উইকিপিডিয়া আলোচনা:উইকিপিডিয়া এশীয় মাস ২০১৫

সাম্প্রতিক মন্তব্য: Iqsrb722 কর্তৃক ৭ বছর পূর্বে "পোস্ট কার্ড না পাওয়া" অনুচ্ছেদে

নো এডিট সম্পাদনা

বোধি, এই পাতায় কোথাও থেকে নো এডিট ম্যাজিক ওয়ার্ড চলে আসছে, বোধ হয় টেমপ্লেট থেকে, এক্টু দেখো, যাতে সহজে নাম যোগ করা যায়, নইলে আমি দেখছি। --টিটো দত্ত (কথা কও, কথা কও, অনাদি অতীত. . .) ২১:৫৫, ১৪ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

টেমপ্লেট দেখলাম, বুঝতে পারছি না কোথায় সমস্যা হচ্ছে। --টিটো দত্ত (কথা কও, কথা কও, অনাদি অতীত. . .) ২২:০৪, ১৪ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
টিটো, কোন টেমপ্লেটের কথা বলছ? নাম যোগ করার টেমপ্লেট তো ঠিকই রয়েছে, মনে হচ্ছে। -- বোধিসত্ত্ব (আলাপ) ১০:২৭, ১৬ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

বুজতে পারছি না সম্পাদনা

এখানে কি করতে হবে এশীয় দেশ গুলোর আরো নিবন্ধন বাংলা উইকিপিডিয়ায় তৈরি বা মানউন্নায়ন করবো? নাকি অন্য উইকিপিডিয়ায় কাজ করতে হবে!? কষ্ট দেয়ার জন্য দুঃখিত -MasterMinhaz ০৮:৩০, ১৬ অক্টোবর ২০১৫ (ইউটিসি)

User:MasterMinhaz, বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধ তৈরী করতে হবে। -- বোধিসত্ত্ব (আলাপ) ১০:২৭, ১৬ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধের ধরণ সম্পাদনা

অধিকাংশ এডিথনে বিষয় নির্দিষ্ট থাকে। এই এডিথনে কি কোন নির্দিষ্ট বিষয় থাকবে নাকি ব্যবহারকারীরা এশীয় উইকি ভাষা/দেশ সমূহ সম্পর্কিত নিবন্ধ নিজেরাই নির্বাচন করে তৈরী করবেন? ফের দৌস

বোধিসত্ত্ব দা আলাপআফতাব (আলাপ নিবন্ধগুলো কি জীবনীমূলক হতে পারবে??? জানালে উপকৃত হব ইকবাল হোসেন (আলাপ) ১৬:২০, ২২ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
ভারত ও বাংলাদেশ ছাড়া এশিয়ার অন্য অংশগ্রহণকারী যে কোন দেশের যে কোন বিষয় সম্বন্ধে নিবন্ধ তৈরি করা যাবে। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:১৩, ২৩ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ রিপোর্ট বিষয়ক সম্পাদনা

এখানে বলা হয়েছে নিবন্ধটি ১লা নভেম্বর, ২০১৫ রাত্রি ১২:০১ থেকে ৩০শে নভেম্বর, ২০১৫ এর মধ্যে তৈরী ও রিপোর্ট করতে হবে। তার মানে কি নিবন্ধ তৈরীর কাজ ১লা নভেম্বর, ২০১৫ রাত্রি ১২:০১ থেকে শুরু করতে হবে?? নাকি আগে থেকেও শুরু করা যাবে? এবং রিপোর্ট দিয়ে ‍কি বোঝানো হল?? নিবন্ধগুলো কি কোথাও জমা দিতে হবে? উত্তরের অপেক্ষা রইলাম।--ইকবাল হোসেন (আলাপ) ১০:৪৪, ২০ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

এখানে রিপোর্ট বলতে জানাতে বলা হয়েছে। এই ১ মাসের মধ্যে নিবন্ধ তৈরি করে উইকিপিডিয়া:উইকিপিডিয়া এশীয় মাস/অংশগ্রহণকারী পাতায় জানাতে হবে। /অংশগ্রহণকারী পাতায় দেখুন, নিবন্ধ নামে একটি ঘর রয়েছে। সেখানে আপনার তৈরি নিবন্ধের নাম লিখতে হবে। --আফতাব (আলাপ) ১৩:৫৯, ২০ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

স্বনির্ধারিত নিবন্ধের তালিকা সম্পাদনা

বোধিসত্ত্বদা, আমরা যে নিবন্ধ তৈরি করতে চাই সেই নিবন্ধগুলোর নাম কি আগে থেকেই ছকটায় লিখে রাখতে পারব? তাহলে সম্ভাব্য বিভ্রান্তি এড়ানো যায়...--ব্যা করণ (আলাপ) ০৯:০৯, ২৭ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

সর্বাণ, উত্তর দিতে দেরি হল বলে দুঃখিত। এশিয়ার এতো নিবন্ধ রয়েছে যে, একই নিবন্ধ দুইজন শুরু করার সুযোগ খুব কম। নিবন্ধ শুরু করে উইকিউপাত্তের লিঙ্ক দিয়ে দিলে অন্য অংশগ্রহণকারীরা একই নিবন্ধ শুরু করতে পারবেন না। তবে, সেই রকম মনে হলে আগে থেকে নিবন্ধের তালিকা ছকটায় দিয়ে দিতে পারো, তবে সেটা এখন নয়, ১লা নভেম্বর প্রতিযোগিতা শুরু হওয়ার পর। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৮:৪৭, ২৮ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
ঠিক আছে।--ব্যা করণ (আলাপ) ০২:০৯, ২৯ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ভুল গুলো দেখিয়ে দিন সম্পাদনা

অংশগ্রহন কারীদের তাদের প্রবন্ধ গৃহীত না হওয়ার কারণ বা ত্রুটিগুলো দেখিয়ে দিন। (উইকিপিডিয়া ১৫ তে যেমন দেখানো হচ্ছে) তাহলে উইকিপিডিয়ানগন ত্রুটি টা বুজতে পেরে আগামীতে ভালো করেতে পারবে! মিনহাজ(আলাপ) ০৬:১০, ৩ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

পোস্ট কার্ড না পাওয়া সম্পাদনা

প্রায় এক বছর হয়ে গেলেও অতীব দুঃখের বিষয় পোস্ট কার্ড এখনো পেলামনা, আদৌ পাবো কিনা তাও জানি না। বোধি দা আর নাহিদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি।ইকবাল হোসেন (আলাপ) ১৮:১৩, ২৩ নভেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

"উইকিপিডিয়া এশীয় মাস ২০১৫" প্রকল্প পাতায় ফিরুন।