উইকিপিডিয়া আলোচনা:উইকিপ্রকল্প নটর ডেম কলেজ
প্রধান পাতা | আলোচনা | নিবন্ধ তালিকা | যোগ দিন | টেমপ্লেটসমূহ | প্রকল্পের নথিপত্র |
নোটিশবোর্ড
নতুন নোটিশ দিতে চান? |
এই পাতাটি উইকিপ্রকল্প নটর ডেম কলেজ পাতার উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
|
নোটিশ বোর্ড
সম্পাদনাসুপ্রিয় আদিভাই,
প্রকল্পের জন্য কি একটি নোটিশ বোর্ডের ব্যবস্থা করা যায়? যেখানে যে বিষয়গুলোতে সকলের দৃষ্টি আকর্ষণ জরুরী, সেগুলো উল্লেখ করা থাকবে?? মূল প্রকল্প পাতার একটি অংশেই এটি তৈরি করতে পারেন। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ২০:০৪, ২০ জুন ২০২১ (ইউটিসি)
- @Mrb Rafi: করা হয়েছে — উইকিপিডিয়া:উইকিপ্রকল্প নটর ডেম কলেজ/নোটিশবোর্ড। এবার আপনার বার্তা রাখুন এবং নোটিশবোর্ডে প্রয়োজনীয় নোটিশ যোগ করে দিন। শুভকামনা। — Meghmollar2017 • আলাপ • ০৯:২৮, ২১ জুন ২০২১ (ইউটিসি)
- পুনশ্চঃ এটি টেমপ্লেট হিসেবে যেকোনো পাতায় ব্যবহার করা যাবে। যেমন: নিবন্ধ তালিকা ও সদস্যের তালিকায় এটি ব্যবহার করেছি। — Meghmollar2017 • আলাপ • ০৯:৩৯, ২১ জুন ২০২১ (ইউটিসি)
- অসংখ্য ধন্যবাদ, আদিভাই। তবে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে। কোন কথাটা আলাপে আর কোন কথাটা নোটিশে দেয়া লাগবে, সেটা নিয়ে দ্বিধা তৈরি হতে পারে। আমার প্রস্তাব হলো যেকোনো নোটিস আগে এই আলোচনা পাতায় নতুন নোটিশের প্রস্তাব শিরোনামে আলোচনা করে নেয়া উচিত, তারপর সবাই মিলে সম্মত হলেই কেবল নোটিশে দেয়া উচিত। আর আমি আলোচনা করে নোটিশ যতদ্রুত সম্ভব যুক্ত করার চেষ্টা করবো, একটু চাপের ভেতর আছি আসলে। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১১:৫৮, ২১ জুন ২০২১ (ইউটিসি)
- পুনশ্চ, নতুন নোটিশ কিন্তু সব সময় আলোচনা পাতাতেই যুক্ত হচ্ছে! নোটিশের পাতায় নয়!! - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১২:০০, ২১ জুন ২০২১ (ইউটিসি)
- @Mrb Rafi: নতুন নোটিশের আগে আলোচনার জন্যই লিংকটি ব্যবহার করা হয়েছে। লিংকটি এই আলাপ পাতায় নতুন অনুচ্ছেদ তৈরি করবে। স্বয়ংক্রিয়ভাবে শিরোনাম জেনারেট করতে আরেকটু কাজ করতে হবে। আর, যে আলোচনার কথা বলছিলেন, তাতে আপনি আপনার মতো সময় নিন, তাড়াহুড়ার কিছু নেই। :) — Meghmollar2017 • আলাপ • ১২:৫০, ২১ জুন ২০২১ (ইউটিসি)
- আদিভাই, তাহলে বোধহয় আমি আপনার আইডিয়া ঠিকভাবে বুঝে নিতে পারিনি। নোটিশ বোর্ড এমন কিছু জায়গায় রাখা উচিত, যাতে সেখানের গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো সবার নজরে পড়ে। কাজেই আমি ধরে নিচ্ছি, আপনি মূল প্রকল্প পাতা বা আশেপাশের পাতাগুলোয় নোটিশগুলো দেখানোর পরিকল্পনা করছেন। "এখানে বার্তা দিন" এ ক্লিক করলে আলোচনা পাতায় বার্তা দেবার অপশন আসবে, বার্তা রাখা হলে সবাই মিলে আলোচনার পর নোটিশটি প্রকাশ করার সিদ্ধান্ত হলো। তারপর কি আপনি ম্যানুয়ালি/হাত দ্বারা নোটিশটি যেখানে দেখানো দরকার, সেখানের কোডে যুক্ত করে দেবেন? একটি নোটিশ পরীক্ষামূলকভাবে যুক্ত করে দেখানো যায় কি?? - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ২০:০৪, ২১ জুন ২০২১ (ইউটিসি)
- @Mrb Rafi: আপনি যেরকম ভাবছেন, ঠিক সেরকমই। নোটিশবোর্ডের নিচে দেওয়া লিংকে ক্লিক করলে এই আলোচনা পাতায় তারিখসহ “নতুন নোটিশের অনুরোধ” শিরোনামে নতুন একটি অনুচ্ছেদ তৈরি হবে। (আপনি আরও একবার পরীক্ষা করে দেখতে পারেন।) আলোচনার পর সিদ্ধান্তানুসারে হাতে হাতে নোটিশ লাগিয়ে দিতে হবে। যেমন: এখন একটা নোটিশ ঝুলছে। এটা অনেকটা সুরক্ষিত পাতার সম্পাদনার অনুরোধের মতো। তবে বিষয়শ্রেণীতে যুক্ত না হওয়ায় এই আলোচনা পাতাকে আলাদা করে নজরে রাখতে হবে। — Meghmollar2017 • আলাপ • ০৪:৩২, ২২ জুন ২০২১ (ইউটিসি)
- আদিভাই, সেক্ষেত্রে উইকিপিডিয়া:উইকিপ্রকল্প নটর ডেম কলেজ/নোটিশবোর্ড পাতাটি তো বধয় কোনো কাজে লাগছে না মনে হয়। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১২:১৭, ২২ জুন ২০২১ (ইউটিসি)
- @Mrb Rafi: পাতাটি মূলত {{উইকিপিডিয়া:উইকিপ্রকল্প নটর ডেম কলেজ/নোটিশবোর্ড}} টেমপ্লেট হিসেবে কাজ করছে। নতুন নোটিশ লাগাতে, আপনাকে এখানেই সম্পাদনা করতে হবে, মূল পাতায় নয়। এখন পর্যন্ত চারটি পাতায় এটি টেমপ্লেট হিসেবে ব্যবহার হচ্ছে— [১]। — Meghmollar2017 • আলাপ • ১৩:৫৩, ২২ জুন ২০২১ (ইউটিসি)
- আদিভাই, সেক্ষেত্রে উইকিপিডিয়া:উইকিপ্রকল্প নটর ডেম কলেজ/নোটিশবোর্ড পাতাটি তো বধয় কোনো কাজে লাগছে না মনে হয়। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১২:১৭, ২২ জুন ২০২১ (ইউটিসি)
- @Mrb Rafi: আপনি যেরকম ভাবছেন, ঠিক সেরকমই। নোটিশবোর্ডের নিচে দেওয়া লিংকে ক্লিক করলে এই আলোচনা পাতায় তারিখসহ “নতুন নোটিশের অনুরোধ” শিরোনামে নতুন একটি অনুচ্ছেদ তৈরি হবে। (আপনি আরও একবার পরীক্ষা করে দেখতে পারেন।) আলোচনার পর সিদ্ধান্তানুসারে হাতে হাতে নোটিশ লাগিয়ে দিতে হবে। যেমন: এখন একটা নোটিশ ঝুলছে। এটা অনেকটা সুরক্ষিত পাতার সম্পাদনার অনুরোধের মতো। তবে বিষয়শ্রেণীতে যুক্ত না হওয়ায় এই আলোচনা পাতাকে আলাদা করে নজরে রাখতে হবে। — Meghmollar2017 • আলাপ • ০৪:৩২, ২২ জুন ২০২১ (ইউটিসি)
