ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টার
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টার বা ইবিআরসি হচ্ছে চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্র।[১][২]
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টার | |
---|---|
চট্টগ্রাম সেনানিবাস | |
![]() ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পতাকা | |
ধরন | পদাতিক প্রশিক্ষণ কেন্দ্র |
ভবন/স্থাপনা/ক্ষেত্রের তথ্য | |
নিয়ন্ত্রক | বাংলাদেশ সেনাবাহিনী |
ভবন/স্থাপনা/ক্ষেত্রের ইতিহাস | |
যুদ্ধ | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ |
রক্ষীসেনা তথ্য | |
পূর্বের সেনাধিনায়ক | মেজর আব্দুল ওয়াহেদ চৌধুরী (প্রতিষ্ঠাকালীন অধিনায়ক) |
ইতিহাস
সম্পাদনা১৯৪৭ সালের দেশবিভাগের সময় ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী হতে রেজিমেন্ট সেন্টারটির গোড়াপত্তন হয় এবং একই সময় পাকিস্তান সেনাবহিনীতে অঙ্গীভূত হয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারটি ১৯৪৭ সালের নভেম্বর মাসে অনুমোদোন প্রাপ্ত হয়[৩] ও কাজ শুরু করে । ১৯৪৮ সালে ১৫ই ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গল রেজিমেন্টল সেন্টার কর্তৃক প্রশিক্ষিত ১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নে উত্থাপন করা হয় এবং আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়, নব্যগঠিত প্রশিক্ষণ সংস্থাটি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নতুন নিয়োগকৃত বাঙালী সেনাদের প্রশিক্ষণের জন্য তৈরি করা হয়েছিল। সদ্যজাত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রশিক্ষণ সংস্থা বা ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের জ্যেষ্ঠ বাঙালি সেনাকর্মকর্তা মেজর আব্দুল ওয়াহেদ চৌধুরী[৪][৫] ভারপ্রাপ্ত অধিনায়ক/কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনি সর্বপ্রথম ১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে গঠন ও কমান্ড করেন ইস্ট বেঙ্গল রেজিেন্টের ১ম ব্যাটালিয়নে উত্থাপন করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের অবস্থান ছিল চট্টগ্রাম সেনানিবাসে এবং কমান্ড্যান্ট ছিলেন ব্রিগেডিয়ার মাহমুদুর রহমান মজুমদার। তিনি ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে "সোয়াত" জাহাজ থেকে অস্ত্র খালাসে বাধা দান করায় নিজের পদ হতে অপসারিত হন।[৬][৭][৮][৯] ১৯৭১ সালের ২৫শে মার্চ কালো রাতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের ৮ জন বাঙ্গালী সেনা অফিসার সহ মোট ১৫০০ অন্যান্য র্যাঙ্কের বাঙ্গালী সেনাদের হত্যা করে পাক বাহিনী।[১০]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Play strong role in nation building, PM tells army"। দ্য ডেইলি স্টার। ১২ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৭।
- ↑ "PM to open 'World Trade Centre' in Ctg today"। দ্য ডেইলি স্টার। ৩০ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৭।
- ↑ Khan, Fazal Muqueem (১৯৬৩)। The Story of the Pakistan Army (ইংরেজি ভাষায়)। Pakistan Branch, Oxford University Press।
- ↑ দিগন্ত, Daily Nayadiganta-নয়া। "লড়াকু বাঙালি মেজর এ ডব্লিউ চৌধুরী"। Daily Nayadiganta (নয়া দিগন্ত) : Most Popular Bangla Newspaper। সংগ্রহের তারিখ ২০২২-০১-৩১।
- ↑ আব্দুল হক, কর্ণেল মোহাম্মদ (আগস্ট ২০২২)। সামরিক ইতিহাসের ছয় তারকা। ১০৯,ঋষিকেশ রোড ,ঢাকা ১১০০: খোশরোজ কিতাব মহল লিমিটেড। পৃষ্ঠা ২৫৮–২৮০। আইএসবিএন 984-438-250-5।
- ↑ Sein, Maung Kyaw। "Remembering a Tiger's Last Journey"। Star Weekend Magazine। দ্য ডেইলি স্টার। ১৩ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৭।
- ↑ "বঙ্গবন্ধুর অনুমতি ছাড়া কিছু করা ঠিক হবে না"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২০।
- ↑ "একটি টপ সিক্রেট চিঠি পেলাম"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২০।
- ↑ ব্রিগেডিয়ার মজুমদার - মো. মাহমুদুর রহমান। দৈনিক সিলেটের ডাক; ১৯ ডিসেম্বর ২০১২ তারিখে প্রকাশিত
- ↑ Curator (২০১৯-০৬-২১)। "ইস্ট বেঙ্গল রেজিমেন্ট চট্টগ্রামে অবস্থিত সেনার তালিকা"। সংগ্রামের নোটবুক (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-৩০।