বাংলা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একজন সার্ফার। সান্ত ক্রুজ ও উত্তর ক্যালিফোর্নিয়ার সৈকত হচ্ছে জনপ্রিয় একটি সার্ফিয়ের স্থান। যদিও এই শীতল পানিতে (৫৭º ফারেনহাইট বা ১৪º সেলসিয়াস) ওয়েটস্যুট ছাড়া সার্ফিং করা প্রায় অসম্ভব।
বাংলা: বুলেভার দু টেম্পল, প্যারিস। কোনো মানুষের অবস্থান সহযোগে তোলা এটিই প্রথম আলোকচিত্র। ছবিতে একটি ব্যস্তময় রাস্তা ফুটে উঠেছে। যেহেতু এক্সপোজার অনেক বেশি (দশ মিনিটেরও ওপরে) তাই এখানে যানবাহন খুব একটা দৃশ্যমান হয়নি, কিন্তু ছবির বামে নিচে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে। কারণ তিনি তাঁর জুতা পালিশ করার জন্য অনেক্ষণ ধরেই সেখানে অবস্থান করছিলেন। উল্লেখ্য, আলোকচিত্রটি একটি মিরর ইমেজ।
বাংলা: ২৬ আগস্ট, ১৯৪৪-এ স্বাধীনতা অর্জনের দিন ফরাসী মুক্তিযোদ্ধাদের আর্ক দু টেম্পল রাস্তা দিয়ে এলিসি প্রাসাদের দিকে যাত্রা। ট্যাংক গুলো জেনারেল লেসারের অন্তর্গত ২য় আর্মার্ড ডিভিশনের আওতাভুক্ত।
বাংলা: চলন্ত নিক্সি টিউব টেলিফুনকেন। ব্যাস ১৯ মিলিমিটার, উচ্চতা ১৫.৫ মিলিমিটার। ডিজিটের সামনের ফিলামেন্টটি এর একমাত্র অ্যানোড প্রান্ত। এছাড়া এর ১১টি ক্যাথোড প্রান্ত আছে। তার দশটি ০-৯ পর্যন্ত অঙ্কগুলো প্রদর্শনের জন্য, আর অপরটি ডেসিমাল পয়েন্ট হিসেবে (নিচে সর্ববামে)।