উইকিপিডিয়া আলোচনা:অনলাইন এডিটাথন/২০২১/বিশ্ব পরিবেশ দিবস

স্বাক্ষর যোগ সম্পাদনা

আয়োজকদলের দৃষ্টি আকর্ষণ করছি। কে কোন নিবন্ধ নিয়ে কাজ করছেন, তা বোঝার জন্য নিবন্ধ তালিকায় স্বাক্ষরের ঘর যোগ করলে ভাল হয়। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ০৯:৪০, ৩ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ছোট নিবন্ধ সম্পাদনা

পুবের ফণীমনসা'র মত এক লাইনের নিবন্ধ এডিটাথনের তালিকায় না থাকলে ভালো হতো। ভবিষ্যতে আমাদের এবিষয় খেয়াল রাখা উচিত। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ১৩:০৩, ৬ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@FaysaLBinDaruL: সাপের তালিকা থেকে সকল নিবন্ধ যাচাই করা সম্ভব হয়নি সময় স্বল্পতার কারণে। আগামীতে খেয়াল রাখা হবে। ~ নাহিয়ান আলাপ ২০:১১, ৬ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

শ্রেণিবিন্যাস অনুবাদ সম্পাদনা

@Nahian: প্রতিযোগিতায় বেশ কয়েকটি নিবন্ধে দেখলাম তথ্যছকের শ্রেণিবিন্যাসও অনুবাদ করা হচ্ছে। কিন্তু জীবের পূর্ণাঙ্গ শ্রেণিবিন্যাস (যেটা তথ্যছকে আছে) লিখা হলে, তা লাতিন ভাষায় লিখতে হয়৷ তবে আলাদা বৈজ্ঞানিক নামের একক কিংবা বৈজ্ঞানিক নাম বাংলা লেখা যায়। কাজেই, তথ্যছকে বৈজ্ঞানিক শ্রেণিবিন্যাস অনুবাদ না করার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি, পর্যালোচকদের প্রতি অনুরোধ, যেন কেউ নিবন্ধে “তথ্যছক”-এর পূর্ণাঙ্গ শ্রেণিবিন্যাস বাংলা করলে, সেটি পুনরায় লাতিন করা হয়। সকলকে ধন্যবাদ ও শুভকামনা। — Meghmollar2017আলাপ০৬:৩০, ৭ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Meghmollar2017 একমত। সকল উইকিপ্রকল্প এটা অনুসরণ করে। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ০৭:০৭, ৭ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন
বেশিরভাগ বাংলা বইপুস্তকের লেখক এই দাঁতভাঙ্গা শব্দগুলি প্রতিবর্ণীকরণ করার কষ্টে না যেয়ে সরাসরি লাতিন লিখে দিলেও, আমি লাতিনের প্রতিবর্ণীকরণ লিখে পাশে দিয়ে লাতিন দেয়ার পক্ষপাতী, যেমন বুঙ্গারুস কায়েরুলেউস (Bungarus caeruleus)। তাহলে যে নিবন্ধ পড়বে তার পড়তে সুবিধা হবে। শুধু লাতিন লিখে দিলে, অমন দাঁতভাঙ্গা শব্দ কিভাবে উচ্চারণ করবে তা কেউ বুঝবে না। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২০, ৭ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আমি আফতাবুজ্জামান ভাইয়ের সাথে একমত। বৈজ্ঞানিক নাম বাংলা প্রতিবর্ণীর পাশে লাতিন নামও লিখে দেওয়া যায়। তবে আমি বলতে চাইছি যে, তথ্যছকটা লাতিন ভাষায় লাতিন বর্ণমালায় লেখার জন্য। আমাদের পাঠ্যপুস্তকে এই রীতি অনুসৃত হয়। মাধ্যমিকের পুরনো বইয়ে এই রীতির ব্যাখ্যা ও উল্লেখ করে দেওয়া হয়েছিল। আমিও সেটি বাস্তবায়নের প্রস্তাব করছি। — Meghmollar2017আলাপ০৬:১৫, ৮ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

একত্রীকরণ প্রয়োজন সম্পাদনা

পাতি কাল কেউটে নিবন্ধটি ইতোপূর্বে শাঁখামুঠি নামে ২০০৬ সালে রচনা করা হয়েছিল। নিবন্ধ দুটি একত্রীকরণ প্রয়োজন। @আফতাবুজ্জামান আপনার দৃষ্ঠি আকর্ষণ করছি। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ০৯:৩৫, ৭ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@FaysaLBinDaruL: করেছি। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:০৯, ৭ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"অনলাইন এডিটাথন/২০২১/বিশ্ব পরিবেশ দিবস" প্রকল্প পাতায় ফিরুন।