উইকিপিডিয়া:উইকিপ্রকল্প ইসলাম/কার্যপদ্ধতি ও করনীয়

কার্যপদ্ধতি ও করণীয় সম্পাদনা

বহিঃস্থ ভিডিও
  বাংলা ভাষায় কিছু ভিডিও টিউটরিয়াল

উইকিপিডিয়া'র সমস্ত অনলাইন কার্যক্রম যেমন সবার জন্য উন্মুক্ত তেমনিভাবে উইকিপ্রকল্প ইসলাম'ও উন্মুক্ত। উইকিপিডিয়ার একটি নীতিমালা হল 'সাহসী হোন'। আপনি যদি দেখতে পান যে, কোনো কিছুর উন্নয়ন করা সম্ভব; তাহলে নিশ্চিন্তে তার উন্নয়ন করুন! আপনার কর্মকান্ডে কোনকিছু ভেঙ্গে, এলোমেলো হয়ে যাবে ; এমন ভয় পাবেন না। মিডিয়াউইকি সফটওয়্যার'টিই এমনভাবে বানানো যে কেউই একে ভেঙ্গে, এলোমেলো করে দিতে পারেনা, সুতরাং নিশ্চিন্তে লেখা,সম্পাদনা করুন। নিবন্ধ লেখা,সম্পাদনা ও অনুবাদ ব্যাতীত অন্য সমস্ত কাজগুলোতে যেহেতু অভিজ্ঞতা'র প্রয়োজন হয় তাই শুরুতে এগুলো'তে হাত না দেওয়ার'ই পরামর্শ দেয়া হচ্ছে। কিছুদিন উইকিপিডিয়ার কর্মকান্ডে লেগে থাকলে আপনি নিজে থেকেই বুঝে উঠতে পারবেন কোনটা কিভাবে করতে হয়। তবে নিবন্ধ ব্যতীত অন্য বিষয়গুলো'তে যদি আপনার খুব আগ্রহ থাকে তাহলে, 'এখানে জানিয়ে রাখা বা পরামর্শ নেয়ার' অনুরোধ করা হলো।

কার্যপদ্ধতি সম্পাদনা

 
২০১৫ তে প্রকাশিত, ইংরেজি উইকিপিডিয়ার মুদ্রিত সংস্করণ (একটি বিশ্বকোষ)। ৭৪৭৩ টি খণ্ডে প্রকাশিত যার প্রতিটিতে ৭০০ পৃষ্ঠা রয়েছে ।এতে ১১.৫ মিলিয়ন নিবন্ধ রয়েছে যার সূচীপত্রের জন্য ৯১ টি খণ্ড লেগেছে।

'যে প্রশ্নগুলো প্রায় সবাই করে থাকে', প্রথমেই সেটা দেখে নিন। এরপর প্রকল্পে'র, 'টিউটোরিয়াল' অংশটি দেখে নিন। সাথে এটাও বুঝে নেয়া দরকার যে, " 'বিশ্বকোষ' আসলে কি? "। আসলে বিশ্বকোষ হল একটি জ্ঞানসংগ্রহ যাতে বিশ্বজগতের সকল বিষয় সম্বন্ধে সাধারণ তথ্য থাকে বা কোন একটি বিশেষ বিষয় সম্বন্ধে বিস্তারিত ও গভীর আলোচনা থাকে । যেহেতু 'বাংলা উইকিপিডিয়া'ও একটি বিশ্বকোষ, সেকারনে এর লেখাসমূহকে'ও হতে হয় বিশ্বকোষীয় মানের। এখানে লিখতে হলে অবশ্যই নিবন্ধের 'উল্লেখযোগ্যতা', বিশ্বকোষীয় শৈলী, উইকিপিডিয়া:নীতিমালা এসব পূরণ করেই লিখতে হয়। অনেক বাহুল্য, আবেগসর্বস্ব লেখা চাইলে'ও নিবন্ধগুলোতে স্থান দেয়া যায়না, যেকারণে এমনকি অনেক ব্যক্তি, গোষ্ঠী মনঃকষ্ট'ও পেয়ে থাকতে পারেন। তবে মনে রাখবেন, বৃহত্তর মহৎ স্বার্থে নিবন্ধগুলোকে অবশ্যই বিশ্বকোষীয় মানের রাখতে হয় এবং সেটাই রাখা হবে।

