উমবার্তো একো ওএমআরআই (ইতালীয়: [umˈbɛrto ˈɛːko]; ৫ জানুয়ারি ১৯৩২ – ১৯ ফেব্রুয়ারি ২০১৬)[] একজন ইতালীয় সাহিত্যিক, প্রাবন্ধিক, সাহিত্য সমালোচক, দার্শনিক এবং সংকেত বিশ্লেষক। তার রচিত "দ্যা নেম অব দ্যা রোজ" ২০১৩-এর ইউরোপের সর্বাধিক বিক্রিত বই। এ বইটির মাধ্যমে রহস্যতত্ব এবং গূঢ়তত্বের উপস্থাপনা করা হয়েছে। একে প্রকৃতপক্ষে উপন্যাসের মধ্যে একটা দার্শনিক গ্রন্থ হিসাবে বিবেচনা করা হয়। তার আরেকটি বিখ্যাত উপন্যাস ফুকো'জ পেন্ডুলাম। তিনি তার সাত শব্দের এক বাক‍্যে রচিত একটি লেখাকে পৃথিবীর ক্ষুদ্রতম উপন‍্যাস বলে দাবি করেছেন। তার সংগ্রহে ছিল প্রায় ৫০ হাজারেরও বেশি। যেসব জিনিস বৈজ্ঞানিক ভাবে ভুল প্রমাণিট হয়েছে যেমন যাদুবিদ্যা,আলকেমি ইত্যাদিতে তার আগ্রহ ছিল বেশি।

উমবার্তো একো
১৯৮৪-এ উমবার্তো একো
জন্ম(১৯৩২-০১-০৫)৫ জানুয়ারি ১৯৩২
মৃত্যু১৯ ফেব্রুয়ারি ২০১৬(2016-02-19) (বয়স ৮৪)
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অব তুরিন
দাম্পত্য সঙ্গীরেনেত রামজ (২ সন্তান)
যুগবিংশ/একবিংশ-শতাব্দীর দর্শন
অঞ্চলপাশ্চাত্য দর্শন
ধারামহাদেশীয় দর্শন
প্রধান আগ্রহ
সংকেতবিজ্ঞান
উল্লেখযোগ্য অবদান
The "open work" (opera aperta), the "intention of the reader" ("intentio lectoris"), the "limits" of interpretation
স্বাক্ষর

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Umberto Eco | Biography, Books, The Name of the Rose, & Facts | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা