উইলিয়াম ব্র্যাডফোর্ড শকলি

মার্কিন পদার্থবিদ

উইলিয়াম ব্র্যাডফোর্ড শক্‌লি ব্রিটিশ বংশোদ্ভূত এবং ইংল্যান্ডে জন্মগ্রহণকারী মার্কিন পদার্থবিজ্ঞানী এবং উদ্ভাবক। তিনি জন বারডিন এবং ওয়াল্টার হাউজার ব্র্যাটেইনের সাথে যৌথভাবে ট্রানজিস্টর উদ্ভাবন করেন। এ কারণে তারা তিনজন যৌথভাবে ১৯৫৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। শকলি ১৯৫০ এবং ১৯৬০ এর দশকে নতুন ধরনের নকশার মাধ্যমে ট্রানজিস্টর বাজারজাতকরণ শুরু করেন। তার এই উদ্যোগের মাধ্যমেই মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ব ইলেকট্রনিক্স বাজারে সর্বোচ্চ খ্যাতি অর্জন করে এবং বিশ্বের প্রথম সিলিকন ভ্যালি হিসেবে পরিচিতি লাভ করে। শেষ জীবনে শকলি স্ট্যানফোর্ডে অধ্যাপনা করেন এবং পরবর্তীতে জিনতত্ত্বের একজন একনিষ্ঠ উপদেষ্টায় পরিণত হন।

উইলিয়াম শকলি
উইলিয়াম ব্র্যাডফোর্ড শক্‌লি (১৯১০-১৯৮৯)
জন্মফেব্রুয়ারি ১৩, ১৯১০
মৃত্যুআগস্ট ১২, ১৯৮৯
মাতৃশিক্ষায়তনক্যালটেক
এমআইটি
পরিচিতির কারণট্রানজিস্টরের সহ-উদ্ভাবক
পুরস্কার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৫৬)
বৈজ্ঞানিক কর্মজীবন
প্রতিষ্ঠানসমূহবেল টেলিফোন ল্যাবরেটরিস
শকলি সেমিকন্ডাক্টর
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাজন সি. স্লেটার

শিক্ষাজীবন সম্পাদনা

শক্‌লি ১৯৩২ সালে ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি থেকে বিএসসি ডিগ্রি ও ১৯৩৬ সালে ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।[১]

কর্মজীবন সম্পাদনা

শক্‌লি ১৯৩৬ সালে বেল টেলিফোন ল্যাবরেটরীতে যোগদান করেন। তিনি সেখানে ১৯৫৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। ১৯৪৬ সালে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এ ভিজিটিং অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৫৪ সালে ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজিতে ভিজিটিং অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৬৩ সালে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এ Alexander M. Poniatoff অধ্যাপক হিসেবে যোগদান করেন।[১]

বইসমূহ সম্পাদনা

শকলির লেখা সম্পাদনা

প্যাটেন্ট সম্পাদনা

শকলি ৫০টি প্যাটেন্টের অধিকারী।[১]

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

শকলি সম্বন্ধে লেখা সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা