উইকিপিডিয়া আলোচনা:নটর ডেম উইকি আলাপন ১.০

সাম্প্রতিক মন্তব্য: Ahmad Kanik কর্তৃক ৪ বছর পূর্বে "লিংক বা রেফারেন্স যোগ" অনুচ্ছেদে
নটর ডেম উইকি আলাপন ১.০ সম্পর্কিত যেকোন আলোচনা শুরু করার জন্য এখানে ক্লিক করুন। এবং মন্তব্যের শেষে ~~~~ যোগ করে স্বাক্ষর দিতে ভুলবেন না।

পরামর্শ সম্পাদনা

@Meghmollar2017: আপনি প্রতিযোগীদের শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। আমার একটা পরামর্শ হল: যারা কম্পিউটার থেকে অনুবাদ করবে (আপনি জানেন তাঁদের বাসায় কম্পিউটার আছে ও তারা তা ব্যবহার করে ইন্টারনেট চালায় এমন) তাঁদের ২ ও ৩ নং বলার দরকার নেই। তার বদলে "অনুবাদ করতে এখানে ক্লিক করুন" লেখায় ক্লিক করতে বলেন। বাকীটা সোজা হবে তাঁদের জন্য। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:১৩, ২৭ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

এই রকম:
১। নিবন্ধটি ভালো করে পড়ুন: এখান থেকে "ইংরেজি নিবন্ধ" কলাম ঘর থেকে ইংরেজি নিবন্ধে ক্লিক করুন ও সিদ্ধান্ত নিন কোনটি অনুবাদ করবেন।
২। তৈরি করুন: সিদ্ধান্ত নেয়ার পর এখানে যান আবার ও যে নিবন্ধটি অনুবাদ করবেন তার পাশে থাকা "অনুবাদ করতে এখানে ক্লিক করুন" লেখায় ক্লিক করুন ও পরবর্তী ধাপ অনুসরণ করুন।
.....আরো যা বলতে চান
আর যারা মোবাইল থেকে কাজ করবে তাঁদের এমন করে বলতে পারে:
১। নিবন্ধটি ভালো করে পড়ুন: এখান থেকে "ইংরেজি নিবন্ধ" কলাম ঘর থেকে ইংরেজি নিবন্ধে ক্লিক করুন ও সিদ্ধান্ত নিন কোনটি অনুবাদ করবেন।
২। তৈরি করুন: সিদ্ধান্ত নেয়ার পর এখানে যান আবার ও "বাংলা শিরোনাম" কলামে থাকা লাল রঙের লেখায় ক্লিক করে তা এক ট্যাবে খুলুন। আর আরেক ট্যাবে ইংরেজি নিবন্ধটি খুলুন। এবার ইংরেজি নিবন্ধের কলম আইকনে ক্লিক করুন ও লেখাগুলি কপি (অনুলিপি) করুন ও বাংলা নিবন্ধে পেস্ট (প্রতিলেপন) করুন। এবার তা অনুবাদ করুন। তারপর তা প্রকাশ করুন। এভাবে ঐ নিবন্ধের প্রতিটি অনুচ্ছেদ অনুবাদ করুন।
..... আরো যা বলতে চান

--আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫০, ২৭ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী:আফতাবুজ্জামান, ধন্যবাদ। -- আদিভাই (আলাপ) ০৯:২২, ২৮ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

লিংক বা রেফারেন্স যোগ সম্পাদনা

কোনো নিবন্ধ অনুবাদ করার সময় তাতে রেফারেন্স বা লিংক কিভাবে যোগ করব? ধন্যবাদ।— Shahriarsaaj (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Shahriarsaaj: উইকিপিডিয়া:টিউটোরিয়াল (উৎস নির্দেশ) দেখতে পারেন — Ahmad ০৩:৩৪, ২৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
"নটর ডেম উইকি আলাপন ১.০" প্রকল্প পাতায় ফিরুন।