উইকিপিডিয়া আলোচনা:নটর ডেম কর্মশালা ও এডিটাথন ২০২০

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৩ বছর পূর্বে "একটি নিবন্ধ নাম প্রসঙ্গে" অনুচ্ছেদে

একটি নিবন্ধ নাম প্রসঙ্গে সম্পাদনা

এই Love Land (South Korea) নিবন্ধের নাম হওয়া উচিত লাভ ল্যান্ড (দক্ষিণ কোরিয়া) কিন্তু বর্তমানে আছে প্রেমভূমি (দক্ষিণ কোরিয়া)। আমার যুত্তি এটা একটা উদ্যানের নাম। আপনি কি মনে করেন।  কুউ পুলক   🖂  ০৮:৩২, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@কুউ পুলক:, মূল কোরীয় ভাষায় তো এর নাম Love land না! কোরীয় থেকে ইংরেজিতে লাভ ল্যান্ড করা হয়েছে। তাই বাংলায় একে প্রেমভূমি রূপান্তর করলে সমস্যা কী?Ppt2003 (আলাপ) ১৩:২১, ২৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Ppt2003 যে নাম বর্তমানে আছে এতে আমার কোন সমস্যা নেই, আমি ভালো থেকে উত্তম করার প্রস্তাব করেছি মাত্র। এই ব্যাপারে @WAKIM বা @আফতাবুজ্জামান ভালো বলতে পারবেন। ধন্যবাদ।  কুউ পুলক   🖂  ১৪:১২, ২৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@কুউ পুলক:, আপনাকেও ধন্যবাদ। জানিয়ে রাখছি, অনুবাদজনিত সমস্যার কারণে লক্ষ্য এবার লক্ষ এডিটাথনে আপনার ২টি নিবন্ধ গ্রহণ করিনি। সংশোধন করে জানাবেন। Ppt2003 (আলাপ) ১৪:১৮, ২৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
আমার মতে প্রেমভূমি থাকতে পারে। লাভ ল্যান্ড মূল নাম না। মূল নাম কোরীয়। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫৪, ২৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"নটর ডেম কর্মশালা ও এডিটাথন ২০২০" প্রকল্প পাতায় ফিরুন।