উপেন্দ্রনাথ ভট্টাচার্য

ভারতীয় একজন লেখক

উপেন্দ্রনাথ ভট্টাচার্য (১৮৯৯ - ৯ মার্চ ১৯৭০[১])[২] ছিলেন ভারতীয় বাউল সংগীত-গবেষক, রবীন্দ্র সাহিত্যে সুপণ্ডিত, বিশিষ্ট শিক্ষাবিদ।[৩]

উপেন্দ্রনাথ ভট্টাচার্য
জন্ম১৮৯৯
হরিনারায়ণপুর, কুষ্ঠিয়া নদীয়া জেলা ব্রিটিশ ভারত (অধুনা বাংলাদেশ)
মৃত্যু৯ মার্চ ১৯৭০(1970-03-09) (বয়স ৭০–৭১)
কলকাতা পশ্চিমবঙ্গ ভারত
ভাষাবাংলা
জাতীয়তাভারতীয়
উল্লেখযোগ্য রচনাবলিবাংলার বাউল ও বাউল গান
উল্লেখযোগ্য পুরস্কাররবীন্দ্র পুরস্কার (১৯৫৯)
সন্তানঅজিত ভট্টাচার্য (পুত্র)
অমিয় ভট্টাচার্য (পুত্র)

জীবনী সম্পাদনা

উপেন্দ্রনাথ ভট্টাচার্যের জন্ম ব্রিটিশ ভারতের অবিভক্ত নদীয়া জেলার কুষ্ঠিয়া মহকুমার হরিনারায়ণপুর গ্রামের এক সংস্কৃত পণ্ডিত বংশে। তার শিক্ষাজীবন ছিল কৃতিত্বপূর্ণ। প্রথমদিকে তিনি কুষ্ঠিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তারপর ১৯৪৩ খ্রিস্টাব্দে মুন্সীগঞ্জের এক কলেজে বাংলাভাষা ও সাহিত্যের প্রধান অধ্যাপক হন। ১৯৪৬ খ্রিস্টাব্দে কলকাতা তৎকালীন রিপন কলেজ (অধুনা সুরেন্দ্রনাথ কলেজে) যোগ দেন। পরে তিনি জয়পুরিয়া কলেজ, উইমেন্স কলেজ এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।

সাহিত্যকর্ম সম্পাদনা

রবীন্দ্র সাহিত্যের প্রতি তার গভীর অনুরাগ ছিল। রবীন্দ্র কাব্য, নাটক, প্রবন্ধ এবং পত্রসাহিত্যের আলোচনায় তার গভীর পাণ্ডিত্যের পরিচয় মেলে। তবে তার বিশেষ কীর্তি হল বাংলার বাউল ও বাউল গানের উপর গবেষণা। সেজন্য তিনি বাংলার বহু গ্রাম ও গ্রামান্তের ভ্রমণ করেন। অক্লান্ত পরিশ্রমে এবং নিষ্ঠায় ১৫০০ বাউল গানের সংকলনসহ গবেষণামূলক গ্রন্থ প্রণয়ন করেন। তাই এই স্বীকৃতির জন্য ১৯৫৮ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অব ফিলোসফি ডিগ্রি প্রদান করে। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল-

  • রবীন্দ্র কাব্য পরিক্রমা
  • রবীন্দ্র নাট্য পরিক্রমা
  • বাংলার বীর সন্তান
  • পৃথিবীর আশ্চর্য্য
  • বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত ইতিবৃত্ত
  • বাংলার বাউল ও বাউল গান
  • বাংলার বাউল গান[৪]

পুরস্কার সম্পাদনা

অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য ১৯৫৯ খ্রিস্টাব্দে "বাংলার বাউল গান" গ্রন্থটির জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেন।[৫]

জীবনাবসান সম্পাদনা

অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য অবসরের পর কলকাতায় বসবাস করছিলেন। ১৯৭০ খ্রিস্টাব্দের ৯ মার্চ (১৩৭৬ বঙ্গাব্দের ২৫ ফাল্গুন) আকস্মিক কলকাতায় প্রয়াত হন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. ভট্টাচার্য, উপেন্দ্রনাথ। রবীন্দ্র নাট্য পরিক্রমা (তৃতীয় সংস্করণ)। ওরিয়েন্ট বুক কোম্পানি, কলকাতা।  অজানা প্যারামিটার |পাতা সমূহ= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  2. ওয়াকিল আহমদ (২০১২)। "বাউল গান"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  3. ভট্টাচার্য, উপেন্দ্রনাথ। বাংলার বাউল ও বাউল গান। ওরিয়েন্ট ব্লাক্সওয়ান প্রাইভেট লিমিটেড। আইএসবিএন 978-93-8120-028-6 |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: checksum (সাহায্য) 
  4. "Upendranath Bhattacharya - উপেন্দ্রনাথ ভট্টাচার্য Archives – Granthagara"granthagara.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১২-২৯ 
  5. Experts, Disha (২০২১-০৭-০১)। Blissful West Bengal General Knowledge for WBPSC, WBSSC & other Competitive Exams (ইংরেজি ভাষায়)। Disha Publications। আইএসবিএন 978-93-90711-02-4