- আদিভাই, তাহলে বোধহয় আমি আপনার আইডিয়া ঠিকভাবে বুঝে নিতে পারিনি। নোটিশ বোর্ড এমন কিছু জায়গায় রাখা উচিত, যাতে সেখানের গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো সবার নজরে পড়ে। কাজেই আমি ধরে নিচ্ছি, আপনি মূল প্রকল্প পাতা বা আশেপাশের পাতাগুলোয় নোটিশগুলো দেখানোর পরিকল্পনা করছেন। "এখানে বার্তা দিন" এ ক্লিক করলে আলোচনা পাতায় বার্তা দেবার অপশন আসবে, বার্তা রাখা হলে সবাই মিলে আলোচনার পর নোটিশটি প্রকাশ করার সিদ্ধান্ত হলো। তারপর কি আপনি ম্যানুয়ালি/হাত দ্বারা নোটিশটি যেখানে দেখানো দরকার, সেখানের কোডে যুক্ত করে দেবেন? একটি নোটিশ পরীক্ষামূলকভাবে যুক্ত করে দেখানো যায় কি?? - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ২০:০৪, ২১ জুন ২০২১ (ইউটিসি)
- @Mrb Rafi: নতুন নোটিশের আগে আলোচনার জন্যই লিংকটি ব্যবহার করা হয়েছে। লিংকটি এই আলাপ পাতায় নতুন অনুচ্ছেদ তৈরি করবে। স্বয়ংক্রিয়ভাবে শিরোনাম জেনারেট করতে আরেকটু কাজ করতে হবে। আর, যে আলোচনার কথা বলছিলেন, তাতে আপনি আপনার মতো সময় নিন, তাড়াহুড়ার কিছু নেই। :) — Meghmollar2017 • আলাপ • ১২:৫০, ২১ জুন ২০২১ (ইউটিসি)
- পুনশ্চঃ আমার মতে, নোটিশের একটা সময়সীমা বেধে দেওয়া যেতে পারে। কোনো নোটিশ তো আজীবন নোটিশবোর্ডে আজীবন ঝুলতে পারে না। আপনার কী মত? — Meghmollar2017 • আলাপ • ১৩:৫৮, ২২ জুন ২০২১ (ইউটিসি)
- আদিভাই, এই বিষয়টি আমারও মাথায় এসেছে, কোনো নোটিশই আজীবন ফেলে রাখা যাবেনা। তবে কিছু নোটিশ গুরুত্বপূর্ণ বিধায় সেটি পূর্ণ না হওয়া পর্যন্ত রাখতেই হবে, যেমন শেষ যে নোটিশটি উত্থাপন করলাম। এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনার দরকার আছে। আমরা দুজনই একা একা (আই মিন দোকা ) কথা বলে যাচ্ছি শুধু। ভালো কথা মনে পড়লো, নতুন কোনো নোটিশ আসলে প্রকল্পের সদস্যদের সবার আলাপে স্বয়ংক্রিয়ভাবে বার্তা দেয়া সম্ভব কি? তাহলে প্রকল্পে সবার অংশগ্রহণ নিশ্চিত হতো। যেমন, এই আলোচনাটায় অংশগ্রহণের জন্য সবার আলাপে বার্তা দেয়া যায়। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ২০:০২, ২৩ জুন ২০২১ (ইউটিসি)
- পুনশ্চঃ আমার মতে, নোটিশের একটা সময়সীমা বেধে দেওয়া যেতে পারে। কোনো নোটিশ তো আজীবন নোটিশবোর্ডে আজীবন ঝুলতে পারে না। আপনার কী মত? — Meghmollar2017 • আলাপ • ১৩:৫৮, ২২ জুন ২০২১ (ইউটিসি)
