উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/স্বয়ংক্রিয় পরীক্ষণ/২০১৬

মোঃ নাজমুল ইসলাম সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি উক্ত অধিকার পেলে অনেক পাতা উন্নয়ন করবো ইনশাল্লাহ্ লিমন চাকলাদার (আলাপ) ১০:২০, ৮ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি অধিকারটি মূলত পুরাতন ও অভিজ্ঞ বা যারা ৫০টির উপর নিবন্ধ তৈরি করেছেন তাদের দেওয়া হয়। আপনিও অবদান রাখতে থাকুন, একদিন পেয়ে যাবেন। তবে এই অধিকারটি ছাড়াও আপনি উইকিপিডিয়াতে সবার মতই সম্পাদনা করতে পারবেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:২৭, ৮ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

Mozahead Islam সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

যে কারণে আপনি এই অধিকার পেতে ইচ্ছুআমি চাই পৃথিবীতে সবাই আমাকে এক নামে চিনুক। জীবনে অনেক আশা ছিলো। মেসি, সাকিব,খান, শাহরুক খানের মতো আমাকে বিশ্ব জানুক। কিন্তু তাহলো না। তাই আমি এখন মনে করি। যে, যদি আমি এই ইউকিপিডিয়তে সততার সাথে কাজ করি তাহলে আমাকে সাবাই চিনবে। আর এটাই আমার মনের আশা।আমি কম্পিটার কাজের চাকুরী করতে চাই। কারন আমি ছোট্র থেকেই মোবাইল কম্পিটার চালানর ওসতাদ। আমি সব বিষয়ে এক্চপাট। আমার মনের কনফিডেন্স অনেক বেশি। আমার ফেইচবুক আইডি হলো Mozahead Sumon. আমার নাম্বার 01757855444 -- — Mozahead Islam (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

  করা হয়নি, -- বোধিসত্ত্ব (আলাপ) ১২:৫৪, ২ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

CAPTAIN RAJU সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি বাংলা উইকিপিডিয়াতে চলচ্চিত্র, জীবনী বিষয়ে নতুন নিবন্ধ যোগ ও নিবন্ধের মানোন্নয়নে কাজ করছি।আমি আমার লেখায়ও কপিরাইট, যাচাইযোগ্যতা, উল্লেখযোগ্যতা, ও রচনাশৈলী নির্দেশনা সংক্রান্ত নীতিমালাগুলো মেনে চলি। এ অধিকার পেলে আমি উইকিপিডিয়াতে অনেক ভালো অবদান রাখতে পারবো। CAPTAIN RAJU () ১০:১৫, ২৫ এপ্রিল ২০১৬ (ইউটিসি) @ রাজু ভাই আপনার তৈরি নিবন্ধগুলো দেখলাম, দেখলাম অধিকাংশ নিবন্ধই অসম্পূর্ণ বা অতি সংক্ষিপ্ত। তাই আমি সমর্থন জানাতে পারছি না বলে দুঃখিত, -   বিরোধিতা -শাহাদাত সায়েম (আলাপ) ১০:৫৬, ২৫ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি এই অধিকারটি ছাড়াও আপনি ভালো অবদান রাখতে পারবেন। এই অধিকারটি আপনার সম্পাদনায় প্রভাব ফেলবে না বরং অন্য ব্যবহারকারীর কাজের চাপ কমাবে। আপনার তৈরি নিবন্ধগুলো পর্যালোচনা করে দেখলাম সেগুলোর অধিকাংশই দুই/তিন লাইনের (তথ্যছক ও নামগুলোবাদে)। তবে আমি আগেও আপনার আলাপ পাতাতে যেমন বলেছিলাম, আপনি নিবন্ধ ছোট লিখলেও গুছিয়ে লিখেন ও তথ্যসূতত্র যুক্ত করেন। এটা প্লাস পয়েন্ট। অন্য একটি ব্যপার হলো (এটি এই আবেদনের সাথে সম্পর্কিত না হলেও), আপনি আপনার আলাপ পাতার বার্তাগুলো খুব একটা কর্ণপাত করেন না, উদাহরণস্বরুপ, ছোট ছোট সম্পাদনা করে সম্পাদনা সংখ্যা বাড়ানো। এই বিষয়টিকে উইকিপিডিয়ায় ভালো চোখে দেখা হয় না। তবে সামগ্রিকভাবে আপনার সম্পাদনা ভালো হচ্ছে। নিবন্ধের মান একটু উন্নত হলেই বা অন্য ব্যাবহারকারীরা যখন মনে করবেন আপনার সম্পাদনাগুলো আর প্যাট্রোল করতে হবে না তখন এই অধিকারটি দিতে আপত্তি থাকবে না। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:১৩, ২৫ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]


Shamima Shirmin সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

যে কারণে আপনি এই অধিকার পেতে ইচ্ছুক Shamima Shirmin (আলাপ) ১৬:২০, ৩ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

আমি স্বংক্রিয় পরীক্ষ হলে সবাইকে সাহায্য করতে পারব।যাদের পৃষ্ঠা তৈরী করতে ভুল হয়েছে তাদের পৃষ্ঠাকে সংসধোন করতে পারব।উইকিপিডিয়াতে নতুন নিবন্ধন করতে পারব।বাংলায় অনুবাদ করতে পারব।

  করা হয়নি আপনি এমনিতেও এই কাজগুলো এই অধিকার ছাড়াই করতে পারবেন। অনুগ্রহ করে নিয়মিত আবদান রাখুন ও নিবন্ধ তৈরি করুন। সাধারণত প্রশাসকগণ এই অধিকার পেতে ইচ্ছুকদের কাছে ৫০টি ভালো মানের নিবন্ধ আশা করে থাকেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৪২, ৩ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]


Obangmoy সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

নতুন তৈরী পাতাসমূহ আরও সুবিধাজনকভাবে সম্পাদনা করতে চাই। বাবলু (আলাপ) ১৪:৫২, ২১ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

প্রথমেই, স্বয়ংক্রিয় পরিক্ষণ অধিকারটি আপনাকে সম্পাদনাতে কোন সুবিধাই প্রদান করবে না। বরং এটি যারা অন্যের নিবন্ধ পর্যালোচনা করেন তাদের চাপ কমাবে। আপনার আবেদন থেকে প্রতিয়মান হচ্ছে যে, আপনি অধিকারটি সম্পর্কে না জেনেই আবেদন করেছেন। তবুও সাধারণত যারা ৫০টির উপর নিবন্ধ লিখেছেন ও নিয়মিত ভালো সম্পাদনা করেন তাদেরকে এই অধিকারটি দেওয়া হয়। সে হিসেবে, আপনাকে দিতে আপত্তি নেই কিন্তু আপনার আগের ব্লক ও আলাপ পাতাতে সতর্কবার্তা দেওয়ার পরও কর্ণপাত না করা এবং এই পাতাতে ভুলভাবে আবেদন করা (পাতার ইতিহাস দেখুন) ইত্যাদি বিবেচনায় আমি অন্য আরও একজন অভিজ্ঞ ব্যবহারকারীর মতামত আশা করছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:১৫, ২১ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  বিরোধিতা আমি খেয়াল করেছি সে একবার অপব্যবহারের জন্য ব্লক হয়েছে আর আমার মনে হয়না সে এখনো অভিজ্ঞ নয় কারণ সে যে কারণে আবেদন করেছে তা অযুক্তিক। তাই আমার মত নাই। Sethtalk ০১:৫৭, ১৬ অক্টোবর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়নি অনেকদিন যাবত উন্মুক্ত রয়েছে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৪০, ২৪ নভেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

Shahidul Hasan Roman সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

এই ব্যবহারকারী অধিকারটির জন্য আবেদন জানাচ্ছি। আমি উল্লেখযোগ্য ও পরিষ্কার নতুন অনেক নিবন্ধ সৃষ্টি করেছি। বর্তমানে প্রায় ৫০+ নিবন্ধ তৈরি করেছি। যদিও স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকারটির দ্বারা তেমন উল্লেখযোগ্য সুবিধা পাবো নাহ। তবুও অধিকারটির জন্য আবেদন জানাচ্ছি। আপনাদের সমর্থন কামনা করছি। ধন্যবাদ! Shahidul Hasan Roman (আলাপ) ১৮:৪০, ২০ অক্টোবর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি ৫০+ নিবন্ধ তৈরি করায় প্রথমেই আপনাকে অভিনন্দন। এই অধিকারটি আপনার কাজে কোন প্রভাব পরবে না, বরং এটি আপনার একাউন্টে যুক্ত করে দিলে অন্যদের সুবিধে হবে। অর্থৎ আপনার নিবন্ধগুলোকে আর সাম্প্রতিক পরিবর্তনে হলুদ অবস্থায় দেখাবে না। যাইহোক, আপনার তৈরি অধিকাংশ নিবন্ধে যে সমস্যাগুলো রয়েছে। বেশ কিছু পুরুটা বা আংশিক ইংরেজিতেই রয়েছে, বেশ কিছুতে কোন তথ্য নেই, বেশ কিছু শুধুমাত্র এক/দুই লাইনের। এছাড়াও বেশ কিছুতে যে কারণে ট্যাগ লাগানো রয়েছে সেটি সংশোধন করেন নি। এই অধিকারটি তখনই দেয়া হয় যখন তৈরিকৃত নিবন্ধ থেকে এটা প্রতিয়মান হয় যে, সংশ্লিষ্ট ব্যবহারকারী উইকিপিডিয়ার সব রচনাশৈলী মেনে ভালো মানের নিবন্ধ তৈরি করেন। আগ্রহ হারাবেন না, পুরাতন নিবন্ধগুলো সংশোধন করুন ও নতুন নিবন্ধ রচনাশৈলী মেনে ভালো মানের তৈরির চেষ্ঠা করুন। এক সময় এখানে আবেদন না করেও এই অধিকারটি পেয়ে যাবেন। কারণ এটিই একমাত্র অধিকার যা প্রশাসকগণ অনুরোধ ছাড়াই প্রদান করে থাকেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ২০:১০, ২০ অক্টোবর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

Shahidul Hasan Roman সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকারটির আবেদন করছি, আশা করি এই অধিকারটি পাওয়ার কিছুটা হলেও মানদন্ড অর্জন করেছি। আমি নিয়মিত নতুন নিবন্ধ তৈরি করি ও সেগুলো সম্পূর্ণ সম্পাদনা করার চেষ্টা করি যদিও কয়েকটা এখনও রয়ে গিয়েছে আশা করি সেগুলো কয়েক দিনে দ্রুতই সম্পূর্ন করে ফেলবো।আমি বাংলা উইকিপিডিয়ায় ১০০০+ সম্পাদনা করেছি এবং ১০০+ নিবন্ধ তৈরি করেছি এর মধ্যে কিছু ধ্ধংসপ্রবনতা ও রোধ করেছি ভবিষ্যতেও তা বজায় রাখবো। আশাকরি আমার আবেদনে সমর্থন জানাবেন। ধন্যবাদ Shahidul Hasan Roman (আলাপ) ১৮:১০, ২২ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি। আপনার আবেদনের জন্য ধন্যবাদ। তবে সম্প্রতি আপনার তৈরি নিবন্ধ পর্যালোচনা করে দেখলাম সেগুলোর অধিকাংশই দুই/তিন লাইনের (তথ্যছক ও বহিঃসংযোগ ছাড়া) ছোটো নিবন্ধ এবং আপনি একটি নিবন্ধ অসম্পূর্ণ রেখেই আরেকটি তৈরি করেছেন। আপনি হয়তো অবগত থাকবেন, সাধারণত এরকম ছোটো নিবন্ধ তৈরি করার বিষয়ে বাংলা উইকিপিডিয়ায় ব্যবহারকারীদের অনুৎসাহীত করা হয়। তাছাড়া এই অধিকারটি আপনার সম্পাদনায় কোনো প্রভাব ফেলবে না বরং এটি নতুন পাতা প্যাট্রোল করার ক্ষেত্রে অন্য ব্যবহারকারীর কাজের চাপ কমিয়ে থাকে, সেহেতু নিবন্ধের মান একটু উন্নত হলেই বা অন্য ব্যাবহারকারীরা যখন মনে করবেন আপনার সম্পাদনাগুলো আর প্যাট্রোল করার প্রয়োজন নেই তখন এই অধিকারটি দিতে কারো আপত্তি থাকবে না। ~ মহীন (আলাপ) ২১:০৮, ২২ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

Rafibintofa005 সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

রাফি (আলাপ) ১৬:৫৪, ২৩ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি কোন কারণ ব্যতীত আবেদন। এই অধিকারটি যারা নিয়মিত উইকিপিডিয়ার রচনাশৈলী অনুসারে নতুন নিবন্ধ তৈরি করেন তাদের দেওয়া হয়। সাধারণ নীতিমালা অনুসারে যদি কোন ব্যবহারকারী ৫০টির বেশি নতুন সমৃদ্ধ নিবন্ধ তৈরি করেন তাকেই এই অধিকার প্রদান করা হয়। নিয়মিত সমৃদ্ধ ও সম্প্রসারিত নিবন্ধ তৈরি করুন, প্রশাসকরা এমনিতেই দিয়ে দিবেন। আরও দেখুন, উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষণ। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৪৩, ২৪ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ। আমি আমার চেষ্টা চালিয়ে যাব। আশা করি সামনে এই অধিকারটি পাব। তাসিন (আলাপ) ১৬:৪৭, ২৪ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]