উইকিপিডিয়া আলোচনা:বাংলা ভাষায় প্রচলিত বিভিন্ন দেশ ও শহরের ইংরেজি নাম

সাম্প্রতিক মন্তব্য: Sbb1413 কর্তৃক ২৫ দিন আগে "ব্যবহারকারী নামস্থানে স্থানান্তর" অনুচ্ছেদে

ব্যবহারকারী নামস্থানে স্থানান্তর

সম্পাদনা

প্রিয় Sbb1413, এই পাতাটির প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার রচনাটি বেশ আগ্রহজনক। এটি কি আপনার একক ব্যক্তিগত রচনা হিসেবে লিখেছেন? যদি তা হয়ে থাকে এবং আপনি যদি চান যে অন্য কেউ এটি সম্পাদনা না করুক, তাহলে এটিকে উইকিপিডিয়া নামস্থানের পরিবর্তে আপনার নিজস্ব ব্যবহারকারী নামস্থানে স্থানান্তর করা শ্রেয় হবে। কারণ উইকিপিডিয়া নামস্থানে রাখলে অসচেতন পাঠকের ভুল করে মনে হতে পারে যে এটি উইকিপিডিয়ার একটি নীতি বা নিয়ম সংক্রান্ত পাতা। এই রচনায় উল্লিখিত বেশ কিছু ব্যাপারে আমার মতদ্বৈততা আছে, তবে সেটি এই নামস্থানে নয়, আপনার ব্যবহারকারী নামস্থানে আলাপ পাতায় আলোচনা করলে ভালো হয়। উইকিপিডিয়ার কোনও বিষয়ের ব্যাপারে প্রাসঙ্গিক ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে লেখা রচনা ব্যবহারকারী নামস্থানে নিজের উপপাতা হিসেবে রাখতে কোনও সমস্যা নেই। আপনি চাইলে আমি স্থানান্তর করে দিচ্ছি। -- অর্ণব (আলাপ | অবদান) ০৫:৫০, ২১ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আমি এটি রচনা করেছি। তবে আমি চাই যে যেকোনো অভিজ্ঞ ব্যবহারকারী এই তালিকাকে সম্প্রসারিত করুক। যদি এই তালিকায় উল্লেখিত কোনো ইংরেজি নাম ঐকমত্য অনুযায়ী স্থানান্তরিত হয়ে যায়, তাহলে তাকে এই তালিকা থেকে অপসারণ করা উচিত। আমি কেবল ইংরেজি নাম ব্যবহারকারী দেশ ও শহর উল্লেখ করেছি এবং কেউ চাইলে এখানে প্রাদেশিক বিভাগও যোগ করতে পারেন। সেজন্যই আমি একে ব্যবহারকারী নামস্থানে রাখিনি। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১০:৩৫, ২১ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
"বাংলা ভাষায় প্রচলিত বিভিন্ন দেশ ও শহরের ইংরেজি নাম" প্রকল্প পাতায় ফিরুন।