- @Mrb Rafi: নকীবীয় পরিভাষায় নকীব ভাইকে স্মরণ করছি। আলোচনা আর নোটিশের বিষয়ে সবার আলাপ পাতায় বার্তা দেওয়া স্প্যামিঙের পর্যায়ে চলে যাবে। তাছাড়া সবাই আলোচনায় আগ্রহী না-ও হতে পারে। ক্ষেত্রবিশেষে (খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে) বার্তা দেওয়া যেতে পারে। তবে বারবার বার্তা দেওয়া আমার মতে উচিত নয়। আমরা যেহেতু অফ-উইকিতে যুক্ত আছিই, তাহলে অফ-উইকিতেই জানান দেওয়া হোক। — Meghmollar2017 • আলাপ • ০৪:০৩, ২৪ জুন ২০২১ (ইউটিসি)
- আদিভাই, সামাজিক মাধ্যমে আগেই জানিয়েছি। তবে দেখে মনে হচ্ছে সবাই গ্যালারিতে বসে আমাদের খেলা দেখাতেই বেশি আনন্দ পাচ্ছেন :) - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১২:৪৯, ২৫ জুন ২০২১ (ইউটিসি)
- @Mrb Rafi: নকীবীয় পরিভাষায় নকীব ভাইকে স্মরণ করছি। আলোচনা আর নোটিশের বিষয়ে সবার আলাপ পাতায় বার্তা দেওয়া স্প্যামিঙের পর্যায়ে চলে যাবে। তাছাড়া সবাই আলোচনায় আগ্রহী না-ও হতে পারে। ক্ষেত্রবিশেষে (খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে) বার্তা দেওয়া যেতে পারে। তবে বারবার বার্তা দেওয়া আমার মতে উচিত নয়। আমরা যেহেতু অফ-উইকিতে যুক্ত আছিই, তাহলে অফ-উইকিতেই জানান দেওয়া হোক। — Meghmollar2017 • আলাপ • ০৪:০৩, ২৪ জুন ২০২১ (ইউটিসি)
- @Mrb Rafi: তাহলে মনে হচ্ছে, এই বিষয়ে অন্য কারও কোনো মন্তব্য নেই। অথবা, সকলেই এ বিষয়ে নিরব সম্মতি জ্ঞাপন করছেন। আমি আগামীকাল নিচের নোটিশটি লাগিয়ে দেব। আপাতত আমার মাথায় যে ফরম্যাট আছে, সে অনুযায়ীই নোটিশবোর্ডটা তৈরি করব। তারপর প্রয়োজন হলে সেটা নিয়ে আরেক দফা আলোচনা করা যাবে। আপনার কী মত? — Meghmollar2017 • আলাপ • ১৫:০১, ২৫ জুন ২০২১ (ইউটিসি)
- মন্তব্য: সময়সীমার বিষয়ে রাফি ভাই এর সাথে একমত। যেসব নোটিশ কোনো নির্দিষ্ট লক্ষ্যপূরণের জন্য প্রেরিত, তা লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত রাখা উচিত। আর অন্যান্য নোটিশ এর ক্ষেত্রে সময়সীমা প্রযোজ্য হবে। সেক্ষেত্রে, নোটিশবোর্ডে পূর্বোক্ত নোটিশসমূহ দেখার জন্য একটা বোতাম রাখা যেতে পারে হয়তো? -- — নাফিউল(আলাপ) ১৬:২০, ২৫ জুন ২০২১ (ইউটিসি)
- @Mrb Rafi: তাহলে মনে হচ্ছে, এই বিষয়ে অন্য কারও কোনো মন্তব্য নেই। অথবা, সকলেই এ বিষয়ে নিরব সম্মতি জ্ঞাপন করছেন। আমি আগামীকাল নিচের নোটিশটি লাগিয়ে দেব। আপাতত আমার মাথায় যে ফরম্যাট আছে, সে অনুযায়ীই নোটিশবোর্ডটা তৈরি করব। তারপর প্রয়োজন হলে সেটা নিয়ে আরেক দফা আলোচনা করা যাবে। আপনার কী মত? — Meghmollar2017 • আলাপ • ১৫:০১, ২৫ জুন ২০২১ (ইউটিসি)
