উত্তর মধ্যাঞ্চল প্রদেশ

(উত্তর মধ্য প্রদেশ, শ্রীলঙ্কা থেকে পুনর্নির্দেশিত)

উত্তর মধ্যাঞ্চল প্রদেশ ( সিংহলি: උතුරු මැද පළාත উতুরুমেড পাহাতা, তামিল: வட மத்திய மாகாணம் Wada Maththia Mākāṇam ) শ্রীলঙ্কার নয়টি প্রদেশের মধ্যে অন্যতম একটি প্রদেশ। প্রদেশ বা রাজ্য হলো শ্রীলঙ্কার প্রথম স্তরের প্রশাসনিক বিভাগ। প্রদেশগুলি যদিও ১৯ শতক থেকেই বিদ্যমান ছিল কিন্তু ১৯৮৭ সালের আগে পর্যন্ত তাদের কোনো আইনি মর্যাদা ছিল না। ১৯৮৭ সালে শ্রীলঙ্কার সংবিধানের ১৩তম সংশোধনীতে প্রাদেশিক পরিষদ প্রতিষ্ঠা করা হয়। [] [] প্রদেশটি আয়তনের দিক থেকে দেশের বৃহত্তম হলেও আবহাওয়া ও ভূপ্রকৃতির বন্ধুর অবস্থার জন্য এটি দেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন জনবহুল প্রদেশ। প্রদেশটির দুটো জেলা অনুরাধাপুরা এবং পোলোনারুয়া ছিল প্রাচীন শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ রাজ্য। জলবায়ু আধা-শুষ্ক, এবং বনগুলি শুকনো চিরহরিৎ বন। এই প্রদেশটি শ্রীলঙ্কার একেবারে মাঝ বরাবর বিস্তৃত।

উত্তর মধ্যাঞ্চল প্রদেশ
උතුරු මැද පළාත
வட மத்திய மாகாணம்
প্রদেশ
উত্তর মধ্যাঞ্চল প্রদেশের পতাকা
পতাকা
শ্রীলঙ্কার মধ্যে অবস্থান
শ্রীলঙ্কার মধ্যে অবস্থান
দেশশ্রীলঙ্কা
প্রতিষ্ঠা১৮৭৩
স্বীকৃত১৪ই নভেম্বর ১৯৮৭
রাজধানীঅনুরাধাপুরা
সরকার
 • গভর্নরমহিপাল হেরাথ
আয়তন
 • মোট১০,৪৭২ বর্গকিমি (৪,০৪৩ বর্গমাইল)
এলাকার ক্রম১ম (মোট এলাকার ১৬.৩১%)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী)
 • মোট১২,৫৯,৫৬৭
 • ক্রম৮ম (মোট এলাকার ৫.৯১%)
 • জনঘনত্ব১২০/বর্গকিমি (৩১০/বর্গমাইল)
মোট আঞ্চলিক পণ্য (২০১০)[]
 • মোটরুপি ২৩২ বিলিয়ন
সময় অঞ্চলশ্রীলঙ্কা (ইউটিসি+০৫:৩০)
আইএসও ৩১৬৬ কোডএলকে-৭
যানবাহন নিবন্ধনNC
দাপ্তরিক ভাষাসিংহলী, তামিল
ওয়েবসাইটwww.nc.gov.lk

ইতিহাস

সম্পাদনা

শ্রীলঙ্কার কেন্দ্রীভূত ব্যবস্থা, একটি একক রাষ্ট্র, জনগণের আশা-আকাঙ্খা পূরণ করতে ব্যর্থ হয়েছে। দেশের দ্রুত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধনের জন্য প্রশাসনিক প্রক্রিয়ার বিকেন্দ্রীকরণের জন্য ক্রমবর্ধমান তাগিদ ছিল।

শীরীলঙ্কার প্রেক্ষাপটে, হস্তান্তর মানে রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেন্দ্রীয় সরকার থেকে নিম্ন স্তরের নির্বাচিত সংস্থাগুলিতে হস্তান্ত পরবর্তী স্থানীয় স্বায়ত্তশাসনের পথ অনেক সুগম হয়েছে এবং গ্রামা নীলধারী পর্যন্ত বিস্তৃত হয়েছে, তাছাড়া রয়েছে বিভাগীয় সচিবালয়গুলি যা বিভাগীয় সচিবেরা পরিচালনা করেন, যদিও আগে তা সরকারি এজেন্ট নিয়ন্ত্রণ করতেন।র।

