উইকিপিডিয়া:বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী/বৃত্তি/বাংলাদেশ

বাংলাদেশে অনুষ্ঠান

সম্পাদনা

বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকায় দুই দিনের একটি কনফারেন্সের আয়োজন করা হবে এবং অনুষ্ঠানটি ফেব্রুয়ারির শেষ দিকে অনুষ্ঠিত হবে। উক্ত উদযাপণ অনুষ্ঠানে ভারতে বসবাসকারী ভারতীয় উইকিপিডিয়ান ও বাংলাদেশে ঢাকার বাইরে বসবাসকারী উইকিপিডিয়িনাদের যোগাদানের জন্য সীমিত সংখ্যক বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। বৃত্তির শর্তবলী সতর্কভাবে পাঠপূর্বক আগ্রহী ভারতীয় ও বাংলাদেশী উইকিপিডিয়ানদের নিচের নির্দিষ্ট অনুচ্ছেদে স্বমনোনয়নের অনুরোধ করা যাচ্ছে।

গুরুত্বপূর্ণ তারিখ

সম্পাদনা

বৃত্তি আবেদন গ্রহণের সময়সীমা শেষ হয়েছে। যেকোন প্রকার তথ্যের জন্য ইমেইল করুন, info@wikimedia.org.bd ঠিকানায়।

  • আবেদন গ্রহণ শুরু হবে: ২১ জানুয়ারি ২০১৫ থেকে
  • আবেদন গ্রহণের শেষ সময়: ২ ফেব্রুয়ারি ২০১৫
  • ফলাফল প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০১৫
  • মূল অনুষ্ঠান: মে ৩০, ২০১৫ (বিস্তারিত)

শর্তাবলী

সম্পাদনা
  • বৃত্তি শুধুমাত্র কনফারেন্সের জন্য প্রযোজ্য হবে এবং শুধুমাত্র স্থলপথের (নন-এসি) জন্য প্রযোজ্য হবে। কনফারেন্সে উপস্থিত না হলে এই বৃত্তি বাতিল করা হবে।
  • প্রাথমিকভাবে ভারত থেকে ১০ জনকে ও বাংলাদেশ থেকে ১৫ জনকে বৃত্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের সংখ্যা বিবেচনা করে পরবর্তিতে এ সংখ্যা কম বা বেশি হতে পারে।
  • বৃত্তি কমিটি ভারতের কলকাতা থেকে ঢাকা ও ঢাকা থেকে কলকাতার পরিবহন খরচ বহন করবে।
  • নির্বাচিতদের সবাই সম্পূর্ণ বৃত্তি পাবেন। এরমধ্যে যাতায়াত, বাসস্থান ও খাদ্য অন্তর্ভূক্ত, এর বাইরে কোন খরচ বৃত্তি কমিটি বহন করবে না। তবে নির্বাচিত সবাইকে ঢাকায় আসা-যাওয়ার টিকেট নিজ খরচে করতে হবে, বৃত্তি কমিটি অনুষ্ঠানস্থলে টিকেটের টাকা নগদে প্রদান করবে। টিকেট ব্যতীত কোন প্রকার টাকা দাবী করা যাবে না।
  • আবাসন বা থাকার হোটেল দুই বা তিনজনে একটি ঘর (বাসা) বা ডরমেটরিতে ভাগাভাগি করে থাকবেন, এই শর্তে দেওয়া হবে। অবশ্যই একই সংস্কৃতির আবেদনকারিদের রাখার ব্যবস্থা করার চেষ্টা করা হবে।
  • আবেদনকারীকে অবশ্যই নিজে লগ-ইন থাকা অবস্থায় আবেদন করতে হবে। উইকিমিডিয়া প্রকল্পে অবদানের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।
  • বিশেষ বিবেচনায় নারী উইকিপিডিয়ান ও ভারতে দশ বছর উদযাপন কমিটির উইকিপিডিয়ানদের নির্বাচন করা হতে পারে।
  • বাংলাদেশী ও ভারতীয় উইকিপিডিয়ানার আবেদন করতে নিচের নির্দিষ্ট অনুচ্ছেদে নাম যুক্ত করার পর দয়া করে এই লিংকে ক্লিক করে ফর্মটি পূরণ করুন। এখানে নাম না যুক্ত করে শুধুমাত্র গুগল ফর্ম পূরণ করলে বা শুধুমাত্র এখানে নাম যুক্ত করে গুগল ফর্ম পূরণ না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
  • আয়োজন কমিটি যে কোনো সময় বিনা নোটিশে এই শর্তাবলি পরিবর্তন করতে পারেন ও তা করার অধিকার রাখেন। বৃত্তি কমিটির যে কোনো সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।

