উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/RuHan Bot
RuHan Botসম্পাদনা
অবদান • সম্পাদনা সংখ্যা • বৈশ্বিক সম্পাদনা সংখ্যা • লগ • বাধা দান • বাধাদানের লগ • অধিকার লগ • ফ্ল্যাগ অনুমোদন
- নাম: RuHan Bot
- পরিচালক: Wiki Ruhan
- কাজ: অটো উইকি ব্রাউজার
- প্রোগ্রামিং ভাষা: অটো উইকি ব্রাউজার
- সম্পাদনার মোড: আধা-স্বয়ংক্রিয়
- সম্পাদনার হার: ৫-১২
- বিস্তারিত: অটো উইকি ব্রাউজার ব্যবহার করে সাধারণ পরিষ্করণ, প্রয়োজনীয় পরিবর্তনের কাজ করতে আগ্রহী। কাজগুলোর বিস্তারিত হল-
- সাধারণ পরিষ্কারকরণ
- বাক্যের মাঝের ও শেষের বিরামচিহ্নের ত্রুটি দূর করা। যেমন: "বাংলা ।", "বাংলা,বাংলা" এমন ত্রুটিগুলো দূর করা।
- বাক্যের বা শব্দের শেষে অতিরিক্ত স্পেস দূর করা।
- পিতৃহীন নিবন্ধগুলোতে ট্যাগ লাগানো যাতে সম্পাদকদের দৃষ্টিগোচর হয় এবং সমস্যা সমাধানে সচেষ্ট হন।
- কসমেটিক পরিবর্তন
- </reference> কে {{সূত্র তালিকা}} তে রূপান্তর করা।
- তথ্যসূত্রের ট্যাগের মাঝে ইংরেজিতে লেখা যেমন: Url গুলোকে বাংলায় রূপান্তর করা।
—Wiki RuHan [ Talk ] ১১:৪৩, ৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- করা হয়নি। বট পরিচালক কর্তৃক প্রত্যাহার করা হয়েছে। — তানভির • ১৮:৪৫, ১৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)
আলোচনাসম্পাদনা
- আমি যদি ভুল না জানি, তুমি মোবাইল থেকে সম্পাদনা কর। আউব্রা কিন্তু মোবাইলে চলে না, কেবল কম্পিউটার। যাইহোক, কি কি করতে চাও তা আরো সুনির্দিষ্ট করে বলা দরকার। সাধারণ পরিষ্কারকরণ বলতে কি কি পরিষ্করণ? আর বট দ্বারা বানান ঠিককরণে না বলব। স্ব-অভিজ্ঞতা, অনুসন্ধান ও প্রতিস্থাপন দ্বারা (আধা)স্বয়ংক্রিয়ভাবে বানান ঠিক করতে গেলে বেশ ভুল আসে। আফতাবুজ্জামান (আলাপ) ০২:১৮, ৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- আফতাব ভাই আমি ফোনেই সম্পাদনা করি। তবে বর্তমানে আমার পরিবারের ডেক্সটপেও সম্পাদনা করার সুযোগ রয়েছে। আমি অবগত আছি যে অটো উইকি ব্রাউজার শুধু কম্পিউটারেই ব্যবহার করা যায়। আমি পরিষ্কারকরণের একটি তালিকা অনুমোদন অনুরোধে আপডেট করে দিচ্ছি। আর বানান ঠিককরণে আপনার যেহেতু সম্মতি নেই তাই তা আপাতত না করার সিদ্ধান্ত নিচ্ছি।—Wiki RuHan [ Talk ] ১১:২৮, ৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- রুহান ভাই, আপনার কাজ ১.৩ এ টাইপিং মিসটেক বলতে ঠিক কী বুঝিয়েছেন তা কি একটু বিস্তারিত বলবেন? অন্য কাজগুলো সম্পর্কে কোনোরূপ আপত্তি নেই। না বুঝলে জানাবেন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১০:০০, ৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- @Nokib Sarkar: বাংলা ভাষায় ণ-ত্ব ও ষ-ত্ব বিধান রয়েছে। ফলে, "ণ" ও "ন" এগুলোর ব্যবহার নীতিবদ্ধ (বিশেষ কিছু বাদে)। আর বাংলাভাষীরা বেশিরভাগ বানান ভুল করেন এই "ণ" ও "ন" এবং "শ", "স" ও "ষ" নিয়ে। অটো উইকি ব্রাউজার এই সচারাচর বানান ভুল গুলো শুধরাতে পারে৷ আমি ১.৩ এ সেই ভুলগুলো সংশোধনের কথাই বলেছি। উদাহরণস্বরূপ- "উদাহরণ" (অশুদ্ধ: উদাহরন) বানানটিই নিতে পারেন। আর বাকি কাজে আপনার সম্মতি আছে জেনে খুশি হলাম। —Wiki RuHan [ Talk ] ১৮:৩৮, ৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- রুহান সাহেব, অর্ধ-স্বয়ংক্রিয়ভাবে (প্রত্যেকটি সম্পাদনা করার পূর্বে আপনি পরিবর্তন নিশ্চিত করবেন - এমনটা আশা করা হয়) করা হলে এসব বানান ঠিক করতে কোনো অসুবিধা নেই। তবে সেক্ষেত্রে কিন্তু এগুলো বানান সংশোধনের পর্যায়েই পড়ে যা আপনি আফতাবুজ্জামান ভাইকে বলেছেন যে করবেন না। অর্ধ-স্বয়ংক্রিয় ক্ষেত্রে সাধারণত ধরা হয় যে আপনি যে বানান লিখতে অভ্যস্ত সেই বানানই আপনি বট (আক্ষরিক অর্থে সরঞ্জাম) দিয়ে ঠিক করবেন। আপনি কি অনুগ্রহপূর্বক লক্ষ্য বানানগুলোর তালিকা প্রকাশ করবেন? অগ্রিম ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৫:৩০, ১০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- নকীব, আপনি মনে হয় বানান সংশোধন ও অটো উইকি ব্রাউজারে স্ট্যান্ডার্ড টাইপো ভুলের ডেটাবেজ থেকে সচারাচর ভুল বানান ঠিক করাকে এক মনে করছেন। টাইপো সংশোধন ও হাতে বানান ঠিক করা আলাদা। আপনি যেহেতু অটো উইকি ব্রাউজার ব্যবহার করেননি তাই হয়তো বুঝতে সমস্যা হয়েছে। এক্ষেত্রে আফতাব ভাই ভালো বলতে পারবেন।—Wiki RuHan [ Talk ] ১৩:০২, ১০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- অউব্রা দিয়ে স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয়ভাবে বানান ঠিক করাকে মানা করার মূল কারণ নিজ অভিজ্ঞতা থেকে দেখেছি ৫০টা নিবন্ধের বানান ঠিক করতে গেলে দেখা যায় অউব্রা কিছু সঠিক বানানকে ভুলে পরিণত করে দিচ্ছে। ধর, "অনু" কে "অণু" করতে চাও, এখন নিবন্ধের কোথাও যদি "অনুযায়ী" শব্দটি থাকে তাহলে অউব্রা একে "অণুযায়ী" লিখে দিবে। এই জন্য বানান ঠিক করাটি মানুষের তত্ত্বাবধানে হতে হবে। এটি ছাড়া অন্য কাজগুলি ঠিক আছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৩, ১০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- রুহান, জ্বি এটা সম্ভবত আমার জ্ঞানের ঘাটতির দরুন এখনো বুঝতে পারছি না। তবে আফতাবুজ্জামান ভাইকে পার্থক্যটুকু একটু বুঝিয়ে দেয়ার অনুরোধ করছি। নতুবা এই অংশটুকুতে (আমার সাপেক্ষে) অনভিজ্ঞতার দরুণ ভুল হতে পারে মনে করে - আমি কোমল বিরোধিতা করছি। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০২:০৮, ১১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- আফতাব ভাই ও নকীব আমি অনুরোধ থেকে ১.৩ অংশটি বাদ দিয়েছি। আশা করি বাকি কাজে নকীব এর বিরোধিতা নেই। নকীবকে বর্তমান অনুরোধ সাপেক্ষে মতামত দেওয়ার আহ্বান করছি। —Wiki RuHan [ Talk ] ০৬:০৮, ১১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- রুহান, জ্বি এটা সম্ভবত আমার জ্ঞানের ঘাটতির দরুন এখনো বুঝতে পারছি না। তবে আফতাবুজ্জামান ভাইকে পার্থক্যটুকু একটু বুঝিয়ে দেয়ার অনুরোধ করছি। নতুবা এই অংশটুকুতে (আমার সাপেক্ষে) অনভিজ্ঞতার দরুণ ভুল হতে পারে মনে করে - আমি কোমল বিরোধিতা করছি। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০২:০৮, ১১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- অউব্রা দিয়ে স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয়ভাবে বানান ঠিক করাকে মানা করার মূল কারণ নিজ অভিজ্ঞতা থেকে দেখেছি ৫০টা নিবন্ধের বানান ঠিক করতে গেলে দেখা যায় অউব্রা কিছু সঠিক বানানকে ভুলে পরিণত করে দিচ্ছে। ধর, "অনু" কে "অণু" করতে চাও, এখন নিবন্ধের কোথাও যদি "অনুযায়ী" শব্দটি থাকে তাহলে অউব্রা একে "অণুযায়ী" লিখে দিবে। এই জন্য বানান ঠিক করাটি মানুষের তত্ত্বাবধানে হতে হবে। এটি ছাড়া অন্য কাজগুলি ঠিক আছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৩, ১০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- নকীব, আপনি মনে হয় বানান সংশোধন ও অটো উইকি ব্রাউজারে স্ট্যান্ডার্ড টাইপো ভুলের ডেটাবেজ থেকে সচারাচর ভুল বানান ঠিক করাকে এক মনে করছেন। টাইপো সংশোধন ও হাতে বানান ঠিক করা আলাদা। আপনি যেহেতু অটো উইকি ব্রাউজার ব্যবহার করেননি তাই হয়তো বুঝতে সমস্যা হয়েছে। এক্ষেত্রে আফতাব ভাই ভালো বলতে পারবেন।—Wiki RuHan [ Talk ] ১৩:০২, ১০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- রুহান সাহেব, অর্ধ-স্বয়ংক্রিয়ভাবে (প্রত্যেকটি সম্পাদনা করার পূর্বে আপনি পরিবর্তন নিশ্চিত করবেন - এমনটা আশা করা হয়) করা হলে এসব বানান ঠিক করতে কোনো অসুবিধা নেই। তবে সেক্ষেত্রে কিন্তু এগুলো বানান সংশোধনের পর্যায়েই পড়ে যা আপনি আফতাবুজ্জামান ভাইকে বলেছেন যে করবেন না। অর্ধ-স্বয়ংক্রিয় ক্ষেত্রে সাধারণত ধরা হয় যে আপনি যে বানান লিখতে অভ্যস্ত সেই বানানই আপনি বট (আক্ষরিক অর্থে সরঞ্জাম) দিয়ে ঠিক করবেন। আপনি কি অনুগ্রহপূর্বক লক্ষ্য বানানগুলোর তালিকা প্রকাশ করবেন? অগ্রিম ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৫:৩০, ১০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- @Nokib Sarkar: বাংলা ভাষায় ণ-ত্ব ও ষ-ত্ব বিধান রয়েছে। ফলে, "ণ" ও "ন" এগুলোর ব্যবহার নীতিবদ্ধ (বিশেষ কিছু বাদে)। আর বাংলাভাষীরা বেশিরভাগ বানান ভুল করেন এই "ণ" ও "ন" এবং "শ", "স" ও "ষ" নিয়ে। অটো উইকি ব্রাউজার এই সচারাচর বানান ভুল গুলো শুধরাতে পারে৷ আমি ১.৩ এ সেই ভুলগুলো সংশোধনের কথাই বলেছি। উদাহরণস্বরূপ- "উদাহরণ" (অশুদ্ধ: উদাহরন) বানানটিই নিতে পারেন। আর বাকি কাজে আপনার সম্মতি আছে জেনে খুশি হলাম। —Wiki RuHan [ Talk ] ১৮:৩৮, ৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
রুহান সাহেব, আরেকটি বিষয়, নতুন হিসেবে আপনার সম্পাদনার হার প্রতি মিনিটে সর্বোচ্চ ৫ টি রাখার অনুরোধ জানাচ্ছি। একজন ব্যুরোক্র্যাটের অবর্তমানে একজন প্রশাসককে পরীক্ষামূলক সম্পাদনার অনুমতি প্রদান করতে অনুরোধ জানাচ্ছি। নকীব সরকার বলুন... ০৬:৪৬, ১১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- "পিতৃহীন নিবন্ধগুলোতে ট্যাগ লাগানো" এটি কি নতুন নিবন্ধের ক্ষেত্রে না পুরনো না সকল? বিশেষ:পিতৃহীন_পাতা কিন্তু রয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:০৫, ১১ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- আফতাবুজ্জামান ভাই, আমি চাচ্ছিলাম যেসব নিবন্ধ পিতৃহীন তাদের ট্যাগ লাগিয়ে সম্পাদকদের নজরে আনা। এক্ষেত্রে অনুমতি থাকলে নতুন, পুরাতন সব নিবন্ধেই ট্যাগ লাগানো যায়।—Wiki RuHan [ Talk ] ০৬:৪৭, ১২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- প্রিয় রুহান সাহেব, বিশেষ:পিতৃহীন_পাতা-র অস্তিত্বের কথা আমি জানতাম না। ফলে আমার মনে একটি নতুন প্রশ্ন তৈরি হল। উক্ত বিশেষ পাতার (যেখানে তালিকাকারে সংশ্লিষ্ট সকল নিবন্ধ পাওয়া যায় এবং মোটামুটি হালনাগাদকৃতও বলা যায়) তুলনায় আপনার ট্যাগ লাগানোর বাড়তি বিশেষ কোনো সুবিধা আছে কি? না থাকলে আমি এই কাজটির ব্যাপারেও বিরোধিতা করছি। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১৪:৪০, ১২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- পুনশ্চ ১: আপনি আবেদনে বহির্ভুক্তি মান্যতার ব্যাপারে কিছু উল্লেখ করেন নি। যদিও বর্তমান বট নীতিমালায় এটি নেই, তবে এই ব্যাপারে আপনার সুচিন্তিত ব্যাখ্যা আশা করছি। নকীব সরকার বলুন... ১৪:৪৫, ১২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- "পিতৃহীন নিবন্ধগুলোতে ট্যাগ লাগানো" কাজটি বাদে বাকী ১.১, ১.২, ২.১ ও ২.২ নং-এর জন্য ৩০-৪০টির মত পরীক্ষামূলক সম্পাদনা কর। সম্পাদনা সারাংশ যেন বাংলায় হয়। "regex typo fixing" ঘরে টিক দিবে না। "Apply general fixes" ঘরে টিক দিতে পারো (তাহলে ২.২ স্বয়ংক্রিয়ভাবে হবে)। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:৩৫, ১২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- আফতাবুজ্জামান ভাই, আমি চাচ্ছিলাম যেসব নিবন্ধ পিতৃহীন তাদের ট্যাগ লাগিয়ে সম্পাদকদের নজরে আনা। এক্ষেত্রে অনুমতি থাকলে নতুন, পুরাতন সব নিবন্ধেই ট্যাগ লাগানো যায়।—Wiki RuHan [ Talk ] ০৬:৪৭, ১২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
রুহান, আপনার পরীক্ষামূলক সম্পাদনা কি শেষ হয়েছে? আর আমার একটি প্রশ্ন এ ধরনের সাধারণ রক্ষণাবেক্ষণমূলক কাজ আমার জানামতে অন্যান্য বট দ্বারাও পরিচালিত হয় মাঝে মাঝেই, আপনারটা বাড়তি কোন কাজ করবে বলে আপনি মতে করেন? — তানভির • ০৯:১২, ৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- তানভির ভাই, আফতাব ভাই করতে বলেছিলেন। আমি ভাবলাম আপনার বার্তা পেলে শুরু করব। এখন আপনি চাইলে শুরু করতে পারি।
প্রশ্নের উত্তর হিসাবে বলা যায়- এই বটটিও অন্য সব বটের মতোই কাজ করবে। নতুন কিছু আপাতত করছি না। প্রথমে আমার কাজের তালিকায় কিছু নতুন কাজ ছিল। তবে আফতাব ভাইয়ের সেগুলা না করার পরামর্শ দিয়েছিলেন। তাই উত্তর হচ্ছে- আপাতত বাড়তি কাজ করবে না বটটি। তবে পরবর্তীতে আপনার অনুমতি সাপেক্ষে করা যেতে পারে। —Wiki RuHan [ Talk ] ১৭:৩৫, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- রুহান, আমি ব্যক্তিগতভাবে একটি কাজে একাধিক বট রাখার পক্ষে থাকলেও খুব বেশি না। আপনাকে পরীক্ষামূলক সম্পাদনা শুরু করতে পারলেও ফলাফল ধারণা করা যায় ঠিক-ই আসবে, কারণ অটোউইকিব্রাউজার সবার জন্য একই রকম। তাই পরীক্ষামূলক সম্পাদনার ফলাফল নিয়ে আমি অতোটা চিন্তিত নই। আপনি যেহেতু বলছেন বাড়তি কাজ করবে না, সেক্ষেত্রে আমি আপনাকে আপাতত বটের আবেদন প্রত্যাহারের অনুরোধ করবো (কারণ, এখন পর্যন্ত এমন কোনো নীতিমালা হয়নি যে একই কাজে একাধিক বট কাজ করতে পারবে না)। পরবর্তীতে যদি আপনি এমন কিছু প্রত্যক্ষ করেন যে, অন্য বটের দ্বারা তা করা হচ্ছে না, বা নিয়মিত করা হচ্ছে না, তখন না হয় আপনি সঙ্গে সঙ্গে আবার আবেদন করলেন, ফ্ল্যাগ পেতে তখন কোনো সমস্যা আমি দেখি না। আপনার কী মত? — তানভির • ১০:১০, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- তানভির ভাইয়া, আমি আপাতত এই বটের আবেদন প্রত্যাহার করলাম। আগামীতে কোন নতুন কাজ পেলেই আবার আবেদন করব। ততক্ষণ পর্যন্ত শুভেচ্ছা রইলো। —Wiki RuHan [ Talk ] ১৫:৪৭, ১৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)