জনসংখ্যা

সম্পাদনা

কর্মসংস্থান

সম্পাদনা

কর্মক্ষেত্রে লিঙ্গ অনুপতে ভীষণ বৈষম্য রয়ে গেছে এখনও, যেখানেমপুরুষ কর্মচারীর সংখ্যা শতকরা ৭৬.১ সেখানে মহিলাদের ক্ষেত্রে তা ২৩.৯। যদিও অবৈতনিক পারিবারিক কর্মীরা মহিলাই বেশি (৭১.১%)।

কর্মসংস্থান এবং লিঙ্গের ক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যার (১৫ বছর বা তার বেশি বয়সী) শতাংশ []
নিযুক্ত জনসংখ্যা মোট শতাংশ পুরুষ শতাংশ মহিলা
সরকারি কর্মচারী ১০০,০৪৫ ৭৬.১ ২৩.৯
আধা সরকারি কর্মচারী ৯,৭৩৭ ৬৯.৪ ৩০.৬
বেসরকারি খাতের কর্মচারী ৮৪,৯১৬ ৭২.৭ ২৭.৩
নিয়োগকর্তা ৭,১৭৬ ৮৩.৯ ১৬.১
নিজস্ব হিসাব কর্মী ২৩১,৮৪৮ ৮০.৪ ১৯.৬
অবৈতনিক পারিবারিক কর্মী ৫০,৯৭৫ ২৮.৯ ৭১.১
মোট ৪৮৪,৬৯৭ ৭২.৬ ২৭.৪


প্রাদেশিক পরিষদ

সম্পাদনা

প্রাদেশিক পরিষদ হল উত্তর মধ্যাঞ্চল প্রদেশের প্রধান প্রশাসনিক ও নিয়ন্ত্রণ সংস্থা। এই প্রদেশটি দেশের সর্ববৃহৎ প্রদেশ যা দেশের মোট ভূমির ১৬% জুড়ে রয়েছে। এটি দুটি জেলা নিয়ে গঠিত, পোলোন্নারুয়া এবং অনুরাধাপুরা; অনুরাধাপুরা দেশের বৃহত্তম জেলা।

প্রদেশটিকে উই বেন্দি রাজজেও বলা হয় কারণ প্রদেশে ৩০০০টিরও বেশি মাঝারি এবং বড় আকারের ট্যাঙ্ক রয়েছে। প্রদেশের ৬৫% এরও বেশি মানুষ সাধারণ কৃষি এবং কৃষিভিত্তিক শিল্পের উপর নির্ভরশীল।

উত্তর মধ্যাঞ্চল প্রদেশে বিনিয়োগকারীদের জন্য ব্যবসা, বিশেষ করে কৃষি, কৃষিভিত্তিক শিল্প এবং পশুসম্পদ সেক্টর শুরু করার জন্য প্রচুর সম্ভাবনা রয়েছে।

প্রশাসনিক বিভাগ

সম্পাদনা

উত্তর মধ্যাঞ্চল প্রদেশটি দুটি জেলা এবং ২৯টি বিভাগীয় সচিবালয়ে বিভক্ত।

উত্তর মধ্য প্রদেশের প্রশাসনিক জেলাগুলি
জেলা মূলধন এলাকা (কিমি²) জনসংখ্যা
অনুরাধাপুর জেলা অনুরাধাপুরা ৭,১২৮ ৮৫৬,২৩২
পোলোনারুয়া জেলা পোলোনারুয়া ৩,২৯৩ ৪০৩,৩৩৫

বিভাগীয় সচিবালয়

সম্পাদনা
 
উত্তর মধ্য প্রদেশের বিভাগীয় সচিবালয়, শ্রীলঙ্কা
উত্তর মধ্য প্রদেশের প্রশাসনিক বিভাগ
বিভাগ জেলা জনসংখ্যা
(২০০১

