উইংস (১৯২৭-এর চলচ্চিত্র)

উইংস (ইংরেজি: Wings) হল ১৯২৭ সালের মার্কিন নির্বাক চলচ্চিত্র। এটি পরিচালনা করেন উইলিয়াম এ. ওয়েলম্যানপ্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ছবিটি প্রযোজনা করেন লুসিয়েন হুবার্ড ও পরিবেশনা করে প্যারামাউন্ট পিকচার্স। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন ক্লারা বো, চার্লস "বাডি" রজার্স ও রিচার্ড আর্লেন। গ্যারি কুপার একটি ছোট ভূমিকায় অভিনয় করেন, যার মাধ্যমে তার হলিউড কর্মজীবন শুরু হয়।

উইংস
পরিচালকউইলিয়াম এ. ওয়েলম্যান
প্রযোজক
  • লুসিয়েন হুবার্ড
  • আডলফ জিউকার
  • জেসি এল. লাস্কি
  • বি. পি. শুলবার্গ
  • অটো হারমান কান
রচয়িতাজুলিয়ান জনসন
চিত্রনাট্যকার
  • হোপ লরিং
  • লুই ডি. লাইটন
কাহিনিকারজন মঙ্ক সন্ডার্স
শ্রেষ্ঠাংশে
সুরকারজে. এস. জেমেনিক
চিত্রগ্রাহকহ্যারি পেরি
সম্পাদকই. লয়েড শেল্ডন
প্রযোজনা
কোম্পানি
ফেমাস প্লেয়ার্স-লাস্কি
পরিবেশকপ্যারামাউন্ট পিকচার্স
মুক্তি১২ আগস্ট ১৯২৭
স্থিতিকাল১১১ মিনিট (মূল মুক্তি)[১]
১৪৪ মিনিট (সংরক্ষিত)[২]
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষানির্বাক
নির্মাণব্যয়$২ মিলিয়ন[৩]

১৯২৭ সালের ১২ই আগস্ট মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি এর প্রযুক্তিগত ও বাস্তবতাবাদের জন্য প্রশংসিত হয়। ছবিটি একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজিত ১ম একাডেমি পুরস্কার আয়োজনে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়।[৪] এটি শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার প্রাপ্ত একমাত্র নির্বাক চলচ্চিত্র।[ক] উইংস প্রথম চলচ্চিত্র যাতে দুজন পুরুষের চুম্বন দৃশ্য দেখানো হয়েছে এবং এটি প্রথম চলচ্চিত্র যাতে নগ্নতা প্রদর্শিত হয়েছে। ১৯৯৭ সালে লাইব্রেরি অব কংগ্রেস ছবিটিকে "সাংস্কৃতিক, ঐতিহাসিক ও নান্দনিকভাবে গুরুত্বপূর্ণ" বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্র রেজিস্ট্রিতে সংরক্ষণের জন্য নির্বাচন করে। ২০০২ সালে একাডেমি ফিল্ম আর্কাইভ ছবিটি সংরক্ষণ করে।[৫] ২০১২ সালের মে মাসে ছবিটি মুক্তির ৮৫তম বার্ষিকী উপলক্ষ্যে ছবিটি সিনেমার্ক থিয়েটারে সীমিত পরিসরে মুক্তি দেওয়া হয়। ২০১৭ সালে ৯০তম বার্ষিকী উপলক্ষ্যে পুনরায় মুক্তি দেওয়া হয়।

কুশীলব সম্পাদনা

  • ক্লারা বাউ - ম্যারি প্রেস্টন
  • চার্লস "বাডি" রজার্স - জ্যাক পাওয়েল
  • রিচার্ড আর্লেন - ডেভিড আর্মস্ট্রং
  • গ্যারি কুপার - ক্যাডেট হোয়াইট
  • জোবিনা রালস্টন - সিলভিয়া লুইস
  • এল ব্রেন্ডেল - হারম্যান শুইম্ফ
  • রিচার্ড টাকার - এয়ার কমান্ডার
  • গানবোট স্মিথ - সার্জেন্ট
  • রস্কো কার্নস - লেফটেন্যান্ট ক্যামেরন
  • হেনরি বি. ওয়ালথাল - মিস্টার আর্মস্ট্রং
  • জুলিয়া সোয়াইন গর্ডন - মিসেস আর্মস্ট্রং
  • আর্লেট মার্শাল - সেলেস্ট

পাদটীকা সম্পাদনা

  1. ২০১১ সালে অস্কার বিজয়ী দি আর্টিস্ট চলচ্চিত্রটির বেশির ভাগ অংশ নির্বাক হলেও এতে সিঙ্ক্রোনাইজড শব্দ ও শেষের দিকে কিছু রেকর্ড করা সংলাপ রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "WINGS (A)"ফেমাস প্লেয়ার্স-লাস্কিব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। ১২ জানুয়ারি ১৯২৮। ৭ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৮ 
  2. "WINGS (PG)"প্যারামাউন্ট পিকচার্সব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। ২২ ফেব্রুয়ারি ২০১৩। ৭ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৮ 
  3. বেনেট, কার্ল (২০১২)। "Progressive Silent Film List: Wings"। Silent Era। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৮ 
  4. "Dorothy Wellman dies at 95"ভ্যারাইটি। ১৭ সেপ্টেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৮ 
  5. "Preserved Projects"Academy Film Archive। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা