উইকিপিডিয়া আলোচনা:উইকিপদক

সাম্প্রতিক মন্তব্য: FaysaLBinDaruL কর্তৃক ৩ বছর পূর্বে "কয়েকটি উইকিপদকে বাংলা প্রতিলিপির প্রস্তাবনা" অনুচ্ছেদে

উইকিপিডিয়া:বার্নস্টার শিরোনাম স্থানান্তর প্রসঙ্গে! সম্পাদনা

এই উইকি পাতাটি সম্ভবত ইংরেজি উইকিপিডিয়ার নিবন্ধ Wikipedia:Barnstars-এর বাঙলা প্রতিবর্ণরূপ। তাই এর শিরোনাম হওয়া উচিৎ ছিলো উইকিপিডিয়া:বার্নস্টার। এছাড়া ইংরেজি উইকিতে আরেকটি পাতা রয়েছে, Wikipedia:Awards শিরোনামে; যদিও ওই পাতার নাম হওয়া উচিৎ ছিলো উইকিপিডিয়া:উইকিপদক। গোলমেলে ব্যপারটা দূবোর্ধ মনে হচ্ছে। --মহীন রীয়াদ (আলাপ) ১৫:৫৫, ২৪ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

পাতাটি উইকিপিডিয়া:বার্নস্টার শিরোনাম স্থানান্তর করা হলো। যেহেতু সম্প্রতি উইকিপিডিয়া:পদক শিরোনামে একটি পাতা তৈরি করেছি। --মহীন রীয়াদ (আলাপ) ১৮:৪০, ২৪ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

কয়েকটি উইকিপদকে বাংলা প্রতিলিপির প্রস্তাবনা সম্পাদনা

 
হিন্দু বার্নস্টার

নিম্নলিখিত উইকিপদকগুলিতে বাংলা প্রতিলিপি জরুরি: টেমপ্লেট:স্প্যাম-রোধী পদক, টেমপ্লেট:পালক পদক (এটিতে সম্ভবত লাতিনে কিছু লেখা আছে), টেমপ্লেট:লেখক পদক, টেমপ্লেট:Typo Team Barnstar, টেমপ্লেট:প্রেস পদক, টেমপ্লেট:প্রশিক্ষক পদক। সেই সঙ্গে জানাই বহুকাল আগে আমি একটি "হিন্দু বার্নস্টার" (পাশে ছবিটি দিয়েছি) পেয়েছিলাম। এতে "ওঁ" শব্দটি দেবনাগরী হরফে লিখিত। এটিও বাংলা অক্ষরে করা উচিত। কারণ, সংস্কৃত গ্রন্থের বাংলা অনুবাদের সময় মূল সংস্কৃত বাংলা অক্ষরেই লেখা হয়। --অর্ণব দত্ত (আলাপ) ১৬:৫৯, ৩ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

 
শ্রেণীকরণ পদক

@আফতাবুজ্জামানঃ এই পদকটা ইংরেজিতে The Category Barnstar নামে আছে, এটাকে বাংলা করে শ্রেণীকরণ পদক করে দিতে পারেন। A B C D E-এর জায়গায় শ্রে ণী ক র ণ দিয়ে স্থাপন করে দিতে পারেন। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ০৭:২৭, ৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

"উইকিপদক" প্রকল্প পাতায় ফিরুন।