উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/AbazizfahadBot

অবদানসম্পাদনা সংখ্যাবৈশ্বিক সম্পাদনা সংখ্যালগবাধা দানবাধাদানের লগঅধিকার লগফ্ল্যাগ অনুমোদন

  • নাম: AbazizfahadBot
  • পরিচালক: Abazizfahad
  • কাজ: ক্রীড়া সংশ্লিষ্ট টেমপ্লেটের যথাযথ ব্যবহার।
  • প্রোগ্রামিং ভাষা: জাভা
  • সম্পাদনার মোড: স্বয়ংক্রিয়
  • সম্পাদনার হার: ৫টি (প্রতি মিনিটে)
  • বিস্তারিত: খেলাধুলা সম্পর্কিত অনেক টেমপ্লেট রয়েছে যেগুলোর প্যারামিটারের যথাযথ ব্যবহার এবং প্রয়োজন মোতাবেক টেমপ্লেট ও সংশ্লিষ্ট মডিউল হালনাগাদ।

আঃ আজিজ ফাহাদ (আলাপ) ০২:০৯, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আলোচনা

সম্পাদনা
  • @Abazizfahad: বট কীভাবে টেমপ্লেটের মানোন্নয়ন করবে? —শাকিল (আলাপ · অবদান) ০২:৪৯, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    @MdsShakil বাংলা উইকিতে বিভিন্ন টেমপ্লেট তৈরি করার সময় ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুলিপি করে তৈরি করা হয়। তাই বাংলা উইকির প্রায় সকল টেমপ্লেটের প্যারামিটার ইংরেজিতে থাকে। এ প্যারামিটার গুলো বাংলাতে পরিবর্তন করতে চাইলে সংশ্লিষ্ট মূল টেমপ্লেট এর আওতাধীন সকল পাতায় টেমপ্লেট কাজ করে না। এখানে মানোন্নয়ন বলতে মূল টেমপ্লেটের প্যারামিটারগুলো বাংলাতে পরিবর্তন করে সংশ্লিষ্ট পাতার টেমপ্লেটটির প্যারামিটার বটের মাধ্যমে বাংলায় রূপান্তর করা। কারন একটি মূল টেমপ্লেটের এর আওতাধীন অনেক অনেক টেমপ্লেট থাকে। যেমন টেমপ্লেট:ক্রীড়া ছক এর প্যারামিটার ইংরেজি থেকে বাংলায় রূপান্তর করলে অনেক পাতার টেমপ্লেট কাজ করবে না কারণ সেগুলো ইংরেজিতে লেখা থাকে আর এই শত শত বা হাজার হাজার পাতার টেমপ্লেটের প্যারামিটার পরিবর্তন করতে বট প্রয়োজন। -- AbazizfahadBot (আলাপ) ০৩:০৪, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    @Abazizfahad: আপনি জানেন কিনা জানিনা, ইতিমধ্যে NahidSultanBot এইকাজটি করে থাকে, তাছাড়া এখানে মূল কাজ হচ্ছে টেমপ্লেট সংশোধন করে সেগুলোর প্যারামিটার বাংলা করা বা বাংলার উপযোগী করা যা বট দিয়ে করাটা আমার মনে হয় অসম্ভব। দ্বিতীয়ত একজন বট পরিচালকের অ্যাকাউন্ট নির্বাচন নিয়ে সদা সতর্ক থাকতে হয়, আপনি এখানে আপনার বট অ্যাকাউন্ট ব্যবহার করে প্রশ্নের উত্তর দিয়েছেন যা মোটেই উচিত হয়নি। —শাকিল (আলাপ · অবদান) ০৩:১০, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    @MdsShakil দুঃখিত আমি প্রবেশকৃত অবস্থায় ছিলাম না। আমি এ বিষয়ে জানতাম না অন্য কেউ বট দিয়ে টেমপ্লেটের কাজ করছে। তাহলে বাংলা উইকিতে কি এমন কোন কাজ রয়েছে যেখানে বট ব্যবহার করতে হবে তবে এখনো তেমন ব্যবহারকারী নেই? -- আঃ আজিজ ফাহাদ (আলাপ) ০৩:১৬, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    @Abazizfahad: যেহেতু আপনি বট পরিচালনা করবেন তাই আপনাকেই কাজ খুঁজতে হবে, আমি কোন বট পরিচালনা করি না, তাই এগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করা হয়নি। —শাকিল (আলাপ · অবদান) ০৩:২০, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    @MdsShakil তবে আপনি কি শুধু বটের অনুমোদন দেন। -- আঃ আজিজ ফাহাদ (আলাপ) ০৩:২৫, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    @Abazizfahad বট আবেদনের পাতার আলোচনা অনুসারে একজন বুরোক্র্যাট বট পরিচালনার অনুমোদন দিয়ে থাকেন। আর আলোচনা সবার জন্য উন্মুক্ত, যেকেও এখানে আলোচনায় অংশ নিতে পারে। —শাকিল (আলাপ · অবদান) ০৩:২৮, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়নি ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২০:২২, ১৭ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]