উমাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

উমাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ( ২৫ মে, ১৯৪৮ — ২৫ ডিসেম্বর, ১৯৭৫)[১] একজন বাঙালি কবি।

জীবনী সম্পাদনা

উমাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার ভাটপাড়ায় জন্মগ্রহণ করেন।[২] ১৯৭০ সালে তিনি বি এ পাশ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তূলনামূলক সাহিত্যে এম এ পাশ করেন ১৯৭৩ সালে। সাপ্তাহিক বসুমতীর কর্মী ছিলেন কিছুকাল। এছাড়া তিনি বাঙলা সাহিত্য পত্র সম্পাদনা করেছেন। বাঙলাদেশের কবি মণিকা রহমানকে বিবাহ করায় সমাজে বিতর্ক সৃষ্টি হয়। প্রবল দারিদ্রে, রোগভোগে অল্প বয়েসে মারা যান কবি উমাশঙ্কর। তার রচিত কাব্যগ্রন্থ শেফালী, বসন্তে একাকী, ব্লাড ক্যানসার, গুলিবিদ্ধ রবীন্দ্রনাথ ইত্যাদি।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Sāhityika barshapañji। Puśtaka Bipaṇi। ১৯৭৬। 
  2. Ghosha, Śaurīndrakumāra (১৯৮৩)। Sāhityasebaka-mañjushā: granthakāra Caritābhidhāna। Sāhityaloka। 
  3. দ্বিতীয় খন্ড (২০০৪)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৬৩।