বৃত্তি আবেদনের ফলাফল

সম্পাদনা
  • বিজয়ী দ্বারা বুঝায় প্রার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। ক্রস চিহ্ন দ্বারা বুঝায় প্রার্থী বৃত্তির জন্য নির্বাচিত হননি। অপেক্ষমাণ দ্বারা বুঝায় প্রার্থী অপেক্ষমাণ তালিকাতে রয়েছেন। নির্বাচিতদের মধ্যে কেউ আসতে অপারগ হলে অপেক্ষমাণ তালিকার অগ্রাধিকার ক্রমাণুসারে জানানো হবে।
  • নির্বাচিত প্রার্থী বিবেচনায় আমরা ঢাকার প্রার্থীদের আবেদন বাতিল করেছি কারণ বৃত্তি শুধুমাত্র ঢাকার বাইরের ‍উইকিপিডিয়ানদের জন্য। এছাড়াও বৃত্তির শর্তাবলী অনুসারে যারা শুধুমাত্র গুগল ফর্ম পূরণ করেছেন তাদেরকেও নির্বাচিত করা হয়নি।
  • বিজয়ী প্রর্থীদের সাথে খুব দ্রুতই ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে পরবর্তি নির্দেশনা দেওয়া হবে। অনুগ্রহ করে আপনাদের ইমেইলের স্প্যাম ও জাঙ্ক ফোল্ডারগুলো চেক করে দেখতে ভুলবেন না।
ভারতীয় উইকিপিডিয়ান
সংখ্যা নাম ব্যবহারকারী নাম অবস্থা
কল্যাণ সরকার BengaliHindu বিজয়ী
বোধিসত্ত্ব Bodhisattwa বিজয়ী
অয়ন চৌধুরী TechnoAyan বিজয়ী
অতনু সাহা Atanuami বিজয়ী
তন্ময় বীর Dr. Bir বিজয়ী
রঙ্গন দত্ত Rangan Datta Wiki বিজয়ী
দেবদীপ ধীবর DDDhibar  
জয়ন্ত Jayantanth বিজয়ী
স্বরজিৎ ঘোষ Obangmoy  
১০ Biswarup Ganguly Gangulybiswarup বিজয়ী
বাংলাদেশী উইকিপিডিয়ান
সংখ্যা নাম ব্যবহারকারী নাম অবস্থা
রাকিবুল ইসলাম খোকন Khocon  
আফিফা আফরিন Afifa Afrin বিজয়ী
সৈয়দা শামীমা নাসরীন S Shamima Nasrin বিজয়ী
ফেরদৌস Ferdous বিজয়ী
রাহাত Ctg4Rahat বিজয়ী
রাফায়েল রাসেল Rafaell Russell বিজয়ী
ইনতেখাব আলম চৌধুরী Intakhab ctg বিজয়ী
খন্দকার ফখরুল হাসান Gaanguru  
নাজির হোসাইন NAZIR HOSSAIN 5858  
১০ মেহেদি বারি Mahedi Bari  
১১ আব্দুল্লাহ আল নাহিয়ান Shuvo Hulk  
১২ মিনার মাহমুদ মিনার মাহমুদ  
১৩ মহীন রীয়াদ Moheen Reeyad বিজয়ী
১৪ মোহাম্মদ ছরোয়ার আলম Sufidisciple  
১৫ আব্দুল্লাহ আল নোমান Dr.Abdullah Al Noman  
১৬ কাজী সাজিয়া আফরিন - Diadem1  
১৭ তানভীর ইসলাম tanvir87bd অপেক্ষমান-৫
১৮ কফিল বাপ্পী Kafil bappy  
১৯ মীর জাহেদ Meer Jahed বিজয়ী
২০ মতিউর রহমান অনি Motiur Rahman Oni বিজয়ী
২১ অনুপ সাদি Anup Sadi বিজয়ী
২২ মোঃ আমান উল্লাহ Razu fox  
২৩ ইকবাল হোসেন Iqsrb722 বিজয়ী
২৪ খুরশিদুজ্জামান আহমেদ Khurshiduzzaman Ahmed  
২৫ বশির আহমদ জুয়েল বশির আহমদ জুয়েল  
২৬ সৌরভ বল বসু Souravdgx  
২৭ রাউফ রাহমান রাউফ রাহমান  
২৮ সুব্রত রায় Suvray বিজয়ী
২৯ মোঃ আব্দুল্লাহ আল কাওসার Abakmuhurto  
৩০ মাসুম Masum Ibn Musa বিজয়ী
৩১ সুমন তালুকদার sum000n  
৩২ মোহাম্মদ সাইফুল অালম Sufifollower  
৩৩ মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ md raseduzzaman rashed  
৩৪ ওসমান গনী ওসমানগনী  
৩৫ মোহাম্মদ মোর্শেদুল হক usblancer  
৩৬ কাওসার আহমেদ Kaosar07  
৩৭ সামির রাহমান সামির রাহমান  
৩৮ রায়হান উল ইসলাম Raihan Rana অপেক্ষমান-৪
৩৯ শিহাব মাহমুদ খান সাম্য শিহাব মাহমুদ খান সাম্য  
৪০ মোহাম্মাদ নাইম উদ্দিন Nayeemgccc  
৪১ রেজা করিম রেজা করিম  
৪২ সাখাওয়াত হোসেন সাখাওয়াত হোসেন  
৪৩ মোঃ আব্দুস সবুর Md Abdus Sabur(Panchagarh)  
৪৪ শাহাদাত হোসেন রাফি Engr.Rafi বিজয়ী
৪৫ ডেভিড বেনজাম David Benzam বিজয়ী
৪৬ বশির আহমদ জুয়েল বশির আহমদ জুয়েল  
৪৭ আরিফুল হক Arifull94  
৪৮ গৌরব দাস দীপ গৌরব দাস দীপ  
৪৯ খালেদা ফেরদৌস বাঁধন Khaleda ferdous  
৫০ রিয়াদ হোসেন Reaid Hossain বিজয়ী
৫১ আশিক শাওন Ashiq Shawon বিজয়ী
৫২ সাবরিনা বিশ্বাস Sabrin Biswas বিজয়ী
৫৩ অজয় দাশ অজয় দাশ  
৫৪ গ্যাব্রিয়েল সুমন Gabriel Sumon  
৫৫ এ এইচ এম আহসানুর রহমান রক্তাক্ত আমি  
৫৬ মোহাম্মদ মোশারফ Mosarof  
৫৭ নাসিম মাহমুদ ইভান নাসিম মাহমুদ ইভান  
৫৮ ফাহাদ আমিন Fahaad Ameen