উজগেন মিনার এছাড়াও মিনারটি (তুর্কীঃ Özgön) বা উজানগ্যাড মিনার নামও পরিচিত।[১]কিরগিজস্তানের উজগেনে মিনারটি অবস্থিত। মিনারটি ১১ শতাব্দীতে নির্মাণ করা হয়েছে। মিনারটি উজগানের প্রাচীন ধ্বংসাবশেষের একটি অংশ। মিনারের নিকটে সঠিকভাবে সংরক্ষিত তিনটি মাজার রয়েছে।

উজগেন মিনার
উজগেন মিনার(২০১২ সালে)
উজগেন মিনার কিরগিজস্তান-এ অবস্থিত
উজগেন মিনার
উজগেন মিনার
কিরগিজস্তানে অবস্থান
বিকল্প নাম(তুর্কীঃ Özgön) মিনার, উজানগ্যাড মিনার
অবস্থানউজগেন,কিরগিজস্তান
অঞ্চলওশ অঞ্চল
স্থানাঙ্ক৪০°৪৬′০″ উত্তর ৭৩°১৮′০″ পূর্ব / ৪০.৭৬৬৬৭° উত্তর ৭৩.৩০০০০° পূর্ব / 40.76667; 73.30000
উচ্চতা২৭.৫ মিটার (৯০ ফিট)
ইতিহাস
উপাদানইট
স্থাপত্য
স্থাপত্য শৈলীমিনার

স্থাপত্য সম্পাদনা

মিনারটি ২৭.৫ মিটার (৯০ ফুট) উঁচু। মিনারের নিচের দিকের ব্যাস ৮.৫ মিটার (২৮ ফুট) এবং শীর্ষ দিকে ব্যাস ৬.২ মিটার(২০ ফুট)।[২]

উজগেন মিনারটি ইট দিয়ে নির্মিত। মিনারের স্থাপত্যে তিনটি স্বতন্ত্র অংশ রয়েছে। নীচের অংশটি ৫ মিটার (১৬.৫ ফুট) উচ্চতার অষ্টাহা আকৃতির। মাঝের অংশটি ক্রমশঃ সরু হওয়া নলাকৃতির। উপরেরে অংশে খিলানযুক্ত জানালা এবং একটি গুম্বজ রয়েছে। গুম্বজটি পরবর্তীতে ১৯২৩ থেকে ১৯২৪ সালের মধ্যে তৈরি করা হয়েছে। মিনারটি উত্তর কিরগিজস্তানের বুরানা মিনারের সমান।[২]

চিত্রশালা সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

  • মিনার
  • প্রাচীনতম মিনারগুলির তালিকা
  • দীর্ঘতম মিনারগুলির তালিকা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Minaret of Uzgen"archnet.org। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৮ 
  2. "The Uzgen Minaret"discovery-kyrgyzstan.com। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৮