আদমশুমারি) []
নুয়ারগাম পালাথা পূর্ব অনুরাধাপুরা ৬৯,৫৯০
নুয়ারগাম পালাথা সেন্ট্রাল অনুরাধাপুরা ৬০,৮২৮
কেকিরাওয়া অনুরাধাপুরা ৫৮,৮৭৯
থালাওয়া অনুরাধাপুরা ৫৭,৬৬৩
নোচ্চিয়াগামা অনুরাধাপুরা ৪৯,৭৩০
মেদাওয়াচ্চিয়া অনুরাধাপুরা ৪৬,৭৪৩
গ্যালেনবিন্দুনুওয়েওয়া অনুরাধাপুরা ৪৬,৫২৭
থামবুটেগামা অনুরাধাপুরা ৪২,১৪৩
কাহাতগাসদিগিলিয়া অনুরাধাপুরা ৪০,১৩৭
ইপলোগামা অনুরাধাপুরা ৩৮,৬৮৮
হোরোপোথান অনুরাধাপুরা ৩৬,৭১৪
রামবেওয়া অনুরাধাপুরা ৩৬,৪২৬
মিহিনথালে অনুরাধাপুরা ৩৫,১৬০
গালনেওয়া অনুরাধাপুরা ৩৪,৭১৮
পালাগালা অনুরাধাপুরা ৩৩,৭৪০
রাজাঙ্গনায় অনুরাধাপুরা ৩৩,৪৩৪
থিরাপ্পানে অনুরাধাপুরা ২৬,৯৬২
নাচ্ছাদুওয়া অনুরাধাপুরা ২৫,৫৬৯
পদভিয়া অনুরাধাপুরা ২২,৯২৪
কেবিথিগোল্লেওয়া অনুরাধাপুরা ২২,২২৭
মহাবিলাচ্চিয়া অনুরাধাপুরা ২২,১৮৩
পলুগাসওয়েওয়া অনুরাধাপুরা ১৫,৫৫৭
ডিম্বুলগালা পোলোনারুয়া ৭৯,৬৬১
থামানকাডুয়া পোলোনারুয়া ৬৮,৫২৬
মেডিরিগিরিয়া পোলোনারুয়া ৬৫,৫৭৫
হিঙ্গুরকগোদা পোলোনারুয়া ৬৪,২৮৯
এলাহেরা পোলোনারুয়া ৪৩,৯১৫
লঙ্কাপুরা পোলোনারুয়া ৩৬,৪৫২
ওয়েলিকান্দা পোলোনারুয়া ৩৩,৭৭০

পৌরসভা

সম্পাদনা
উত্তর মধ্য প্রদেশের পৌরসভা
পৌরসভা জেলা এলাকা (হেক্টর) জনসংখ্যা(২০০১ আদমশুমারি) []
অনুরাধাপুরা অনুরাধাপুরা ৫১৪০.৩ ৬০,৯৪৩
পোলোনারুয়া পোলোনারুয়া ৩৮৯১.৯২ ১৩,৯০০

শিক্ষা

সম্পাদনা

অনুরাধাপুরা

সম্পাদনা
  • অনুরাধাপুর সেন্ট্রাল কলেজ
  • নিবথকা চেঠিয়া জাতীয় বিদ্যালয়। অনুরাধাপুরা
  • অনুরাধাপুরা টেকনিক্যাল কলেজ
  • বৌদ্ধশ্রাবক ভিক্ষু বিশ্ববিদ্যালয়
  • কেবি রথনায়েক মেগাওয়াট
  • শ্রীলঙ্কার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
  • শ্রীলঙ্কার রাজারতা বিশ্ববিদ্যালয়
  • শ্রীলঙ্কা ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড টেকনোলজিক্যাল এডুকেশন
  • সেন্ট জোসেফ কলেজ
  • টিচার্স ট্রেনিং স্কুল
  • অনুরাধাপুরার ইউনিভার্সিটি কলেজ (ভোকেশনাল টেকনোলজি বিশ্ববিদ্যালয়)

পোলোনারুয়া

সম্পাদনা

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. :.News Line : North, East record highest GDP growth rate ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১২-০৬-২০ তারিখে
  2. "Provinces of Sri Lanka"। Statoids। 
  3. "Provincial Councils"Government of Sri Lanka 
  4. "Sri Lanka Census of Population and Housing, 2011"Department of Census and Statistics, Sri Lanka। Department of Census and Statistics, Sri Lanka। ২৫ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২১ 
  5. "Population of principal towns by sex, census years" (পিডিএফ)Statistical Abstract 2011। Department of Census & Statistics, Sri Lanka। 
  6. "Population of principal towns by sex, census years" (পিডিএফ)Statistical Abstract 2011। Department of Census & Statistics, Sri Lanka। 

বহিঃসংযোগ

সম্পাদনা