উইকিপিডিয়া আলোচনা:ভারতীয় স্বাধীনতা দিবস এডিটাথন ২০২৩/নিবন্ধ তালিকা

নিবন্ধের নামকরণ নিয়ে..

সম্পাদনা

এই এডিটাথনে, অনেক নিবন্ধেরই নামে ইংরেজি অক্ষরের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়েছে। যা অনেক ক্ষেত্রেই হাস্যকর এবং বিভ্রান্তিকর! উদাহরণস্বরূপ :- কে বিশ্বনাথ। হয়তোবা কোন অতি উৎসাহী পাঠক এই নামের নিবন্ধটি পড়ার আগে মনে মনে ভেবে নিতে পারেন যে, "আমাকে বোধহয় উইকিপিডিয়া প্রশ্ন করেছে বিশ্বনাথ কে?" আসলে নিবন্ধটি "কাসিনাধুনি বিশ্বনাথ" নামক একজন ব্যক্তিকে নিয়ে। ইংরেজিতে হয়তো পড়া ও শোনার সুবিধার্থে নামটি সংক্ষিপ্ত করা হয়েছে। তাই বলে বাংলাতেও করতে হবে? তাও আবার ইংরেজি অক্ষরে? হতেও পারে সেটা ঐ ব্যক্তির আনুষ্ঠানিক নাম কিন্তু সব ক্ষেত্রেই ইংরেজি কে অনুসরণ করতে হবে কেন? এক্ষেত্রে নামটি ‌আব্দুল কালামের এ.পি.জে-এর মতো বেশি প্রচলিত কিংবা বড় হলে সংক্ষিপ্ত রূপ ব্যবহার করাটা ঠিক বলে মনে করি। আবার শেরে বাংলার নামের আগে এ.কে. বাংলাতে প্রচলিত হলেও এ.কে.-এর বদলে "আবুল কাশেম" ব্যবহার করা অনেকটাই উত্তম এবং সেটাই করা হয়েছে। তাই আমি যথাসাধ্য ইংরেজি অক্ষর কমিয়ে নিবন্ধের নামকরণের জোরালো আহ্বান করছি। (نقاش) عبد الله ১৩:৪৭, ৬ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"ভারতীয় স্বাধীনতা দিবস এডিটাথন ২০২৩/নিবন্ধ তালিকা" প্রকল্প পাতায় ফিরুন।