অনুরাধাপুরা জেলা

শ্রীলঙ্কার উত্তর মধ্যাঞ্চল প্রদেশের জেলা

অনুরাধাপুরা ( সিংহলি: අනුරාධපුර දිස්ත්‍රික්කය অনুরাধাপুর ডিস্ট্রিকায় ; তামিল: அனுராதபுரம் மாவட்டம் Aṉurātapuram māvaṭṭam) হল উত্তর মধ্যাঞ্চল প্রদেশ, শ্রীলঙ্কার একটি জেলা। এর আয়তন ৭,১৭৯ কিমি

অনুরাধাপুরা জেলা
අනුරාධපුර දිස්ත්‍රික්කය
அனுராதபுரம் மாவட்டம்
প্রশাসনিক জেলা
অনুরাধাপুরা জেলাকে শ্রীলঙ্কার মানচিত্রে হাইলাইট করা হয়েছে
অনুরাধাপুরা জেলাকে শ্রীলঙ্কার মানচিত্রে হাইলাইট করা হয়েছে
স্থানাঙ্ক: ৮°২০′ উত্তর ৮০°৩০′ পূর্ব / ৮.৩৩৩° উত্তর ৮০.৫০০° পূর্ব / 8.333; 80.500
দেশশ্রীলঙ্কা
প্রদেশউত্তর মধ্যাঞ্চল প্রদেশ
বৃহত্তম শহরঅনুরাধাপুরা
বিভাগ
সরকার
 • জেলা সচিবআর এম ওয়ান্নায়েকে
আয়তন
 • মোট৭,১৭৯ বর্গকিমি (২,৭৭২ বর্গমাইল)
 • স্থলভাগ৬,৬৬৪ বর্গকিমি (২,৫৭৩ বর্গমাইল)
 • জলভাগ৫১৫ বর্গকিমি (১৯৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১২)[১]
 • মোট৮,৫৬,২৩২
 • জনঘনত্ব১২০/বর্গকিমি (৩১০/বর্গমাইল)
সময় অঞ্চলশ্রীলঙ্কা (ইউটিসি+০৫:৩০)
আইএসও ৩১৬৬ কোডএলকে-৭১
ওয়েবসাইটds.gov.lk/dist_anuradhapura

প্রধান শহরগুলো সম্পাদনা

অন্যান্য শহর সম্পাদনা

  • বুলনেওয়া
  • এপ্পাওয়ালা
  • গ্যালেনবিন্দুনুওয়েওয়া
  • গালনেওয়া
  • গানেওয়ালপোলা
  • হাবরানা
  • হারোউপোটানা
  • কাহাতগাছদিগিলিয়া
  • কেবিটিগোল্লাওয়া
  • কেকিরাওয়া
  • কোনাপাথিরাওয়া
  • কনওয়েওয়া
  • মদতুগামা
  • মহিলুপল্লামা
  • মারাডাঙ্কদাওয়ালা
  • মেদাওয়াচ্চিয়া
  • মিহিনতালে
  • নোচিয়াগামা
  • নাচ্ছাদুওয়া
  • পাদাউইয়া
  • পলুগাসওয়েওয়া
  • রামবেওয়া
  • সেপ্পুকুলমা
  • তালাওয়া
  • তাম্বুতেগামা
  • থিরাপ্পানে
  • ইয়াকাল্লা

অনুরাধাপুরা জেলার নির্বাচনী বিভাগ সম্পাদনা

  • অনুরাধাপুর পূর্ব নির্বাচনী জেলা
  • অনুরাধাপুরা পশ্চিম নির্বাচনী জেলা
  • হারোপোথানা নির্বাচনী জেলা
  • কালাওয়েওয়া নির্বাচনী জেলা
  • কেকিরাওয়া নির্বাচনী জেলা
  • মেদাওয়াছিয়া নির্বাচনী জেলা
  • মিহিনতালে নির্বাচনী জেলা

জনসংখ্যা সম্পাদনা

 

অনুরাধাপুরা জেলার ধর্ম (২০১১)[১]

  বৌদ্ধ (৯০.২%)
  ইসলাম (৮.৩%)
  হিন্দু (০.৪%)

২০০১ সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যা ছিল ৭৪৫,৬৯৩ জন। যাদের মধ্যে ৯০.৭% সিংহলী, ৮.৩% শ্রীলঙ্কান মুর, ০.৭% স্থানীয় শ্রীলঙ্কান তামিল এবং ০.১% ভারতীয় বংশোদ্ভূত তামিল । জনসংখ্যার ৯০% বৌদ্ধ, ৮.৪% মুসলিম, ১.১% খ্রিস্টান এবং ০.৫% হিন্দু[২]

বিভাগীয় সচিবালয় সম্পাদনা

বিভাগীয় সচিবালয় জেলা থেকে পরবর্তী প্রশাসনিক বিভাগ গঠন করে।

  • অনুরাদাপুর বিভাগীয় সচিবালয়
  • গ্যালেনবিন্দুনুওয়েওয়া বিভাগীয় সচিবালয়
  • গালনেওয়া বিভাগীয় সচিবালয়
  • হাড়োপোথান বিভাগীয় সচিবালয়
  • ইপলোগামা বিভাগীয় সচিবালয়
  • কাহাতগাছদিগিলিয়া বিভাগীয় সচিবালয়
  • কেবিথিগোল্লেওয়া বিভাগীয় সচিবালয়
  • কেকিরাওয়া বিভাগীয় সচিবালয়
  • মহাবিলছিয়া বিভাগীয় সচিবালয়
  • মেদাওয়াছিয়া বিভাগীয় সচিবালয়
  • মিহিনথলে বিভাগীয় সচিবালয়
  • নাচ্ছাদুওয়া বিভাগীয় সচিবালয়
  • নোচ্চিয়াগামা বিভাগীয় সচিবালয়
  • নুয়ারগাম পালাথা কেন্দ্রীয় বিভাগীয় সচিবালয়
  • নুয়ারগাম পালাথা পূর্ব বিভাগীয় সচিবালয়
  • পদবিয়া বিভাগীয় সচিবালয়
  • পালাগালা বিভাগীয় সচিবালয়
  • পলুগাস্বেওয়া বিভাগীয় সচিবালয়
  • রাজাঙ্গনায়া বিভাগীয় সচিবালয়
  • রামবেওয়া বিভাগীয় সচিবালয়
  • থালাওয়া বিভাগীয় সচিবালয়
  • থামবুতেগামা বিভাগীয় সচিবালয়
  • থিরাপ্পানে বিভাগীয় সচিবালয়

মানচিত্র সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Department of Census and Statistics,The Census of Population and Housing of Sri Lanka-2011
  2. Department of Census and Statistics - official government website