বাংলা ভাষায় সম্পাদনা

'বাংলা উইকিপিডিয়া'য় নিবন্ধগুলোর কাঠামো কেমন হবে তা বুঝতে চাইলে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত "ইসলামি বিশ্বকোষ" বা বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত "বাংলাপিডিয়া" গ্রন্থ দুটি দেখতে পারেন। ধরে নিতে পারেন, উইকিপিডিয়ার নিবন্ধ কাঠামো অনেকটাই এই গ্রন্থদুটির নিবন্ধ কাঠামোর মত। এমনকি তথ্যসূত্র দেয়ার জন্যও এই গ্রন্থ দুটি খুবই উপযুক্ত। আপনি চাইলে এখনই এই গ্রন্থদ্বয়ের ভুক্তি ব্যবহার করে উইকিতে নতুন নতুন নিবন্ধ তৈরী করতে পারেন। যেগুলো রয়েছে সেগুলোকেও সম্প্রসারণ করতে পারেন এবং নিশ্চিত থাকতে পারেন যে কেউই আপনার লেখা মুছে দেবে না। আপনার নিকট যদি নির্ভরযোগ্য, নিরপেক্ষ কোন ইসলামি গ্রন্থ থাকে তাহলে সেটির তথ্য ব্যবহার করেও এসব (পরিমার্জন, সম্প্রসারণ ও ক্ষেত্রবিশেষে পুনর্লিখন) করতে পারবেন তবে নিবন্ধে আপনাকে অবশ্যই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গী বজায় রাখতে হবে। প্রকল্পের, 'কোথায় পাব তথ্যসূত্র?' অনুচ্ছেদে নির্ভরযোগ্য কিছু বাংলা গ্রন্থের নাম ও সংক্ষিপ্ত বিবরণ দেয়া আছে। এগুলো সংগ্রহ করে কাজ শুরু করতে পারলে সবচেয়ে ভাল হয়। যে কোন প্রশ্ন/ জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় এখানে বা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে   করে ফেলুন।

ইংরেজি ও অন্যান্য ভাষা হতে সম্পাদনা

আপনি যদি অনুবাদে মোটামুটি দক্ষ হন সেক্ষেত্রে অবদান রাখতে পারবেন আরও বেশী। কারন ইংরেজি ভাষায় তুলনামূলক বেশী রিসোর্স র‍য়েছে যা হাতের নাগালে পাওয়াও সহজ। যেমন এই মূহুর্তে ইংরেজি ভাষার উইকিপিডিয়াতে ইসলাম সম্পর্কিত নিবন্ধ রয়েছে "সাতাশ হাজার তিন টি"(২৭০০৩ টি, ৪ অক্টোবর ২০১৯ পর্যন্ত)। আপনি চাইলে এগুলো থেকে, যেকোন অনুচ্ছেদ/ কয়েক লাইন অনুবাদ করে বাংলা উইকিতে নিবন্ধ বানানো বা সম্প্রসারণ করতে পারেন। আর যদি দেখেন যে নিবন্ধ'টি বাংলা উইকিপিডিয়া'তে নিবন্ধটি নেই সেক্ষেত্রে নিজেই তৈরী করে ফেলুন এবং দৃঢ় নিশ্চিত থাকুন যে কেউই আপনার লেখা মুছে দেবে না। নতুন নিবন্ধ অনুবাদ করে তৈরী করে শুধু এক প্যারা লিখেও যদি ফেলে রাখেন তবুও কেউ মুছে দেবে না, তবে প্রয়োজনীয় তথ্য থাকার পরও ছোট নিবন্ধ তৈরি করা উচিত না। শুধু লক্ষ্য রাখবেন যে "তথ্যসূত্র" যুক্ত করা হয়েছে এবং কোন "ইংরেজি ভাষা" রয়ে যায়নি। অনুবাদের সময় বিদেশি শব্দের পরিভাষাগত কোন সমস্যায় পড়লে এখানে জিজ্ঞেস করে সমাধান নিতে পারেন। নিবন্ধ সমাপ্ত করার জন্য যদি কয়েকদিন সময় নিতে চান এবং অন্যকারও হস্তক্ষেপমুক্ত রাখতে চান তাহলে নিবন্ধের শুরুতেই এই কোডটি, {{কাজ চলছে}} লিখে দেবেন।

এছাড়াও ইসলাম সম্পর্কিত সবচেয়ে বেশী তথ্য ও গ্রন্থ প্রকাশিত হয়েছে যথাক্রমে উর্দু, ফার্সি, আরবি ও ইংরেজীতে। ইসলাম সম্পর্কিত বেশিরভাগ নিবন্ধই সাধারণত ইংরেজী উইকি'র পাশাপাশি সংশ্লিষ্ট উর্দু, ফার্সি, আরবি ভাষাতেও থাকে (এখানে 'ইসলাম' নিবন্ধ'টির লিংক দেয়া হল)। তাই, আপনার যদি এসমস্ত ভাষায় দক্ষতা থাকে, তাহলে অনুবাদ করে আপনি অনেকভাবে বাংলা উইকিতে অবদান রাখতে পারেন।