@Mrb Rafi: উইকিপিডিয়া:উইকিপ্রকল্প নটর ডেম কলেজ/নোটিশবোর্ড পাতাটি এখন দেখুন। এই ব্যবস্থায় মূল পাতায় সরাসরি নোটিশ যোগ না হয়ে উইকিপিডিয়া:উইকিপ্রকল্প নটর ডেম কলেজ/নোটিশবোর্ড/নোটিশ পাতায় যোগ করতে হবে (বোতামের মাধ্যমে)। @Nafiul adeeb: আর্কাইভের বিষয়ে আমিও ভেবেছিলাম। পুরনো নোটিশ জমা রাখার জন্য একটি আর্কাইভও রাখা আছে। যদিও পাতাটি তৈরি করা হয়নি, তবে নোটিশ আর্কাইভ করার সময় তৈরি করা যাবে। :) নোটিশবোর্ডের বিষয়ে আপনাদের মতামত/মন্তব্য/পরামর্শ কামনা করছি। — Meghmollar2017 • আলাপ • ১২:৩৭, ২৬ জুন ২০২১ (ইউটিসি)
পরীক্ষণ
সম্পাদনাপরীক্ষামূলক নোটিশ — Mrb Rafi (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
নতুন নোটিশের অনুরোধ, ২২ জুন ২০২১
সম্পাদনানটর ডেম কলেজের কিছু ঐতিহাসিক গুরুত্ববাহী স্থাপনার দৃষ্টিনন্দন চিত্র প্রয়োজন। চিত্রগুলোকে দৃষ্টিনন্দন করতে প্রয়োজনে এডিট করতে পারে, তবে তাতে যেন চিত্রের মান এবং বিষয়বস্তু (বিশেষত লেখা) কোনোভাবেই অস্পষ্ট না হয়। যেসব জায়গার চিত্র প্রয়োজন:
- মাতা মেরি (সামনে থেকে স্পষ্ট ছবি, যেন কোলাজ ছবিটির ভেতরের আঁকা বিষয়গুলা স্পষ্ট দেখা যায়।
- গাঙ্গুলি ভবনের সামনের ফাদার গাঙ্গুলির সংক্ষিপ্ত পরিচয়।
- মারটিন হলের সামনে ফাদার মারটিনের স্মৃতি রক্ষার্থে স্থাপিত স্মৃতিফলক।
- হ্যারিংটন ভবনের নিচের কলেজের ভিত্তিপ্রস্তর।
- নাগলিঙ্গম গাছের খুব ভালো একটি ছবি। - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১২:২৪, ২২ জুন ২০২১ (ইউটিসি)
- কাঠগোলাপ গাছ দুইটির ভালো মানের ছবি। — Meghmollar2017 • আলাপ • ০৬:৫৬, ২৬ জুন ২০২১ (ইউটিসি)
- নোটিশ প্রদানে সমর্থন। তবে, এডিটের বিষয়ে কমন্সের নীতিমালা বজায় রাখা জরুরি। প্রয়োজনবোধে কমন্সের গ্রাফিক ল্যাব সেবা ব্যবহার করা যেতে পারে। — Meghmollar2017 • আলাপ • ১৪:০১, ২২ জুন ২০২১ (ইউটিসি)
- প্রদানে সমর্থন। — নাফিউল(আলাপ) ১৬:২১, ২৫ জুন ২০২১ (ইউটিসি)
- সমর্থন —গোলাম মুকিত ☆ (আলাপ) ☆ ১৮:১৯, ২৫ জুন ২০২১ (ইউটিসি)
- @Mrb Rafi: +কাঠগোলাপের ছবি। বাংলা ও ইংরেজি (সাথে অন্যান্য উইকির) সংশ্লিষ্ট নিবন্ধগুলোতেও ব্যবহার করা যাবে। — Meghmollar2017 • আলাপ • ০৬:৫৬, ২৬ জুন ২০২১ (ইউটিসি)
নটর ডেম কলেজ, ঢাকা নিবন্ধে নতুন অনুচ্ছেদ যোগের প্রস্তাবনা
