হোর্হে লুইস বোর্হেস

হোর্হে লুইস বোর্হেস (স্পেনীয়: Jorge Luis Borges; আগস্ট ২৪, ১৮৯৯ – জুন ১৪, ১৯৮৬) ছিলেন একজন প্রথিতযশা আর্জেন্টিনীয় সাহিত্যিক। বিংশ শতাব্দীর সবচাইতে কৃতি ও প্রভাবশালী লেখকদের মাঝে একজন হিসেবে তাঁকে গণ্য করা হয়। বোর্হেস মূলত তাঁর ছোটগল্পের জন্য বেশি বিখ্যাত। তবে ছোটগল্প ছাড়াও তিনি একাধারে কবিতা, প্রবন্ধ, নিবন্ধ ও সাহিত্য সমালোচনা লিখে গেছেন। তিনি একজন সফল অনুবাদকও ছিলেন। জীবনের অনেকখানি সময় তিনি অন্ধ অবস্থায় অতিবাহিত করেন।

হোর্হে লুইস বোর্হেস
জন্মহোর্হে ফ্রান্সিস্কো ইসিদোরো লুইস বোর্হেস
Jorge Francisco Isidoro Luis Borges
(১৮৯৯-০৮-২৪)২৪ আগস্ট ১৮৯৯
বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা
মৃত্যু১৪ জুন ১৯৮৬(1986-06-14) (বয়স ৮৬)
জেনেভা, সুইজারল্যান্ড
পেশালেখক, কবি, সাহিত্য সমালোচক, লাইব্রেরিয়ান
ভাষাস্পেনীয়
জাতীয়তাআর্জেন্টিনীয়
১৯৬৮ সালে প্যারিসের লোতেলে বোর্হেস