বাংলা: আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের গারদেজের কাছে বামোজাইয়ে অবস্থিত একটি বিদ্যালয়ে মেয়েদের শাখায় ছাত্রীরা ক্লাসে বসে আছে। বিদ্যালয়টির কোনো ভবন সেই, বাইরে অরচার্ড গাছের ছায়ার নিচেই পাঠদান কার্যক্রম চলে।
বাংলা: রুশ সামরিক অনার গার্ডরা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অ্যাডমিরাল মাইক মুলেনকে স্বাগত জানাচ্ছেন। তিনি ছিলেন নৌবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ। তিন দিনের এক সফরে মুলেন রাশিয়ায় এসেছিলেন, এবং সেসময় তিনি রুশ সামরিক অ্যাকাডেমির বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
বাংলা: ১৯২৩ সালে জর্জ ওয়াশিংটন বেকন কর্তৃক অঙ্কিত ইউরোপের মানচিত্র। কোনো স্থানের উচ্চতা প্রদর্শিত হয়েছে, সেই সাথে বাষ্পীয় ইঞ্জিন চালিত জাহাজের চলাচলের পথ ও সময়স্থানও সূচিত হয়েছে। এটি প্রকাশ করেছিলো ওয়েবার ক্যাসটেল্লো কোম্পানি। প্রকাশের সময় এর আকৃতি ছিলো ৮৪ × ১১১ সেন্টিমিটার। স্কেল ১:৫,৫০০,০০০ (প্রদর্শিত স্থান: ৫২° পশ্চিম - ৮০° পূর্ব ও ৬০° উত্তর থেকে ৩০° উত্তর)।
বাংলা: সিনো-সোভিয়েত বন্ধুত্বের চুক্তি সম্পাদনকে সামনে রেখে ১৯৫০ সালে প্রকাশিত চীনা ডাকটিকিট। সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন ও চীনা নেতা মাও সেতুং-এর করমর্দন করছেন।