সম্পাদনাসুধী, আমার হাতে প্রতিষ্ঠানটির ইতিহাস সম্পর্কিত বেশ কিছু ভালো তথ্যসূত্র এসেছে, পর্যায়ক্রমে সেগুলো থেকে তথ্য যুক্ত করব। থিক এই লাইনের নিচ থেকে যে অনুচ্ছেদটি সংযুক্ত করছি, সেটি মূল নিবন্ধে যুক্ত করার প্রস্তাব দিচ্ছি। এই অনুচ্ছেদে আরো সূত্র যোগসহ পরামিতি বাংলাকরণের মতো বেশ কিছু কাজ এখনো করা বাকি। (নতুন যুক্ত করা অংশগুলো হলুদ কালিতে দেখানো হলো।) প্রস্তাবনায় -- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ০৫:২০, ২১ জুলাই ২০২১ (ইউটিসি)
- @Mrb Rafi: নিবন্ধের বিষয়ে আলোচনা সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতায় হওয়াই অধিক যুক্তিযুক্ত। তাই, আলোচনা নিবন্ধের আলাপ পাতায় স্থানান্তরিত হলো। :) আমি আপনার খেলাঘরে রচনাশৈলীতে সংশোধন করেছি। গ্রন্থাগার অনুচ্ছেদটি অপ্রয়োজনীয় হিসেবে মুছে দিয়েছি। তাতে কিছু সংযোজনের প্রয়োজন নেই। কেননা, নতুন অনুচ্ছেদটি যেহেতু চতুর্থ স্তরের শিরোনাম হিসেবে যুক্ত হচ্ছে, কাজেই নতুন অনুচ্ছেদটি সার্বিকভাবে “গ্রন্থাগার” নামক অনুচ্ছেদেরই অংশ। — Meghmollar2017 • আলাপ • ০৭:০৭, ২১ জুলাই ২০২১ (ইউটিসি)
নতুন পরিকল্পনা
সম্পাদনাএই প্রকল্পের জন্য একটি হ্যাশট্যাগের ব্যবস্থা করা কি সম্ভব? যেন হ্যাশট্যাগ মনিটরিং টুল এর সাহায্যে ট্র্যাক করা যায়। আর একটা মেইলিং লিস্ট কি খোলা সম্ভব?
এই পরিকল্পনাগুলোর পেছনেও গল্প আছে। আমরা কলেজের লাইব্রেরি ব্যবহারের সুযোগ পাচ্ছি, যেখানে প্রচুর তথ্যসূত্র পাওয়া যেতে পারে। তাছাড়া সম্ভবত কলেজের আর্কাইভে থাকা ঐতিহাসিক ছবিগুলো মুক্ত লাইসেন্সের আওতায় প্রকাশিত হতে পারে সামনে। এদিকে আবার কলেজের ইংলিশ ক্লাবের সদস্যদের সহায়তায় নিবন্ধগুলো বাংলা-ইংরেজি আর ইংরেজি-বাংলা অনুবাদের ব্যবস্থা করছি। প্রায় ১০/১৫ জনকে নিয়ে প্রশিক্ষণও শুরু করে দিয়েছি। আপনাদের মতামত কাম্য - বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ০৫:১৪, ২২ জুলাই ২০২১ (ইউটিসি)
পুনশ্চ:"নটর ডেম কলেজের ক্লাবসমূহ" নিবন্ধ নিয়ে আমরা গত বছর এগোতে পারিনি পর্যাপ্ত সূত্র আর অভিজ্ঞতার অভাবে। এখানে আরেকবার উদ্যোগ নিয়েছি। দেখাই যাক কি হয়। -- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ০৫:২২, ২২ জুলাই ২০২১ (ইউটিসি)
হালনাগাদ
সম্পাদনানটর ডেম কলেজ, ঢাকা নিবন্ধের "সহশিক্ষা বিষয়ক অর্জন" অনুচ্ছেদে সামান্য কিছু হালনাগাদ করা হয়েছে। আর এখানে দেখানো (হলুদ কালিতে দাগানো) খসড়া অনুযায়ী নতুন তথ্য যুক্ত যুক্ত করার প্রস্তাব দিচ্ছি। -- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১৩:১০, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)