাই কমিশনার ছিলেন। [৪][৫][৬]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ও এক মেয়ের জনক।

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Merrett, Neil (৩০ এপ্রিল ২০১১)। "Expatriate "troubles" exacerbated by lack of border policy, says immigration head"Minivan News। ২৯ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১১ 
  2. "Navy clinch title"Financial Express। ২৫ অক্টোবর ২০০৮। ২ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১১ 
  3. "Awal promoted to Rear Admiral"Daily Star। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১১ 
  4. "Rear Admiral Awal made envoy to Maldives"Daily Star। ২ আগস্ট ২০১০। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১১ 
  5. "Take steps to expand trade ties with Maldives"Daily Star। ৩ সেপ্টেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১১ 
  6. "Bangladesh appoints new High Commissioner to Maldives"Haveeru Daily। Malé। ১৭ জানুয়ারি ২০১৫। ৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৬