একটি গাবুন ভাইপার।

গাবুন ভাইপার বা গাবুন অ্যাডার ভাইপারিডি পরিবারভুক্ত এক প্রজাতির বিষধর সাপ। এদেরকে সাহারা-নিম্ন আফ্রিকার অতিবৃষ্টি অরণ্যসাভানা অঞ্চলে বেশি দেখা যায়। ১৮৫৪ সালে সর্বপ্রথম গাবুন ভাইপারকে এচিডনা গ্যাবোনিকা হিসাবে বর্ণনা করা হয়। এদের বিষদন্ত ২ ইঞ্চি (৫ সেন্টিমিটার) পর্যন্ত লম্বা হতে দেখা যায় এবং এরা বিষধর সর্পপ্রজাতির মধ্যে সর্বোচ্চ পরিমাণে বিষ উৎপাদন করতে পারে। পূর্ণবয়স্ক গাবুন ভাইপারের শরীর এবং লেজ মিলিয়ে গড় দৈর্ঘ্য ১২৫-১৫৫ সেন্টিমিটার (৪-৫ ফুট)। এদের মাথা ত্রিভুজাকৃতির এবং ঘাড় ভীষণ সরু হয়। এরা মূলত নিশাচর এবং খুব ধীরগতিসম্পন্ন, কম নড়াচড়াযুক্ত শান্তস্বভাবের সাপ হিসাবে সুপরিচিত। এরা সাধারণত লুকিয়ে থেকে শিকার ধরে এবং উপযুক্ত শিকার এসে হাজির হওয়ার অপেক্ষায় দীর্ঘসময় ধরে নিথর নিশ্চল হয়ে পড়ে থাকে। এই প্রজাতির সাপের কামড়ানোর ঘটনা খুব কদাচিৎ ঘটে, কারণ এরা অতিমাত্রায় সহনশীল। (বাকি অংশ পড়ুন...)