ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়

বাংলাদেশী বিশ্ববিদ্যালয়

ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে ইডিইউ) বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, যেটি চট্টগ্রামের খুলশী এলাাকায় অবস্থিত। ২০০৬ সালে প্রতিষ্ঠাকালীন বিশ্ববিদ্যালয়টি আগ্রাবাদে তাদের কার্যক্রম পরিচালনা শুরু করে।[]

ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়
ধরনবেসরকারি বিশ্ববিদ্যালয়,
স্থাপিত২০০৬, শিক্ষা কার্যক্রম শুরু ২০০৮ সাল
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যপ্রফেসর এম সেকান্দার খান
শিক্ষার্থী৬৫০০
অবস্থান,
২২°১৯′১৮″ উত্তর ৯১°৪৮′৪১″ পূর্ব / ২২.৩২১৫৭৩° উত্তর ৯১.৮১১২৯৮° পূর্ব / 22.321573; 91.811298
শিক্ষাঙ্গনশহুরে
সংক্ষিপ্ত নামইডিইউ
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটwww.eastdelta.edu.bd
মানচিত্র

বর্তমানে স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টি তাদের কার্যক্রম পরিচালনা করছে। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হলেন প্রাক্তন মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এবং প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান হলেন সাঈদ আল নোমান। তিনি আমেরিকার সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি, লন্ডন স্কুল অব ইকনোমিক্স ও অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন।

ইডিইউর প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন এম এ ওয়াদুদ মিয়া। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর এম সেকান্দার খান। ২০০৬ সালে প্রতিষ্ঠিত হলেও দুই বছর পর ২০০৮ সালে বিবিএ ও এমবিএ প্রোগ্রামের অধীনে মাত্র পাঁচজন শিক্ষার্থী নিয়ে শুরু হয় এর শিক্ষা কার্যক্রম। এরপর ধাপে ধাপে বাড়তে থাকে পরিসর। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মোট তিনটি স্কুলে প্রায় ২৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

বর্তমানে বিজনেস, ইঞ্জিনিয়ারিং ও লিবারেল আর্টস- এ তিনটি স্কুলের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে মোট ১১টি প্রোগ্রাম নিয়ে চলছে এর কার্যক্রম। এগুলো হলো: বিবিএ, এমবিএ, ইংরেজিতে অনার্স ও মাস্টার্স, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ও এমএসসি, ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিকাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ও এমএসসি এবং মাস্টার্স অব পাবলিক পলিসি অ্যান্ড লিডারশিপ।

চট্টগ্রামের মানবসম্পদসহ আর্থ-সামাজিক উন্নয়নে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠা। বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামকে ধারণ করার যে মানসিকতা তা প্রতিফলিত হয় এর নামকরণেই। ডেল্টা শব্দের অর্থ বদ্বীপ। বাংলাদেশের ভূ-খণ্ডটি মূলত গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার অববাহিকায় সৃষ্ট বদ্বীপ। এই বদ্বীপের ইস্ট বা পূর্ব অংশটি হলো চট্টগ্রাম। অর্থাৎ ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির মানে দাঁড়ায় পূর্ব বদ্বীপ তথা চট্টগ্রাম-এর বিশ্ববিদ্যালয়।

অনুষদ ও বিভাগসমূহ

সম্পাদনা

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ

সম্পাদনা
  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
  • বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং
    • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে মাস্টার্স অব সায়েন্স (এমএসসি)
  • তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগ
  • কম্পিউটার ও যোগাযোগ প্রকৌশল বিভাগ
  • ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশল বিভাগ

ব্যবসায় অধ্যয়ন অনুষদ

সম্পাদনা
  • ব্যবসায় প্রশাসনের মাস্টার্স (এমবিএ) [নিয়মিত]
  • ব্যবসায় প্রশাসনের মাস্টার্স (এমবিএ) [নির্বাহী]
  • ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর (বিবিএ)

মানবিক অনুষদ

সম্পাদনা
  • ইংরেজি ভাষা ও সাহিত্য: ইংরেজি ভাষা ও সাহিত্যে মাস্টার্স অব আর্টস, ইংরেজি ভাষা শিক্ষকতায় (আরএলটি) স্নাতকোত্তর,
  • ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক (অনার্স)

সামাজিক বিজ্ঞান অনুষদ

সম্পাদনা
  • অর্থনীতি ও ব্যাংকিংয়ে স্নাতক বি এস এস (অনার্স)
  • অর্থনীতি ও ব্যাংকিংয়ে মাস্টার্স এম এস এস

অবস্থান

সম্পাদনা
 
মূল ভবনের সামনের একাংশ।

চট্টগ্রামের খুলশী ওয়ার্ডের পূর্ব নাসিরাবাদের নোমান সোসাইটি এলাকার আব্দুলাহ আল নোমান সড়কে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "EDU Profile from UGC, Bangladesh"। ৬ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা