উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/KanikBot/৩য়

KanikBot সম্পাদনা

অবদানসম্পাদনা সংখ্যাবৈশ্বিক সম্পাদনা সংখ্যালগবাধা দানবাধাদানের লগঅধিকার লগফ্ল্যাগ অনুমোদন

  • নাম: KanikBot
  • পরিচালক: Ahmad Kanik
  • কাজ: কমন্স নির্বাচিত ছবি নিয়ে আজকের নির্বাচিত ছবি উপপাতা তৈরি এবং বিবরণ যোগ করতে ব্যবহারকারীদের বার্তা প্রদান (অনুরোধকৃত), দীর্ঘদিন পড়ে থাকা কাজ চলছে টেমপ্লেট অপসারণ, {{আলাপ পাতা}} দিয়ে নিবন্ধের আলাপ পাতা তৈরি (অনুরোধকৃত), পুনর্নির্দেশিত বিষয়শ্রণী থেকে পাতাগুলো স্থানান্তর, আলাপ পাতার আলোচনা সংগ্রহশালায় নেয়া (অনুরোধকৃত)
  • প্রোগ্রামিং ভাষা: পাইথন
  • সম্পাদনার মোড: স্বয়ংক্রিয়
  • সম্পাদনার হার: ৬
  • বিস্তারিত:
  1. ইউটিসি সময় ১৮:০০ এ কমন্সের আগামীকালের নির্বাচিত ছবি ব্যবহার করে টেমপ্লেট তৈরি করবে। কমন্সে বাংলা বিবরণ থাকলে তা ব্যবহার করবে। বিবরণ বলতে চিত্র পাতার Information টেমপ্লেটের |description= প্যারামিটারের bn টেমপ্লেটের প্যারামিটার। বিবরণ না থাকলে ব্যবহারকারী:KanikBot/নির্বাচিত ছবি মেইলিং লিস্ট-এ নাম থাকা ব্যবহারকারীদের আলাপ পাতায় বিবরণ যোগ করতে অনুরোধ করে বার্তা দেবে।
  2. ১ মাস ধরে সম্পাদনা না হওয়া নিবন্ধগুলো থেকে কাজ চলছে টেমপ্লেট অপসারণ করা হবে।
  3. {{আলাপ পাতা}} দিয়ে নিবন্ধের আলাপ তৈরি করবে, তবে একদম নতুন পাতার ক্ষেত্রে যোগ করবে না যেহেতু নতুন অবস্থায় নিবন্ধ অপসারিত হবার সম্ভাবনা বেশি।
  4. পুনর্নির্দেশিত বিষয়শ্রেণীর পাতা ও উপবিষয়শ্রেণীগুলো স্থানান্তরিত হবে।
  5. আলোচনা সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। স্ক্রিপ্ট লেখা সহজ করতে নকীব বটের তুলনায় কম প্যারামিটার সমর্থন করবে।

AKanik 💬 ১৫:৩৩, ৩ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

  অনুমোদিত। ‍‍‍‍‍‍‍— তানভির১৩:৪৬, ২২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আলোচনা সম্পাদনা